আয়কর প্রত্যয়ন পত্র ব্যতীত রিটার্ণ দাখিল করা যাবে না – অনলাইন বা অফলাইন বা পোস্ট অফিস সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে ট্যাক্স প্রত্যয়নপত্র প্রয়োজন পড়বে – Tax Deduction Certificate 2023
ট্যাক্স সার্টিফিকেট – সঞ্চয়পত্র মুনাফা প্রদানে ১০% উৎসে কর কেটে রাখা হয় – রিটার্ন দাখিলের স্লীপ ছাড়া কোনভাবে নতুন সঞ্চয়পত্র ক্রয় করা যাবে না। চলতি অর্থ বছরে ৫ লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র কারও থাকলে অবশ্যই আয়কর পরিশোধের রশিদ বা প্রত্যয়নপত্র প্রয়োজন পড়বে।
প্রত্যয়নপত্রে কি লেখা থাকে?-উৎসে কর কর্তনের প্রত্যয়নপত্রে জাতীয় পরিচয়পত্র নম্বর, সঞ্চয়পত্র নিবন্ধন নম্বর, অর্থ বছর, সঞ্চয়পত্র ধরণ, ইস্যুর তারিখ, মূল্যমান ইত্যাদি উল্লেখ থাকে। উৎসে আয়কর কর্তনের পরিমাণ এবং মোট আয়কর উল্লেখ থাকে। এটি অগ্রিম পরিশোধিত আয়কর। যদি আপনি ভবিষ্যতে অধিক আয়করের আওতায় আসেন তবে অগ্রিম কর্তিত কর হিসেবে এ কর থেকে তা সমন্বয় করা যাবে।
সঞ্চয়পত্র আয়কর প্রত্যয়ন পত্র সংগ্রহ করার নিয়ম -খুব সহজ। আপনি আপনার সঞ্চয়পত্র ক্রয় কেন্দ্র অর্থাৎ আপনার ব্যাংক ব্রাঞ্চ এবং পোস্ট অফিসে গিয়ে অনলাইনে শুধুমাত্র এনআইডি জমা দিয়ে সংগ্রহ করতে পারেন। ব্যাংকের সংশ্লিষ্ট ব্রাঞ্চে গিয়ে সঞ্চয়পত্র ডিল করে এমন অফিসারের কাছে শুধুমাত্র আপনার এনআইডি নম্বরটি সরবরাহ করলে তিনি আপনার এনআইডি’র বিপরীতে ক্রয় করা সকল সঞ্চয়পত্রের প্রত্যয়পত্র এক পাতায় প্রিন্ট করে দিয়ে দিবে। যে কোন এক কেন্দ্র হতেই প্রত্যয়নপত্র সংগ্রহ করলে চলবে।
সঞ্চয়পত্র কিনতে রিটার্ণ দাখিল বাধ্যতামূলক / একটি কেন্দ্র হতেই সকল অনলাইন সঞ্চয়পত্র আয়কর সনদ সংগ্রহ করা যাবে।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কেন্দ্রীয় সার্ভার হতে সকল সঞ্চয়পত্রের কর্তিত সনদ সংগ্রহ করা যায়। আপনি পোস্ট অফিস বা ব্যাংক যেখান হতেই প্রত্যয়নপত্র গ্রহণ করেন না কেন তা একই হবে।
Caption: Tax Deduction Certificate Sample / আয়কর কর্তনের প্রত্যয়নপত্র
সঞ্চয়পত্র আয়কর কর্তনের সনদ সংগ্রহ করার পদ্ধতি ২০২৩
- শুধুমাত্র আপনার এনআইডি নিয়ে আপনার ব্যাংক ব্রাঞ্চে চলে যান।
- সঞ্চয়পত্র সংশ্লিষ্ট অফিসারের সাথে যোগাযোগ করুন।
- এনআইডি নম্বর বলুন এবং তিনি অনলাইনে এন্ট্রি করে ক্লিক করবেন।
- সকল সঞ্চয়পত্র আয়কর কর্তনের সনদ প্রিন্ট হবে।
- ব্যাস কাজ শেষ।
পোস্ট অফিসের অফলাইনে কেনা সঞ্চয়পত্র তথ্যগুলোও কি আসবে?
না– সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে এখন আপনার রিটার্ণ দাখিলের রশিদ প্রয়োজন পড়বে। ৫ লক্ষ টাকার উপরে যদি সঞ্চয়পত্র ক্রয় করতে চান তবে রিটার্ণ দাখিলের সনদ বা রশিদ প্রয়োজন পড়বে। পোস্ট অফিসের সঞ্চয়পত্রগুলোর জন্য ম্যানুয়াল পদ্ধতিতে সঞ্চয়পত্র আয়কর কর্তনের সনদ নিতে হবে। অফলাইনে সঞ্চয়পত্র কর্তনের প্রত্যয়নপত্র পেতে আবেদন করতে হবে। আয়কর রিটার্ণ দাখিলের জন্য উৎসে আয়কর কর্তনের সনদের জন্য আবেদন।
বি:দ্র: অনলাইনে রিটার্ণ দাখিল বন্ধ রয়েছে তাই অফলাইন বা ম্যানুয়ালি রিটার্ণ দাখিল করতে হবে। আয়কর দাখিল মানেই রিটার্ণ দাখিল কিন্তু রিটার্ণ দাখিল মানেই আয়কর দাখিল নয়। ইতোমধ্যে আয়কর সঞ্চয়পত্র মুনাফা প্রদানের সময় কর্তন করা হয়েছে তাই হয়তো আপনার আয়কর দাখিল করতে হবে না শুধুমাত্র রিটার্ণ দাখিল করতে হবে। হয়তো বললাম এই কারণে যে, যদি আপনার শুধুমাত্র সঞ্চয়পত্র হতে আয় থাকে এবং যদি সেটি সীমিত হয় তবে ১০% আয়কর কর্তনই যথেষ্ট।