৪-০৮-২০০৩ তারিখের পর যে সকল সচিব ও তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা অবসর প্রস্তুতি মূলক ছুটিতে কেবল তাঁরাই উল্লিখিত আদেশের আওতায় প্রদত্ত সুবিধা প্রাপ্য হবেন। গাড়ী চালকের ব্যয়ভার প্রচলিতভাবেই বহন করা যেতে পারে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মন্ত্রিপরিষদ বিভাগ
কমিটি বিষয়ক শাখা
নং-মপবি/ক:বি:শা:/কপগ-১১/২০০১-৩৫৩
তারিখ: ৩০-১২-২০০৩ খ্রি:/১৬-০৯-১৪১০ ব:
বিষয়: সরকারের অবসরপ্রাপ্ত সচিবগণের অবসর গ্রহণের প্রারম্ভিক পর্যায়ে সুযোগ সুবিধা প্রসংগে।
সূত্র: (১) মন্ত্রিপরিষদ বিভাগের স্মারক নং-মপবি/ক:বি:শা:/কপগ-১১/২০০১-২০৫, তারিখ: ০৪-০৮-২০০৩
(২) সংস্থাপন মন্ত্রণালয়ের স্মারক নং-সম(পরি)/২০০৩-৫৫৪, তারিখ: ১৮-১২-২০০৩
আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত উল্লিখিত বিষয়ে সরকারী আদেশটি জারী হবার পর অর্থাৎ ৪-০৮-২০০৩ তারিখের পর যে সকল সচিব ও তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা অবসর প্রস্তুতি মূলক ছুটিতে কেবল তাঁরাই উল্লিখিত আদেশের আওতায় প্রদত্ত সুবিধা প্রাপ্য হবেন। গাড়ী চালকের ব্যয়ভার প্রচলিতভাবেই বহন করা যেতে পারে।
(শাহনাজ আরফিন)
সিনিয়র সহকারী সচিব।
সরকারের অবসরপ্রাপ্ত সচিবগণের অবসর গ্রহণের প্রারম্ভিক পর্যায়ে সুযোগ সুবিধা সংক্রান্ত: ডাউনলোড
ধন্যবাদ নতুন আদেশ র আপডেট জানি দেয়ার জন্য