সরকারি কর্মকর্তাগণের সার্বক্ষনিক কর্মস্থলে অবস্থান নিশ্চিত করণের জন্য বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করা যাবে না-Govt. Station Leave with Your Boss 2024
কর্মকর্তাগণ কি সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থান করবে? হ্যাঁ। কর্মকর্তাগণের সার্বক্ষনিক কর্মস্থলে অবস্থান করা বাধ্যতামূলক। কর্মকর্তাগণকে সরকারি কাজে সাহায্য করতে কর্মচারী নিয়োজিত সুতরাং তাদের জন্য আলাদা কোন আদেশ জারি হয়নি। বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করা একজন সরকারি/স্বায়ত্তমাসিত সংস্থার কর্মকর্তার জন্য অত্যান্ত গর্হিত কাজ, যা প্রশাসনিক রীতিতে শাস্তিযোগ্য। মন্ত্রণালয়/বিভাগ বা কর্তৃপক্ষকে অবহিত করে কর্মস্থল ত্যাগ করতে হবে।
বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করে যাবে না? না। জেলা ও উপজেলা পর্যায়ে কোন কোন কর্মকর্তা/কর্মচারী যথাসময়ে উপস্থিত হন না এবং অনেকেই অফিস চলাকালীন সার্বক্ষণিকভাবে কর্মস্থলে অবস্থান করেন না। এছাড়া কেহ কেহ নিয়ন্ত্রণকারী কর্মকর্তার পূর্বানুমতি ব্যতিরেকে কর্মস্থলে অনুপস্থিত থাকেন। অন্যদিকে অনেকেই অফিস ছুটি হওয়ার পূর্বেই বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করেন। ফলে দাপ্তরিক কার্যাদি সম্পাদনের ক্ষেত্রে যথেষ্ট বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং জনগণ কাঙ্খিত সেবা লাভে বঞ্চিত হচ্ছে। বিষয়টি খুবই উদ্বেগজনক। বিলম্বে অফিসে আগমন, বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করা “সরকারি চাকরি আইন-২০১৮” এর পরিপন্থী। অনিয়মিতভাবে অফিসে আগমন ও নির্ধারিত সময়ের পূর্বেই কর্মস্থল ত্যাগ করা অফিস শৃঙখলার পরিপন্থী এবং অসদাচরণের পর্যায়ভূক্ত।
বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ শাস্তিযোগ্য অপরাধ বিস্তারিত জানতে আদেশ দেখুন: ডাউনলোড
ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগের অনুমতিসহ সর্বোচ্চ কয়দিন নৈমিত্তিক ছুটি নেওয়া যাবে?
১০ দিন।