সরকারি চাকুরিজীবিরা সরকার কর্তৃক একটি সন্তানের জন্য ৫০০ টাকা একাধিক সন্তানের জন্য ১,০০০ টাকা শিক্ষা ভাতা পেয়ে থাকেন। দুটি সন্তানের অধিক সন্তানের জন্য শিক্ষা ভাতা পান না।
সারসংক্ষেপ:
- পূর্বে এটি ছিল সন্তানের বয়স ২১ বছর পর্যন্ত এখন ২৩ বছর করা হয়েছে।
- প্রতি বছরের শুরুতে সন্তানের স্কুল হতে স্টাডি প্রত্যয়ন পত্র দাখিল করতে হয়।
- পালিত সন্তানের জন্যও শিক্ষা ভাতা পাওয়া যায়।
- ১ম শ্রেনী থেকে স্নাতক বা স্নাতকোত্তর পর্যন্ত পাওয়া যায়।
- ২৩ বছর পর্যন্ত প্রাপ্য আদেশটি নিচের দেওয়া হলো।
অর্থ মন্ত্রনালয়ের ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে প্রকাশিত গেজেটের বরাতে জানানো হয়েছে যে, এস, আরনং ৪০/২০১৮ Services (Reorganization and conditions Act, 1975 এর সেকশন ৫ প্রদত্ত ক্ষমতা বলে সরকার চাকরি স্ব শাসিত এবং রাস্ট্রয়ও প্রতিষ্ঠানসমূহের বেতন ও ভাতাদি আদেশ ২০১৫ অধিকতর সংশোধন আনয়ন করিল:
উপ-উক্ত আদেশের অনুচ্ছেদ ১৯ এর চতুর্থ লাইনে উল্লিখিত “শিক্ষা সহায়ক ভাতা বয়সের সার্টিফিকেট দালিখ সাপেক্ষে ২১ বছর পর্যন্ত বয়সী সন্তানেরা প্রাপ্য হইবেন” শব্দগুলি ও সংখ্যা এর পরিবর্তে ” বয়সের সার্টিফিকেট দাখিল সাপেক্ষে ২৩ (তেইশ) বছর পর্যন্ত বয়সী সন্তনেরা শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্য হইবেন” শব্দগুলি, সংখ্যা ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: ৩১ জানুয়ারী ২০১৮ পূর্বে কত বছর পর্যন্ত শিক্ষা ভাতা নেয়া যেত?
- উত্তর: ২১ বছর পর্যন্ত।
- প্রশ্ন: বর্তমানের কত বছর পর্যন্ত শিক্ষা সহায়ক ভাতা পাওয়া যায়?
- উত্তর: ২৩ বছর পর্যন্ত।
- প্রশ্ন: পিআরএল এ থাকলেও কি এ শিক্ষা ভাতা পাওয়া যাবে?
- উত্তর: হ্যাঁ। পাওয়া যাবে।
- প্রশ্ন: এক সন্তানের জন্য কত?
- উত্তর: ৫০০ টাকা মাসিক।
- প্রশ্ন: তিন সন্তানের জন্য কত?
- উত্তর: ১০০০ টাকা মাসিক। সন্তান যতই থাকুক ৫০০+৫০০ = ১০০০ টাকা বেশি নয়।
- প্রশ্ন: স্বামী স্ত্রী দুজনেরই চাকরি করলে দুজনেই পাবে?
- উত্তর: না। একজন সর্বোচ্চ ১০০০ টাকা তুলতে পারবে।
এ শিক্ষা সহায়ক ভাতা সংক্রান্ত গেজেটটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
সন্তান বিবাহিত হলে শিক্ষা সহায়ক ভাতা পাওয়া যাবে কী?
হ্যাঁ। এক্ষেত্রে অবশ্যই প্রতিবছর পড়াশোনার জন্য।
প্রত্যয়ন পত্র দাখিল করতে হবে।
4 year e to kg school e admit korano hoy…
tahole ki amr sontan ay vata pabe 4 year e?
কর্তৃপক্ষ দিলে সমস্যা নাই। কিন্তু সর্বন্নি বয়স ৫ বছর।
স্বামী স্ত্রী দুজনে সরকারি চাকরি জীবি হলে দুজনে কি সন্তানের শিক্ষাভাতা নিতে পাবে?
একজনের নিতে হবে। একজন দুটি সন্তানের নিতে পারবে। অন্যজন নিতে পারবে না।
শিক্ষা সহায়ক ভাতা ২১ বছর হতে ২৩ বছর বৃদ্ধি কি মজুরী কমিশনের অন্তর্ভুক্ত শ্রমিকগণের জন্য প্রযোজ্য? প্রযোজ্য হলে এ সংক্রান্ত আদেশ বা গেজেট থাকলে দয়া করে পাঠাবেন।
https://bdservicerules.info/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f%e0%a6%95-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be/
মেয়ে সন্তানের বিয়ে হলে শিক্ষা সহায়ক ভাতা পাবেকিনা?
পাবে। ২৩ বছর ক্রস না করলেই হলো।
শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তির সর্বনিম্ন বয়স যে ৫ বছর, সে সংক্রান্ত গেজেট কোথায়? জানাবেন, প্লিজ
সাধারণ অর্ডার নেই। https://bdservicerules.info/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%B0/
১। সন্তান বিবাহিত হলে শিক্ষা সহায়ক ভাতা প্রদান করা যাবে কি-না?
২। প্রথম ২ সন্তানের জন্য ২৩ বছর শিক্ষা সহায়ক ভাতা গ্রহণ করার পর যদি কোন কর্মচারী তার তৃতীয় ও চতুর্থ সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতা পাওয়ার আবেদন করেন তবে কি তিনি তা প্রাপ্য হবেন?
১। এ বিষয়ে কোন নির্দেশনা নেই। সে পড়াশুনা চালু রাখলেই হল।
২। সন্তার ৫টি থাকতে পারে। একটির বয়স শেষ হলে অন্যটি যুক্ত হবে। সবারই সর্বোচ্চ ২৩ বছর পর্যন্ত প্রাপ্ত হইবে।
স্নাতকোত্তর পর্যন্ত পড়াতে খরচ বেশি অথচ ছেলেমেয়ের ২৩ বছর অতিক্রম করিলে শিক্ষা ভাতা বন্ধ করে দেওয়া হয় কারন কি জানা দরকার।
এটার যুক্ত সরকার ভাল জানে। তবে স্নাতক দিয়েই সব ধরনের আবেদন করা যায়। তাছাড়া সরকার সব সময় স্নাতকোত্তর করতে নিরুৎসাহিত করে থাকে। পূর্বে এটি ২১ বছর ছিল।