ঈদের ছুটির পর রেগুলার অফিস টাইমে না গিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের যে টাইম টেবিল ছিল তা বহাল করা হয়েছে অর্থাৎ ৯ টাকা থেকে ৪টা পর্যন্ত অফিস সূচি প্রযোজ্য হইবে – সাধারণ ছুটির পর সরকারি অফিস টাইম ২০২৩
নিবার্হী আদেশে ছুটি কবে? –সরকার আগামী ২০ এপ্রিল ২০২৩ তারিখ, বৃহস্পতিবার পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করিল। ইহা ছাড়া, ঈদ পরবর্তী সময়ে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়তশাসিত ও আধা-স্বায়তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিম্নরূপভাবে নির্ধারণ করা হয়েছে।
শবে কদর আর ঈদের ছুটির মাঝে একমাত্র কর্মদিবস ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করছে সরকার, যার দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে।এর ফলে ১৯ এপ্রিল শবে কদরের ছুটি থেকেই কার্যত ঈদের ছুটি শুরু হয়ে যাচ্ছে। তাতে এবার ঈদে ছুটি পাওয়া যাচ্ছে অন্তত পাঁচদিন। আর ৩০ রোজা হলে ছুটি গড়াবে ছয় দিনে।
সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে একদিন বিশেষ ছুটির অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
ঈদের ছুটি কয় দিন হয়? / শবে কদরের ছুটির পর সাধারণ ছুটি এবং অতপর ঈদের ছুটি
ঈদের ছুটি সাধারণত ঈদের দিন এবং ঈদের দিনের আগের দিন ও পরের দিন ঈদের ছুটি থাকে।
Caption: Source of information
সরকারি অফিস সূচি ২০২৩ । সাপ্তাহিক ছুটি কি কি বারে?
- (ক) রবিবার হইতে বৃহস্পতিবার- সকাল ৯:০০ ঘটিকা হইতে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত।
(খ) শুক্রবার ও শনিবার- সাপ্তাহিক ছুটি। - জরুরি পরিষেবাসমূহ নূতন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকিবে।
- বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ
করিবে।
ঈদের মধ্যেও কি সরকারি কর্মচারীদের ডিউটি থাকতে পারে?
হ্যাঁ জনস্বার্থ বিবেচনা করে ডিউটি থাকতে পারে। রোস্টার ডিউটি যেখানে প্রযোজ্য অর্থাৎ চব্বিশ ঘন্টা যেখানে দায়িত্ব পালন করানো হয় সেখানে সবাইকে একই সময়ে ঈদের ছুটি প্রদান করা হয় না। যেমন-পুলিশ, বিদ্যুৎ বিভাগ, পানি, গ্যাস, বাংলাদেশ বেতার, টেলিভিশন ইত্যাদি প্রতিষ্ঠানগুলোতে যাদের ফিল্ডে বা নিরাপত্তার দায়িত্ব পালন করতে হয় তাদের ছুটি প্রদান করা হয় না। ঈদের পর তাদের ঈদ পরবর্তী ছুটি প্রদান করা হয়। যারা ঈদের পরে ছুটিতে যাবেন তারা কিন্তু ঈদের পর ঈদ উপলক্ষ্যে ৩ দিনের ছুটিই পাবেন।