সরকারী কর্মচারী হাসপাতাল ফুলবাড়িয়া, ঢাকায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের করোনাভাইরা (কোভিড-১৯) এর নমুনা সংগ্রহ, নমুনা পরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সহযোগিতার জন্য নিম্নবর্ণিত কর্মকর্তা ও কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
কল্যাণ শাখা
www.mopa.gov.bd
নং-০৫.০০.০০০০.১২৩.৩৯.০৪৭.৩৮৪; তারিখ: ০৪ জুন ২০২০ খ্রি:
বিজ্ঞপ্তি
বিষয়: করোনা ভাইরাই (কোভিড-১৯) আক্রান্ত সরকারী কর্মচারীদের চিকিৎসা সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের আলোকে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারী কর্মচারী হাসপাতাল ফুলবাড়িয়া, ঢাকায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের করোনাভাইরা (কোভিড-১৯) এর নমুনা সংগ্রহ, নমুনা পরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সহযোগিতার জন্য নিম্নবর্ণিত কর্মকর্তা ও কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো:
০১। মো: দিদারুল ইসলাম, উপসচিব, ০১৪০৪৪৩০৮১৮৯ নমুনা সংগ্রহ ও পরীক্ষার সমন্বয়কারী।
০২। ডা. নাজনীন জামান, সিনিয়র কনসালটেন্ট, ০১৯১১৩৯৯৭৯৩ কন্ট্রোল রুম(হাসপাতাল)।
০৩। ডা. হাসিবুল ইসলাম, মেডিকেল অফিসার, ০১৭২১১৯২৯৯৩, কন্ট্রোল রুম (হাসপাতাল)।
০৪। ডা. ফারহানা সুলতানা, ০১৭৪৮৬৪২৩৩৬, কন্ট্রোল রুম (হাসপাতাল)।
০৫। সরকারি কর্মচারী হাসপাতাল, ০১৪০৪৪৩০৮১০, কন্ট্রোল রুম (হাসপাতাল)।
বি:দ্র: বিশেষ প্রয়োজনে জনাব মুহ: মাহবুবর রহমান, পরিচাল (অতিরিক্ত সচিব), মোবাইল ০১৭১৫৬৩৫৯০৫, সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া, ঢাকা এর সাথে যোগাযোগ করা যেতে পারে।
(মোহাম্মদ কামাল হোসেন)
উপসচিব
ফোন: ৯৫৪৯৬২১
সরকারি কর্মচারীদের করোনা চিকিৎসায় বিশেষ কন্ট্রোল রুম: ডাউনলোড