শিক্ষার্থীদের আর্থিক অনুদান (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ)– একটানা প্রতি বছর আর্থিক অনুদান পাবে না– অনুদানের আবেদন করুন
আবেদন ফরম পূরণের নিয়মাবলী- আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে। তাই দেরি না করে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যেই আবেদন করে ফেলুন।
শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান সংক্রান্ত তথ্য বা লিংক আপনি https://shed.portal.gov.bd/site/page/a4f6c6af-6cbe-4e6e-b25d-a78369dec0f1 লিংক বা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ হতে এ অনুদানের জন্য আবেদন করতে পারবে। এই ওয়েবসাইটের লিংক mygov.bd ওয়েবসাইটের সাথে লিংক করা। আপনি বর্তমানে এক ঠিকানায় সকল সেবা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এক ঠিকানায় সকল সরকারি সেবা / mygov.bd সরকারি ওয়েবসাইট হতে সকল আবেদন করা যাবে।
শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান এখন mygov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
Caption: শিক্ষার্থীদের অনলাইন আবেদন ফরম ২০২৩
আর্থিক অনুদান প্রাপ্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- অন্যান্য বৃত্তি সম্পর্কিত তথ্য* শিক্ষা জীবনের বৃত্তি প্রাপ্তির তথ্য দিতে হবে প্রয়োজনে প্রমাণক যুক্ত করতে হবে।
- প্রতিষ্ঠান প্রধান/ বিভাগীয় প্রধানের প্রত্যয়ন পত্র* এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যা কোন ভাবে এড়িয়ে যাওয়া যাবে না।
- শারীরিক ও মানসিক অক্ষমতা সার্টিফিকেটের কপি* অনুদান প্রাপ্তিতে শারীরিক ও মানসিক অক্ষমতা সার্টিফিকেট যুক্ত করতে হবে।
আর্থিক অনুদান প্রাপ্তির সময়সীমা?
আবেদনের মধ্যে কত দিনে এ অর্থ পাওয়া যাবে এমন প্রশ্নের উত্তর হচ্ছে অনুমানিক ১২০ কার্যদিবস (চার মাস) লাগতে পারে। এ অর্থ কোন প্রকার ক্যাশ ট্রানজেকশনের মাধ্যমে পাওয়া যাবে না। এটি মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে। আপনার মোবাইলে নগদ এবং বিকাশ সেবা চালু থাকতে হবে।