সাময়িক বরখাস্তকালীন সময়ে আহরিত মূল বেতনের যে অংশ “সাবসিটেন্ট গ্র্যান্ট” হিসাব প্রাপ্য, সে অংশের সমান উৎসব ভাতা ইসলাম ধর্মাবম্বী কর্মকর্তা/কর্মচারীগণ দুই ঈদ উৎসবে সমান দু’ভাগে এবং অন্যান্য ধর্মাবলম্বী কর্মকর্তা/কর্মচারীগণ তাদেঁর উৎসবে এক কালীন প্রাপ্য হইবেন। অবসর উত্তর ছুটিতে থাকাকালে অবসরে যাওয়ার পূর্বে যে হারে উৎসব ভাতা পাইতেন সেই হারেই পাবেন এবং সাময়িক বরখাস্তদের ক্ষেত্রে সাময়িক বরখাস্ত হওয়ার পূর্বে যে হারে বেতন পাইতেন তার অর্ধেক অর্থাৎ খোরাকী ভাতার সমপরিমাণ অর্থ প্রতি বছর দুটি উৎসব ভাতা পাইবেন। এক্ষেত্রে বৈশাখী ভাতাও খোরাকী ভাতার ২০% হারে প্রাপ্য হইবেন।
অর্থ মন্ত্রণালয়
অর্থ বিভাগ
ব্যয় নিয়ন্ত্রণ, প্রবিধি ও বাস্তবায়ন উইং
বাস্তাবায়ন শাখা-৪
নং-অম/অবি(বা)৪-এফ,বি-১২-৮৪(অংশ)১০৭ তাং ৩০-০৭-৮৪
বিষয়: সাময়িক বরখাস্ত কালীন এবং অবসর প্রস্তুতি জনিত ছুটিতে থাকা কালীন উৎসব ভাতা প্রাপ্যতা প্রসঙ্গে।
অর্থ বিভাগের ২-৬-১৯৮৪ তারিখের এম.এফ,পি এফডি (ইমপ্লি)৪/এফ-বি-১২-৮৪-৭৮ নং স্মারকে মঞ্জুরীকৃত উৎসব ভাতা প্রসঙ্গে আদিষ্ট হয়ে নিম্নবর্ণিত ব্যাখ্যঅ প্রদান করা হইল:
(ক) অবসর প্রস্তুতিজণিত ছুটিতে থাকা কালীন সময়ে সরকারী কর্মকর্তা/কর্মচারীগণ উক্ত ছুটির অব্যবহিত পূর্বে আহরিত মূল বেতনের ভিত্তিতে অন্যান্য কর্মকর্তার /কর্মচারীদের ন্যায় উৎসব ভাতা প্রাপ্য হইবেন। সাময়িক বরখাস্ত কি? সাময়িক বরখাস্তকালে কি কি সুবিধা প্রাপ্য ও অপ্রাপ্যতা।
(খ) সাময়িক বরখাস্তকালীন সময়ে আহরিত মূল বেতনের যে অংশ “সাবসিটেন্ট গ্র্যান্ট” হিসাব প্রাপ্য, সে অংশের সমান উৎসব ভাতা ইসলাম ধর্মাবম্বী কর্মকর্তা/কর্মচারীগণ দুই ঈদ উৎসবে সমান দু’ভাগে এবং অন্যান্য ধর্মাবলম্বী কর্মকর্তা/কর্মচারীগণ তাদেঁর উৎসবে এক কালীন প্রাপ্য হইবেন।
এইচ.আর দত্ত
উপ-সচিব।
সাময়িক বরখাস্ত কালীন উৎসব ভাতা প্রাপ্তি সংক্রান্ত: ডাউনলোড
ব্যাখ্যা: একজন ব্যক্তি যদি বিভাগীয় কোন অপরাধে সাময়িক বরখাস্ত বা কোন ফৌজদারী মামলায় অভিযুক্ত হয়ে জেলে যায় তবে তিনি সাময়িক বরখাস্ত হবে। এমন অবস্থায়ী তিনি মূল বেতনের অর্ধেক খোরাকী ভাতা হিসেবে প্রাপ্য হবেন এবং অন্যান্য ভাতাদিও নিয়মিত হারেই প্রাপ্য হবেন। বেকসুর খালাস হলে বা বিভাগ যদি তাকে কোন দন্ডাদেশ না দেয় তবে তিনি পূর্ণ হারে অর্থাৎ অবশিষ্ট বকেয়া বেতন ও ভাতাদি বকেয়া বিল হিসেবে প্রাপ্য হবেন। বর্তমানে আইবাস++ এ খোরাকী ভাতা খাতে অবশ্যই বরাদ্দ আনতে হবে।
সাময়িক বরখাস্ত বেতন ভাতাদি প্রাপ্যতা । সাময়িক বরখাস্তকালীন প্রাপ্যও ও অপ্রাপ্যতা ২০২২