১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প কি?
ডাকটিকিটের মত সরকারি রাজস্বখাতে রেভিনিউ হিসাব অর্থ গ্রহণের মাধ্যমে হিসাবে ব্যবহৃত হয় এ স্ট্যাম্প। সাধারণত কোন বিলের অর্থ সরকারি কোষাগার হতে গ্রহণের জন্য এ রেভিনিউ স্ট্যাম্প বিলে লাগিয়ে স্বাক্ষর করতে হয়। যদি সরকার বর্তমানে বিল হতে রেভিনিউ স্ট্যাম্পের মূল্য হিসাব ১০ টাকা বিল হতে কর্তনের বিধান চালু করেছে। দাপ্তরিক বেতন বিলসহ বিভিন্ন বিলের ১০ টাকা রেভিনিউ বাবদ এজি অফিস কর্তন করে রেখে দেয়।
সরকারি দপ্তর সহ বিভিন্ন ক্ষেত্রে বিলে রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়। সারসংক্ষেপ নিচে প্রদত্ত হলো:
- ৪০০ টাকা উর্দ্ধে লেনেদেন হলেই ১০ টাকা রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়।
- ৫৩ নং সিরিয়ালে দেখুন।
- পাওয়ার অব এর্টোনিতে ১০০-৮০০ টাকা নন-জুডিশিয়াল স্ট্যাপ লাগে।
- মর্টগেইজ এ ৫০-৫০০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাপ লাগে।
অর্থ মন্ত্রণালয়ের ১১ জুলাই ২০১২ খ্রি: তারিখে ০৮.০০.০০০০.০৪০.৩৮.০০৩.১১.৮১ নম্বর পত্রের মাধ্যমে অর্থ আইন ২০১২ The Stamp Act, 1899 এর সংশোধিত শুল্ক DUTY কার্যকর করা হয়।
সরকার নন-এনবিআর ট্যাক্স রেভিনিউ খাত হতে রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে অর্থ আইন, ২০১২ এর মাধ্যমে Stamp Act. 1899 (Act II of 1899) এর ধারা-৪ (১) ও ধারা-৩০ এবং Schedule-I এর ৬৫ টি এন্ট্রির মধ্যে ৪১টি এন্ট্রিতে বর্ণিত শুল্ক (Duty) পুন:ন নির্ধারণ পূর্বক ০১ জুলাই ২০১২ তারিখে কার্যকর করেছে।
(ক) ধারা -৪ (১) ও ধারা -৩০ এর সংশোধিত শুল্ক (Duty):
- Several instruments used in single transaction of sale, mortage or settlement-300 Taka
- Obligation to give receipt in certain cases-400 Taka
(খ) আরও ১-৬৫টি এন্ট্রির হার রয়েছে তন্মধ্যে নিম্নরূপ:
- Acknowledgement-10 Tk.
- Affidavit- 200 Tk.
- Bond-50 Tk.
- Letter of Credit (LC)-300 Tk.
- Mortgage Deed-50 Tk.
- Power of Attorney-100 Tk.
এমতাবস্থায় অর্থ আইন, ২০১২ মূলে Stamp Act, 1899 এর সংশোধিত শুল্ক ১ জুলাই ২০১২ তারিখে কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল জেলা রেজিস্টারের নিকট উক্ত আইনের কপি প্রেরণ করা হয়েছে। পূর্নাঙ্গ সিডিউল বা রেট জানতে নীতিমালাটি ডাউনলোড করুন।
রেভিনিউ স্ট্যাম্প ব্যবহার সংক্রান্ত আদেশটির PDF সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
আরও দেখুন:
- জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ পানির বিলে উৎসে মূসক কর্তন করতে হবে না।
- অনলাইনে বিজ্ঞাপন প্রচারে ১৫% VAT গুনতে হবে।
- প্রশ্নোত্তরে জানবো আয়কর, ভ্যাট কর্তন, জমা কোড সরাসরি ক্রয়সীমা।
- উৎসে কর কর্তনের হার ০.২৫ শতাংশ।
- হিসাব রক্ষণ অফিস কর্তৃক প্রদত্ত আয়কর প্রত্যয়ন পত্র।
- সরকারি চাকুরিজীবির লাম্পগ্রান্ট, পেনশন ও আনুতোষিক আয়কর মুক্ত।
- সর্বনিম্ন কত টাকার বিলে ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়।
- সকল খাতের নতুন অর্থনৈতিক কোডসমূহ একসাথে দেওয়া হলো।
- আয়কর রিটার্ণ কি? আয়কর রিটার্ণ কারা দাখিল করবেন?
- আয়কর রিটার্ণ সংশোধন যোগ্য ফরম বাংলায়।
- কোন ব্যক্তির জন্য সরকার আয়কর দেওয়া বাধ্যতামূলক করেছে?
- একজন সরকারি চাকরীজীবীর আয়কর নির্ধারণ টিউটোরিয়াল দেখে নিন।
- সরকারি কর্মকর্তা/কর্মচারীদের যে সকল ভাতা করমুক্ত থাকবে।
- কোন খাতে কত ভ্যাট কর্তন করবেন দেখে নিন একবার ২০১৯-২০
- আয়কর আইন বিধি-৫০ বেতন (Salaries) সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব।
- টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম।
- উৎসে মূল্য সংযোজন কর আদায় বিধিমালা, ২০১৯
- চাকুরিজীবীর পূরণকৃত আয়কর দাখিলের নমুনা ফরম।
- আয়কর রিটার্ন ফরম doc ফরম্যাট। (MS Word) Nikosh Font
- রিটার্ন জমা না দিলে কি হবে? জরিমানা না শাস্তি।
- মিটিং ও প্রশিক্ষণ বাবদ প্রাপ্ত সম্মানী এর উপর আয়কর ১০%।
- রেভিনিউ স্ট্যাম্প কি? রেভিনিউ স্ট্যাম্প এর ব্যবহার।
- বার্ষিক সর্বনিম্ন কত টাকা আয় করলে আয়কর দিতে হয় ।
- অতিরিক্ত গৃহীত অর্থ যে কোডে চালানের মাধ্যমে জমা দিবেন।
- ব্যাংক আমানত ১,০০,০০০ টাকার উপরে হলেই ১৫০ টাকা অবগারি শুল্ক ।