মন্ত্রণালয়, দপ্তর বা অধিদপ্তরের যে সকল কর্মকর্তা বা কর্মচারী শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তি ও ছুটি মঞ্জুরীর আবেদন করেন, তাদের বেশিরভাগ আবেদনপত্রই ত্রুটিপূর্ণ। বিগত শ্রান্তি বিনোদন ছুটির আদেশের কপি সংযুক্ত করে দিতে হবে। শ্রান্তি বিনোদন-ভাতা প্রাপ্তি ছুটি মঞ্জুরের আবেদনের ক্ষেত্রে যে সকল তথ্য উল্লেখ থাকা জরুরী তা নমুনা উল্লেখ পূর্বক তুলে ধরা হলো।
বরাবর
মহাপরিচালক
তথ্য ও যোগাযোগ অধিদপ্তর
আগারগাঁও, ঢাকা।
মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।
বিষয়: শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা মঞ্জুরীর আবেদন।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের গত ১৪/০৭/২০১৫ খ্রি: তারিখ হতে কর্মরত আছি। বিশেষ প্রয়োজনে শ্রান্তি বিনোদন ছুটিসহ ভাতার জন্য আবেদন জানাচ্ছি। প্রার্থিত ছুটির তারিখসহ প্রয়োজনীয় তথ্যাদি নিম্নে পেশ করা হলো:
১। নাম ও পদবী: রোকাইয়া তানজিলা ও সহকারী প্রোগ্রামার
২। সরকারি চাকুরিতে যোগদানের তারিখ: ১৪-০৭.২০১৫ খ্রি:
৩। জন্ম তারিখ: ১৯-১০.১৯৮৭ খ্রি:
৪। বর্তমান মূল বেতন ও পরবর্তী বেতন বৃদ্ধির তারিখ: ২৬,৭৬০/- ও তারিখ: ০১-০৭-২০১৯ খ্রি:
৫। পূর্বে শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা মঞ্জুরীর তারিখ: পাইনি। (উল্লেখ করতে হবে)
৬। পূর্বের আবেদনের তারিখ: প্রযোজ্য নয় (জানা থাকলে দিয়ে দেওয়া)।
৭। বর্তমান বছরে যে তারিখ হতে শ্রান্তি ও বিনোদন ছুটি চাওয়া হয়েছে: ১৬-০৮-২০১৮ হতে ৩০-০৮-২০১৮ খ্রি: পর্যন্ত বা ছুটি ভোগের তারিখ হতে ১৫ দিন।
অতএব, মহোদয়ের নিকট আবেদন এই যে, আমাকে ৩ (তিন) বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ১৬/০৮/২০১৮ খ্রি: তারিখ হতে ৩০/০৮/২০১৮ খ্রি: তারিখ পর্যন্ত অথবা ছুটি ভোগের তারিখ হতে ১৫ (পনের) দিনের শ্রান্তি বিনোদন ছুটিসহ ১ (এক) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসাবে মঞ্জুরী প্রদানের জন্য আপনার সদয় মর্জি হয়।
আপনার একান্ত অনুগত
তারিখ:
রোকাইয়া তানজিলা
সহকারী প্রোগ্রামার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর
শৈলকুপা, ঝিনাইদহ।
উপরোক্ত আবেদনপত্রটির PDF Format সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা মঞ্জুরীর জন্য আবেদন পত্র ও অন্যান্য যে সকল কাগজপত্র প্রমানক সহ: ডাউনলোড
good
আমি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল , আগারগাঁও , ঢাকা-১২০৭ এ সিনিয়র স্টাফ নার্স পদে নিযুক্ত আছি । আমি সরকারি চাকুরিতে যোগদান করি ১৩-০৫-২০২০ ইং তারিখে। আগামি ১৩-০৫-২০২৩ ইং তারিখে আমার সরকারি চাকুরির মেয়াদ ৩ বছর পূর্ণ হবে। সে হিসাবে আমি আগামী ১৩-০৫-২০২৩ ইং তারিখ হতে শ্রান্তি বিনোদনের ছুটি প্রাপ্য হই। কিন্তু আমার মাতৃত্বকালীন ছুটি শেষ হবে আগামী ১৩-০৬-২০২৩ সালে । এমন্তবস্তায় আমার প্রশ্ন
১। শ্রান্তি বিনোদন ছুটির জন্য কবে নাগাত আবেদন করবো।
২। শ্রান্তি বিনোদন ছুটির সময়কাল কত থেকে দিলে ভালো হয় ।
এতে আপনার শ্রান্তি বিনোদন ছুটি পিছিয়ে যাবে। তবে আপনি আপনার জন্ম তারিখের সাথে ৫৯ যোগ করে পেনশনকাল নির্ণয় করে দেখুন শ্রান্তি ও বিনোদন ছুটি পেছানো সর্বশেষ শ্রান্তি ও বিনোদন ছুটি পিছিয়ে ক্ষতিগ্রস্ত হউন কিনা। যদি না হউন তবে ছুটি শেষে শ্রান্তি বিনোদন তারিখ আপনার ইচ্ছামত ইচ্ছুক অনুযায়ী সেট করে আবেদন করুন।