সরকার সরকারি কার্যক্রমে গতি আনয়নের লক্ষ্যে ই-নথি ব্যবস্থাপনা চালু করেছে। যার মাধ্যমে দাপ্তরিক ফাইল ব্যবস্থাপনার ও সংরক্ষনের এসেছে পরিবর্তন। এ ব্যবস্থার ফলে হার্ড ফাইল অর্থাৎ কাগজী ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে। ক্রমান্বয়ে সরকারি অফিসগুলো পেপারলেস হচ্ছে।
ই ফাইল সিস্টেমে প্রবেশ করার জন্য ব্রাউজার এড্রেস বারে www.nothi.gov.bd লিখে এন্টার বাটন ক্লিক করুন। লগিন করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড কর্তৃপক্ষ সরবরাহ করবে। নাগরিক কর্ণারে যে কেউ প্রবেশ করতে বা লগিন করতে পারলেও অফিস ব্যবস্থাপনা অংশে অবশ্যই কতৃৃর্পক্ষ প্রদত্ত পাসওয়ার্ড দিয়েই লগিন করতে হবে।
প্রফাইলে একজন ইউজারের সমস্ত তথ্য থাকবে। নাম পদবী অফিস এবং সে মোতাবেক কার্যক্রম। ডাক অংশে ব্যবহার কারী নথি ব্যবস্থাপনা সিস্টেমে প্রবেশ করলেই ডাক ড্যাশবোর্ড দেখাতে পাবেন। যেখানে নতুন কার্যক্রম, উৎস, মূল প্রাপক, পূর্ববর্তী সিদ্ধান্ত, তারিখ, অগ্রাধিকার, ধরণ, সংযুক্ত ইত্যাদি দেখাবে।
একজন ই নথি ইউজার কোন কাগজ ব্যবহার ছাড়াই তার কার্যক্রম অনলাইনে সম্পাদন করে পরবর্তী ইউজারের নিকট ফরওয়ার্ড করবে। নির্ধারিত সময়ের মধ্যেই তাকে কাজটি সম্পন্ন করতে হবে। কত দিন তার নিকট কাজটি আটকে থাকল বা ডিলে হলো কিনা তা দেখা যাবে।
নথি/অফিস ব্যবস্থাপনা । ব্যবহার সহায়িকা তালিকা ২০২২
পেপারলেস নথি ব্যবস্থাপনা ২০২২ । ই-নথি ব্যবস্থাপনা কিভাবে কাজ করে?
- এটি একটি অনলাইন ব্যবস্থাপনা।
- এতে ইউজার আইডি ব্যবহার করে লগইন করে হবে ব্রাউজারে।
- এ ব্যবস্থায় অনলাইনের মাধ্যমে ডাক গ্রহণ ও প্রেরণ করা হয়্
- এ ব্যবস্থায় অলাইনেই ফাইল উপস্থাপন করা হয়।
- এত স্বাক্ষর প্রদানের প্রয়োজন পড়ে না।
- এসএমএস এর মাধ্যমে ফাইলের অবস্থান নির্ণয় করা যায়।
- ফাইল কমপ্লিট হলে গ্রাহক বা সেবা গ্রহীতার নিকট মোবাইলে এসএমএস যাবে।
সরকারি কাজের ক্ষেত্রে ই-নথি বা ফাইলিং কি? ই-নথি ব্যবস্থাপনার বিস্তারিত জানতে ম্যানুয়াল বা ব্যবহার নির্দেশিকা দেখুন: ডাউনলোড
My id is has Been Locked
contact to accounts office
65 শতাংশ পেনশন কত টাকা
মূল বেতন*৬৫%/২ যা আসবে তাই মাসিক পেনশন।
উচ্চতর গ্রেডের সময় যদি গুরুদন্ড থাকে অর্থাৎ তিন বছরের জন্য ইনক্রিমেন্ট স্থগিত করা হয়েছে সে ক্ষেত্রে উচ্চতর গ্রেড প্রাপ্যতা কতটুকু এবং কিভাবে পাওয়া যাবে।
এতে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে বাধা নেই।
আমি একজন তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী আমি দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওনা হই ঠিক সেই সময় একটা সমস্যার কারণে আমার তিন বছরের জন্য ইনক্রিমেন্ট স্থগিত করা হয় সে ক্ষেত্রে আমি উচ্চতর গ্রেড পাব কিনা আর না দিলে আমার করনীয় কি বা কর্তৃপক্ষ যদি দিতে না রাজি হয় সে ক্ষেত্রে আমার পক্ষ থেকে
আইনি বিষয়ে কোন কিছু করার আছে কিনা দয়া করে জানাবেন।
পাবেন। কর্তৃপক্ষ না দেয়ার কথা নয়। তবে তারা যদি এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করে এবং ইস্যু তৈরি করে যে, আপনি যোগ্য নন অর্থাৎ এসিআর খারাপ দেয় তবে উচ্চতর গ্রেড পাবেন না। এতে রিট বা কোন মামলা করার সুযোগ নাই।
বেতনের একাউন্ট পরিবর্তন করেছি কিন্তু আপডেট হয় নি। এখন করনীয় কি? কৃষি মন্ত্রণালয়ের অধীন চাকরিরত আমি।
হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে অনুমোদন করাতে হবে।
আমার অফিসের যে নাম্বারে ডিডিও আইডি করা সেই নাম্বার পরিবতন করা হয়েছে
বতমানে আমি জিপিএ কতন বারাতে চাচ্ছি কিন্তু ওডিপি চাইতেছে যা দেওয়া সম্বব না এখন করনিও কি?
ডিডিও আইডিতে ওটিপি যাবে।তাই হিসাবরক্ষণ অফিসে যোগযোগ করে ডিডিও আইডিতে মোবাইল নম্বর পরিবর্তন করুন।
১৩তম গ্রেডে চাকরি করতাম,১০ম গ্রেডে চাকরি হইছে।noc নিয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছি,এখন পূর্বের চাকরিকাল নতুন চাকরিতে যোগ করবো কিভাবে?
বেতন সংরক্ষণ বা পে প্রটেকশন করতে হবে। উর্ধ্ব গ্রেডের চাকুরী প্রাপ্ত হইলে Pay Protection সুবিধা।
DDO এর পূর্ণরূপ কী?
Drawing and disbursement officer