বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের মোট বেতন।

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক সব মিলিয়ে যত টাকা বেতন পান তার বিস্তারিত তুলে ধরা হলো:

পিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত :

  • ১৪তম গ্রেড-১০২০০-২৪৬৮০/-

প্রশিক্ষণ বিহীন:

  • ১৫তম গ্রেড ৯৭০০-২৩৪৯০/–টাকা স্কেল


উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেয়া হলো:

  • ধরি শুরুতে ৯৭০০ মূল বেতন সাথে ৫০%বাড়িভাড়া = ৫০০০
  • চিকিৎসা ভাতা- ১৫০০
  • টিফিন-২০০
  • সব মিলিয়ে- ৯,৭০০+৫,০০০+১,৫০০+২০০=১৬,৪০০
  • কল্যান ভাতা ও রেভিনিউ স্ট্যাম্প ব্যয় বাদে ১৬,৩৫০ থাকবে।
  • ৫% হারে বার্ষিক বেতন বৃদ্ধি হয়।

*সন্তান পড়াশোনারত থাকলে ১ সন্তান মাসিক ৫০০/-টাকা , ২ সন্তান মাসিক ১০০০/-টাকা পাবেন।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *