অনলাইনে এককালীন ও অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদানের আবেদন।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ৩টি অনুদানের (কল্যাণ ভাতা, যৌথবীমার এককালীন ও অন্ত্যেস্টিক্রিয়া) “Service Simplification Software (SSS)” প্রণয়ন করা করা হয়েছে। গত জুন মাসের এ সংক্রান্ত কর্মশালায় অনলাইন সফটওয়ারটি ব্যবহার শেখানো হয়েছে। পরীক্ষামূলক ভাবে কার্যক্রম চলছে।

আগামী ২০/০৭/২০২০ খ্রি: তারিখের পর এটি চূড়ান্তভাবে চালু হতে পারে। এ ব্যবস্থা চালু হলে শিক্ষা বৃত্তির পাশাপাশি কল্যাণ ভাতা, যৌথবিমার অনুদান ও দাফন কাফনের জন্য আবেদন ও অনলাইনে ব্যাংকে অর্থ গ্রহণের সুযোগ সৃষ্টি হবে।

অনলাইনে কল্যাণ ভাতা, যৌথবীমার এককালীন ও অন্ত্যেস্টিক্রিয়ার অনুদানের আবেদনের সুযোগ সৃষ্টি হচ্ছে!: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2996 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *