চিকিৎসা । আর্থিক সহায়তা

সরকারি কর্মচারীদের সর্দি, জ্বর, কাশি/বাত চিকিৎসায় সর্বোচ্চ ১৫,০০০ টাকা অনুদান ২০২২

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বাের্ড এর কল্যাণ তহবিল হতে সরকারি ও বাের্ডের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারী এবং তাদের পরিবারবর্গের সাধারণ চিকিৎসা অনুদান প্রদান করা হয়। লক্ষ্য করা যাচ্ছে যে, অনুদান মঞ্জুরির প্রদানের ক্ষেত্রে প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ে অনুসৃত পদ্ধতি সমরূপ হচ্ছে না। আবার কোন কোন বিভাগীয় কার্যালয়ে সহায়ক স্টাফ হিসেবে একই কর্মকর্তা/কর্মচারীকে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা সংক্রান্ত কাজে সম্পৃক্ত রাখা হচ্ছে, যা কাঙ্খিত নয়। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড

জনপ্রশাসন মন্ত্রণালয়

১ম-১২তলা সরকারি অফিস ভবন(১১তলা)

সেগুনবাগিচা, ঢাকা।

www.bkkb.gov.bd

নং ০৫.৮১.০০০০.০০১.০১.০০৫.০৬ (খন্ড)- ১৮ তারিখ: ১৬ /০২/২০২২

বিষয়: কল্যাণ তহবিল হতে সাধারণ চিকিৎসা অনুদান প্রদান সংক্রান্ত।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বাের্ড এর কল্যাণ তহবিল হতে সরকারি ও বাের্ডের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারী এবং তাদের পরিবারবর্গের সাধারণ চিকিৎসা অনুদান প্রদান করা হয়। লক্ষ্য করা যাচ্ছে যে, অনুদান মঞ্জুরির প্রদানের ক্ষেত্রে প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ে অনুসৃত পদ্ধতি সমরূপ হচ্ছে না। আবার কোন কোন বিভাগীয় কার্যালয়ে সহায়ক স্টাফ হিসেবে একই কর্মকর্তা/কর্মচারীকে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা সংক্রান্ত কাজে সম্পৃক্ত রাখা হচ্ছে, যা কাঙ্খিত নয়।

০২। অনুদান মঞ্জুরির ক্ষেত্রে সাময়িকভাবে নিম্নবর্ণিত রােগভিত্তিক অর্থের হার নির্ধারণ করা যায়:
কল্যান বোর্ডের অনুদান

০৩। অন্যান্য রােগের ক্ষেত্রে রােগের ধরন ও খরচের প্রকৃতি অনুযায়ী কমিটি অর্থমঞ্জুরি প্রদান করবে। অনুদান মঞ্জুরির এ হার বাস্তবতার নিরিখে সময় সময় পরিবর্তিত ও হতে পারে।

০৪। মাসিকভিত্তিতে প্রাপ্ত আবেদনসমূহ সহায়ক কর্মকর্তা কর্তৃক প্রাথমিকভাবে যাচাই করে পরবর্তী মাসের ১ম সপ্তাহের মধ্যে বাছাই কমিটির সভা অনুষ্ঠান, ২য় সপ্তাহের মধ্যে উপকমিটির সভা অনুষ্ঠান এবং উপকমিটির সভা অনুষ্ঠানের ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে ইএফটির তালিকা ব্যাংকে প্রেরণ নিশ্চিত করে প্রধান কার্যালয়কে অবহিত করার অনুশাসন প্রদান করা হলাে।

(ড. নাহিদ রশীদ)

মহাপরিচালক (সচিব)

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বাের্ড

সরকারি কর্মচারীদের সর্দি, জ্বর, কাশি/বাত চিকিৎসায় সর্বোচ্চ ১৫,০০০ টাকা অনুদান ২০২২: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

4 thoughts on “সরকারি কর্মচারীদের সর্দি, জ্বর, কাশি/বাত চিকিৎসায় সর্বোচ্চ ১৫,০০০ টাকা অনুদান ২০২২

  • আমি কলেজে ভর্তি হতে পারছি না আমার মা বাবা ভতির টাকা দিতে পারছেনা আমার নগদ নাম্বার 01403062928

  • অনুগ্রহ করে দাতব্য বা স্টিপেন্ড প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।

  • টিউমার অপারেশন এ কি কল্যান তহবিল হতে অনুদান পাওয়া যায় না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *