১১ জানুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭০৫ তম সভায় ব্যাংকের বিদ্যমান পার্সোনাল লোনের অন্যান্য শতার্বলী অপরিবর্তিত রেখে নিম্ন বর্ণিত ঋণ মঞ্জুরির ক্ষমতা এবং বর্ণিত মাসিক কিস্তি বিবেচনায় সর্বোচ্চ সিলিং ৮.০০ (আট) লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ১০.০০ (দশ) লক্ষ টাকায় উন্নীতকরণের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
সোনালি ব্যাংক লিমিটেড
প্রধান কার্যালয়, ঢাকা
জেনারেল এ্যাডভান্সেস ডিভিশন
প্রধান কার্যালয় পরিপত্র নম্বর: ০২ ; তারিখ: ২৮ জানুয়ারি, ২০২১
প্রতি, সকল কার্যালয় সোনালি ব্যাংক লিমিটেড।
বিষয়: পার্সোনাল লোনের বিদ্যামান সর্বোচ্চ সিলিং ৮.০০ (আট) অক্ষ টাকা হতে বৃদ্ধি করে ১০.০০ (দশ) লক্ষ টাকায় উন্নীতকরণ প্রসঙ্গে।
মহোদয়,
উপর্যুক্ত বিষয়ে পার্সোনাল লোনের নীতিমালা প্রসঙ্গে এ ডিভিশন থেকে জারিকৃত গত ২৯ অক্টোবর ২০১৫ তারিখের প্রধান কার্যালয় পরিপত্র নং ৭১২ (সাধারণ ঋণ বিভাগ পরিপত্র নম্বর-৩১, ২০ এপ্রিল ২০১৬ তারিখের প্রধান কার্যালয় পরিপত্র নং -৭৫৬ (সাধারণ ঋণ বিভাগ পরিপত্র নম্বর-৩৬), ২৪ জুন ২০১৮ তারিখের প্রধান কার্যালয় পরিপত্র নম্বর -৮৭৫ (জেনারেল এ্যাডভান্সেস ডিভিশন পরিপত্র নম্বর-৪৭) এবং ২০ সেপ্টেম্বর ২০১৮ তারিখের প্রধান কার্যালয় পরিপত্র নম্বর-৮৯২ (জেনারেল এ্যাডভান্সেস ডিভিশন পরিপত্র নম্বর-৪৮) এর প্রতি সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি আকর্ষন করা হলো।
২.০০: এক্ষণে, ১১ জানুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭০৫ তম সভায় ব্যাংকের বিদ্যমান পার্সোনাল লোনের অন্যান্য শতার্বলী অপরিবর্তিত রেখে নিম্ন বর্ণিত ঋণ মঞ্জুরির ক্ষমতা এবং বর্ণিত মাসিক কিস্তি বিবেচনায় সর্বোচ্চ সিলিং ৮.০০ (আট) লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ১০.০০ (দশ) লক্ষ টাকায় উন্নীতকরণের প্রস্তাব অনুমোদিত হয়েছে:
৩.০০: ঋণ মঞ্জুরী ক্ষমতা:
ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রিন্সিপাল অফিস/কর্পোরেট শাখা/শাখা প্রধান হিসেবে)।
কিস্তি সংখ্যা: ১২ কিস্তি হতে ৬০ কিস্তি পর্যন্ত।
মাসিক কিস্তি ২০৭৬.০০ টাকা হতে ২০,৭৫৮ টাকা পর্যন্ত।
বিস্তারিত জানতে পরিপত্র দেখুন: ডাউনলোড
সরকারি কর্মচারীর ৪ লক্ষ টাকার ব্যক্তিগত ব্যাংক ঋণ নেয়ার পদ্ধতি।
ব্যাংক কর্তৃক আরোপিতব্য বিভিন্ন চার্জ/ ফি/ কমিশন ইত্যাদি বিষয়ে নির্দেশনা।
আমি বর্ডার গার্ড বাংলাদেশের একজন সৈনিক,,,পারিবারিক সমস্যা সমাধানের জন্য আমি ২ লক্ষ টাকা ঋণ নিতে চাই,,,আমি মাসিক ১০ হাজার টাকা কিস্তি দিতে পারবো,,,আমার বেসিক বেতন ৯ হাজার এবং সর্ব মোট ১৮ হাজার টাকা,,মাসিক ১০ হাজার টাকা কিস্তি দেওয়া টা আমার জন্য সহজ হবে,,,,আমি কিভাবে লোন পেতে পারি,,,
বাস্বতা টের পাবেন ব্যাংকে গেলে
ঠিকই বলেছেন।
আপনি সিটি ব্যাংকে যোগাযোগকরেন।লোন পাবেন নিশ্চিত কোন প্রকার জামেলা ছারাই।
আমি বিদেশ জাবো এর জন্য কি লোন দিয়ে থাকেন
আমি নিতে চাই কিভাবে করা যায়
contact to bank pls
কর্মসংস্থান ব্যাংক এ যোগাযোগ করুন।
আমি পুলিশে জব করি আমি পার্সোনাল লোন পাবো কি আমার মুল বেতন ১৪০১০ টাকা সব মিলে পাই ২২০০০ টাকা আমি ৩০০০০০ টাকা তুলবো
তুলতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিতে হবে। https://bdservicerules.info/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a7%aa-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%9f/
লিংকটি ভিজিট করুন।
পেনশন ভুগিরা কি লোন নিতে পারবেন
ব্যক্তিগত লোন অবশ্যই নিতে পারবেন
আমি ১০ লক্ষ টাকা নিতে চায়,কিভাবে নিতে পারি?
পদ্ধতিটি এখানে https://bdservicerules.info/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a7%aa-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%9f/
আমি গামেন্টস চাকরি করি আমার পোস্ট কোয়ালিটি ইনচাজ আমার বেতন 27000 হাজার টাকা ।একসাথে বিয়ে টাকা জোগান আমার পক্ষে অসম্বক হয়ে পরেছে এবং আমার বোনের বয়স বাড়তে পেরেছে।আমাকে দয়া করে 500000লাখ টাকা লোনের ব্যবস্থা করে দিলে আমি আপনার কৃতজ্ঞ থাকিব।আমি মাসিক 10000 হাজার টাকা লোন চালাতে পারব।আমার উপর দয়া করেন
অনুগ্রহ করে ব্যাংকে যোগাযোগ করুন। ইনশাল্লাহ পেয়ে যাবেন।
আমার ইমার্জেন্সি পার্সোনাল লোনের প্রয়োজন, আমি কি আপনাদের ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা ঋণ নিতে পারবো?
আমি ঢাকাতে oppo সৌরুম এ চাকরি করি, আমার মাসিক আয় 17500 , আমি 200,000 লাখ টাকা লোন নিতে চাই,দয়া করে আমাকে শোন দিয়ে সহায়তা করুন
অনুগ্রহ করে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
বেতন অনুসারে পাবেন। সোনালী ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করুন।
সোনালী ব্যাংকে ঋণ নিছেন এমন একজন ব্যক্তি ফোন নামবারটা দেন
Talk to your nearest branch
আমার ২০২২ সালের জুলাই মাসে এলপিআর শুরু হবে। পারসোনাল লোন ১০০০০০০টাকা নিতে পারবো।
অন্যান্য আয় বিবেচনা করে ব্যাংক দিতেই পারে। যোগযোগ করুন।
আমি সোনালীব্যাংক থেকে ঝণ নিতে চাই আমি বাংলাদেশ ফায়ারসার্ভিস এ ফায়ারফাইটার হিসাবে কাজ করি আমার এ্যাকান্ড সোনালীব্যাংক এ আছে এবং EFT থে বেতন হয় সেনালী ব্যাংকে এবং ব্যাক ম্যানেজার ঝণ দিতে চায় না আমি এর কারণ টা জানতে চাই এবং আপনাদের কাছে আকুল আবেদন,,, আমি পারসানাল লোন নিতে চায়ই,,,
অন্য ব্রাঞ্চে কথা বলুন। ঋণ পাবেন। প্রয়োজনে একাউন্ট স্থানান্তর করবেন।
দুই বছরে পরিশোধ করতে চাইলে ৫ লাখ টাকার মাসিক কিস্তি কত আসবে?আমি কি এই অনুযায়ী লোন নিতে পারবো??আমি একজন এমপিওভুক্ত শিক্ষক
Loan Amount:
500000
Tk
Interest Rate:
9
%
Year:
2
Monthly Payment is Tk. 22842.37
আমি একজন ব্যবসায়িক আমি একটি লোন নিতে চাই। আমি কত টাকা লোন নিতে পারবো এবং কি করে নিতে পারবো। দয়া,করে জানাবেন
ঋণ সব সময় সক্ষমতার উপর নির্ভর করে। অনুগ্রহ করে ব্যাংকে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে পারবেন।
আমি একজন খামারি গরু ছাগল পালন করি এবং সেলুন কাজ করি আমার স্তী এক চাকরি করে আমাদের আয় বাড়ানোর জন্য সাত লাখ টাকা দরকার আমাদের আয় মাসে ২৫০০০ টাকা আমরা দুইজনে মিলে কি লোন নিতে পারবো
পারবেন। যৌথ ঋণ
ভাইয়া আমার হেলালী ২০০০০ হাজার ব্যাংকে আসে এবং টিএ /ডিএ / ওভার টাইম মিলে ১০০০০ টাকা মতো পাই আমি কি দোষ পেতে পারি
অবশ্যই।
ভাই, আমি সোনালী ব্যাংক থেকে গতকাল ৫ বছরের জন্য ৬ লক্ষ টাকার ১টি পারসোনাল লোন নিয়েছি আমার নিকট থেকে প্রসেসিং ফি নামে ৩০০০ টাকা কেটেছে। এবং আমার কিস্তির পরিমাণ ধরা হয়েছে ১২৫০০টাকা।
প্রশ্ন –
১/ প্রসেসিং ফি নামে কোন ফি আছে কি?
২/ পরিপত্র অনুসারে আমার কিস্তি আসে ১২৪৫৫/- কিন্তু তারা কেন ৪৫ টাকা বেশি নিবে?
৩/ আমি এখন এই লোনটি ৩ বছরের শেষ করতে চাই আমার কিস্তি কত আসবে?
৪/ কিস্তির পরিমাণ যদি আমার সমুদয় বেতনের চেয়ে কিছু বেশি হয় তা হলে তা আমার একাউন্ট থেকে তা পূর্ণ করা সম্ভব?
আপনার পরিচয় ও মোবাইল নম্বর যদি দেওয়া যায় তা হলে উত্তর সহ আমার ই-মেইলে অনুগ্রহ করে দিয়ে দিয়েন।
প্রথমত ১% প্রসেসিং কস্ট হয়ে থাকে ঋণের ক্ষেত্রে যা এ বছরই .৫% করা হয়েছে। যা কেটেছে তা ঠিক আছে। কিস্তির পরিমাণ যাই হোক না কেন এককালীন কাটাতে যাবেন না। যে কোন ব্যাংক ৫ বছরের সুদ প্রথমে কেটে নিবে তাই আপনি আগে পরিশোধ করতে অতিরিক্ত কোন সুযোগ সুবিধা পাচ্ছেন না। ৫ বছরের জন্য লোন নিয়ে ৩ বছরে পরিশোধ করলে লস খাবেন। অন্য দিকে স্যালারিতে কিস্তি না কুলালে বাকী অংশ একাউন্টে প্রতিমাসে জমার রাখবেন। আরও তথ্য লাগলে email: alaminmia.tangail@gmail.com
ভাই,পরিপত্র অনুযায়ী ৬লক্ষ টাকার ৫ বছরের কিস্তি হয় ১২৪৫৫টাকা কিন্তু তারা আমার নিকট থেকে ১২৫০০ তথা ৪৫টাকা বেশি কিস্তি ধার্য করল কেন?
এটি ব্যাংক অতিরিক্ত চার্জ হিসাবে ধার্য করেছে। অনুগ্রহ করে ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় জিজ্ঞাসা করুন।
আমি পারটেক্স কয়লা গ্রুপে চাকরি করি আমার সেলারি কার্ডে ২২০০০ টাকা আসে আমি একটা জমি কিনতে চাই আমায় কি ৫০০০০০ টাকা লোন দেয়া যাবে
পাওয়ার কথা। ব্রাঞ্চে যোগাযোগ করুন।
মহোদয়,
আমি বেকার, আমি গাড়ী নেওয়ার জন্য লোন নিতে চাই।আমি কি লোন নিতে পারব।
সাধারণত এ ধরনের লোন দেওয়া হয় না। তবে আপনি কর্মসংস্থান ব্যাংক হতে সহজ শর্তে কর্মসংস্থানের জন্য ঋণ নিতে পারেন।
ভাইয়া, আমার মাসিক আয় ২৫০০০ টাকা। আমি ১৫ লক্ষ টাকা লোন নিতে চাচ্ছি। সে ক্ষেত্রে আমার একটা প্রশ্ন,, আমি একটা ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা লোন তোলা আছে। ওই ব্যাংক এখনো আমার কাছে ২ লক্ষ টাকা পায়।সে ক্ষেত্রে আমার এখন টাকার খুব জরুরি দরকার তাই আপনাদের ব্যাংক থেকে লোন নিয়ে ওই ব্যাংকের টাকা টা দিয়ে দিবো।এমন কোন উপায় আছে কি????
পনের লক্ষ টাকা লোন ব্যক্তিগত পাবেন না, তবে জমি জামানতে গৃহ নির্মাণ লোন পাবেন। কিন্তু পূর্ণ টাকা পাওয়ার ক্ষেত্রে ঋণের দুই লক্ষ টাকা ঋণ পেয়েই পরিশোধ করে পূর্ণ ঋণ গ্রহণ করতে হবে। ঋণ পরিশোধের জন্য প্রথম এজন্য আংশিক লোন পাবেন।
আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি পদে কর্মরত। আমাদের প্রোভিডেন্ট ফান্ড নেই। এমতাবস্থায় আমরা কি লোন নিতে পারবো? প্লিজ জানাবেন।
এই লোনের সাথে প্রভিডেন্ট ফান্ডের সম্পর্ক নেই
আমি একজন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য। আমার বেতন (বেসিক -১৫৪৬০টাকা) । সর্বমোট বেতন ২৭৭২৫ টাকা। আমার বেতন সোনালী ব্যাংকে অনলাইনের মাধ্যমে জমা হয়। আমি সোনালী ব্যাংক থেকে ৪ লক্ষ টাকা পার্সোনাল লোন নিতে চাই। আমাকে কি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন দেয়া যাবে?
অবশ্যই পাবেন। আপনি আপনার নিকটস্থ সোনালী ব্যাংকে যোগাযোগ করুন।
আমি একটি গাড়ি কিনতে চাই আমি পেশায় একজন ড্রাইভার এবং আমি জামানত হিসেবে জমির দলিল দিতে পারবো আমি কি লোন পাবো
আমার ধারনা অন্যান্য কিছু আয় দেখাতে পারলে আপনি লোন পাবেন। অনুগ্রহ করে নিকটস্থ ব্রাঞ্চ শাখায় যোগাযোগ করুন।
সর্বনিম্ন কত টাকা বেতনে ব্যক্তিগত লোন পাওয়া যাবে, এবং সর্বোচ্চ কত টাকা পাওয়া যাবে?
১০-২০ হাজার টাকা বেতনেও পাওয়া যাবে। সেক্ষেত্রে লোনের পরিমাণ কম হবে।
আমি গরুর ফাম করতে চাই ব্যবসার জন্য ৬ লক্ষ টাকা বাৎসরিক লোন কীভাবে পাবো
পর্যাপ্ত জামানত দেখালে লোন পাবেন নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করুন।
আমি ৭০০০০০ টাকা পার্সোনাল লোন নিতে চাই ৩ বছরের জন্য ৷ আমার মাসিক কিস্তি কত হবে?
আর এই লোন নেওয়ার জন্য আমার কি কি দরকার হবে ?
কিস্তি কত জানতে নিকটস্থ বাঞ্চে যোগাযোগ করুন। লোন নিতে যেসব কাগজপত্র প্রয়োজন হবে তা হলো-সরকারি কর্মচারীর ৪ লক্ষ টাকার ব্যক্তিগত ব্যাংক ঋণ নেয়ার পদ্ধতি।
এখন সোনালি ব্যাংক ২০ লক্ষ টাকা পারসোনাল লোন দিচ্ছে জানি কিন্তু এর পরিশোধ এর মেয়াদ ৮ বছর করবে শুনছি আপনি কি কোন খবর দিতে পারবেন
এমন আদেশ আমার চোখেও পড়েছে কিন্তু এটি ক্ষেত্রে সময় বেশি দেওয়া কথা বলা ছিল।
Plz 50,500 tk loan din
Mistychowdhury642@gmail
আমার ৫০০০০০ লখ টাকা দরকার গাড়ি কিনার জন্য
আমার পাঁচ লখ টাকা ধরকার গাড়ি কিনার জন্য
ব্যাংক থেকে ক্যাশ দিবে না কিন্তু গাড়ি কিনে দিবে। নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
নিকটস্থ বাঞ্চে যোগাযোগ করুন।
আমি এক লাখ টাকা নিতে চাই
কি করতে হবে
আর এক লাখে মাসে কত
অনুগ্রহ করে ব্রাঞ্চে যোগাযোগ করুন।
আমার পরিচয় –
নাম – নিখিল রায়
গ্রাম – ডহরা ,
থানা – বোচাগঞ্জ, দিনাজপুর।
আমার ৫-৭ লক্ষ টাকা ঋণ প্রয়োজন । বাজারে কিছু দোকান ঘর দেয়ার জন্য এবং নিজের বাড়ির নিমাণের জন্য এবং কিছু টাকা দিয়ে গরু পালন করার জন্য। আমি কি লোন পেতে পারি । আমার মোবাইল নং- ০১৭৬৪৮৯৩৫২৩। জানাবেন—
অনুগ্রহ করে নিকটস্থা ব্রাঞ্চে যোগাযোগ করুন।
আমি প্রবাসে থাকি ভাইয়া, আমার গৃহ নিরম্নানের জন্য লোন এর প্রয়োজন, আমার বাবা দেশে থাকে ওনি কি লোন পাবে ৪০০০০০ টাকা
ভূমি জামানত ও আপনার ব্যাংক স্টেটমেন্ট জমা দিলে পেতেই পারেন। নিকটস্থ ব্যাংক যোগাযোগ করুন।
ভাইয়া আমার একটা নতুন আইশার ট্রাকটর আছে আর তার সাথে আমি গরুর খামার করার জন্য নতুন একটা পাকা সেড তৈরি করেছি আর ১০ কাঠা করে আমার তিনটা পুকুর আছে এর মধ্যে দুইটা পুকুরে মাছ চাস করছি এই বার একটা নতুন পুকুর খনন করলাম এখন আমি আমার সেডে গরু ঢুকানোর জন্য ও নতুন পুকুরে মাছ ছারার জন্য কি ৫ বছর মেয়াদি ৬০০০০০ টাকা লোন পেতে পারি?
ব্যাংক রিক্স এজামশন করে দেখাবে তারপর সিদ্ধান্ত নেবে।
আমি এক্সিবিটর কেনার জন্য লোন নিতে চাই আমার মাসিক আয় 25 হাজার টাকা
স্থানীয় ব্রাঞ্চে যোগাযোগ করুন। তারা সহযোগিতা করবেন।
আমি মাসে ২০ থেকে ২২ হাজার টাকা বেতন পাই আমি কত লোন পেতে পারি
মোট বেতনের অর্ধেক হারে ১০ হাজার টাকার কিস্তি হিসেবে গুনিতক।