পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সদস্যদের কর্মোদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী সকল পুলিশ সদস্যদের জন্য একমাসের বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন (কপি সংযুক্ত)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জননিরাপত্তা বিভাগ
পুলিশ শাখা-২
www.mhapsd.gov.bd
নং-৪৪.০০.০০০০.০৯৫.২০.০১৮.২০.৪৬৮; তারিখ: ১২ নভেম্বর, ২০২০
বিষয়: বাংলাদেশ পুলিশে কর্মরত সকল পুলিশ সদস্যদের বিশেষ ভাতা প্রদান।
উপর্যুক্ত বিষয়ে পুলিশ অধিদপ্তরের গত ১৪/১০/২০২০ খ্রি: তারিখের ৪৪.০১.০০০০.০১৪.০০১.২০২০.১৩৫৭ নং পত্রের সংযুক্তিসহ ছাড়ালিপি এতদসঙ্গে প্রেরণপূর্বক জানানো যাচ্ছে যে, পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সদস্যদের কর্মোদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী সকল পুলিশ সদস্যদের জন্য একমাসের বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন (কপি সংযুক্ত)।
০২. মাননীয় প্রধামন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত একটি নির্দেশনা এ বিভাগ হতে পুলিশ অধিদপ্তরে প্রেরণ করা হয় (কপি সংযুক্ত)।
০৩. তদপ্রেক্ষিতে পুলিশ অধিদপ্তর বাংলাদেশ পুলিশ সদস্যকে প্রতি বছর এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ “বাৎসরিক বিশেষ ভাতাসহ শ্রান্তি বিনোদন ছুটি প্রদানের প্রস্তাব প্রেরণ করে।
০৪. উল্লেখ্য যে, বাংলাদেশ পুলিশে কর্মরত সকল সদস্যকে একবার এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করতে হলে সম্ভাব্য অতিরিক্ত ৩৫৫,৮৫,৬৬,০০০/- (তিনশত পঞ্চান্ন কোটি পঁচাশি লক্ষ ছেষট্টি হাজার) টাকা প্রয়োজন হবে।
০৫. এমতাবস্থায়, মাননীয় প্রধানমন্ত্রীর সদয় প্রতিশ্রুতি অনুসরণপূর্বক বাংলাদেশ পুলিশ সদস্যদের কর্মোদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে সকল পুলিশ সদস্যর অনুকূলে নিম্নবর্ণিত ছকে উপস্থাপিত ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো:
১. ১ম বছর -এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ -চাকরিকালে ধারাবাহিকভাবে এরূপ ভাতা ও ছুটি প্রাপ্য হবে।
২. ২য় বছর -এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ-চাকরিকালে ধারাবাহিকভাবে এরূপ ভাতা ও ছুটি প্রাপ্য হবে।
৩. ৩য় বছর-এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থসহ ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটি -চাকরিকালে ধারাবাহিকভাবে এরূপ ভাতা ও ছুটি প্রাপ্য হবে।
(ফারজানা জেসমিন
উপসচিব
ফোন: ৯৫৭৬৩৩৯
সকল পুলিশ সদস্যদের বিশেষ ভাতা ০৩ বছরে তিনটি মূল বেতন ও ১৫ দিনের ছুটি: ডাউনলোড