সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ এর অনুচ্ছেদ ১০ অনুসারে সরকারি প্রতিষ্ঠানের কোন ফেসবুক পেইজ বা স্যোসাল মিডিয়ায় কি পোস্ট করা যাবে বা যাবে না এ বিষয়ে বিষদ নির্দেশনা দেওয়া রয়েছে। নিচে অনুচ্ছেদ ১০ তুলে ধরা হলো।
পরিহারযোগ্য বিষয়াদি
ক. জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো রকম তথ্য -উপাত্ত;
খ. কোন সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্ম নিরপেক্ষতার নীতি পরিপন্থী কোনো তথ্য-উপাত্ত;
গ. রাজনৈতিক মতাদর্শ বা আলোচনা সংশ্লিষ্ট কোনো তথ্য-উপাত্ত;
ঘ. বাংলাদেশে বসবাসকারী কোনো ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী, বা সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক বা হেয় প্রতিপন্নমূল তথ্য-উপাত্ত;
ঙ. কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে হেয় প্রতিপন্ন করে এমন তথ্য উপাত্ত;
চ. লিঙ্গ বৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য-উপাত্ত;
ছ. জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয়, লেখা, অডিও বা ভিডিও ইত্যাদি;
জ. আত্ম-প্রচারণামূলক কোনো পোস্ট, এবং
ঝ. ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার;