বার্ষিক বেতন বৃদ্ধি । উচ্চতর গ্রেড

২য় শ্রেণীর নার্সিং কর্মকর্তা হিসেবে সিলেকশন গ্রেড -৯ প্রদান সংক্রান্ত।

১০ম গ্রেডধারী উল্লিখিত কর্মচারীগণের চাকরিকাল ১৪/১২/২০১৫ খ্রি: তারিখের পূর্বেই ৪ বৎসর পূর্ণ হয়েছে বিধায় তারা জাতীয় বেতনস্কেল, ২০০৯ এর ৭(৯) অনুচ্ছেদ অনুযায়ী ৯ নং স্কেলে সিলেকশন গ্রেড প্রাপ্য হবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

বাস্তবায়ন অনুবিভাগ

বাস্তবায়ন-৩ অধিশাখা

নং-০৭.০০.০০০০.১৬৩.৪৫.১৪৭.১২(অংশ-২).৯৩; তারিখ: ০৮ সেপ্টেম্বর ২০২০

বিষয়: ২য় শ্রেণীর নার্সিং কর্মকর্তা হিসেবে সিলেকশন গ্রেড প্রদান সংক্রান্ত।

সূত্র: স্বাস্থ্য সেবা বিভাগের ২২ জুলাই, ২০২০ খ্রি: তারিখের স্মারক নং. ৪৫.০০.০০০০.১৭২.১২.০১৭.১৯-১৯৪;

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, ১০ম গ্রেডধারী উল্লিখিত কর্মচারীগণের চাকরিকাল ১৪/১২/২০১৫ খ্রি: তারিখের পূর্বেই ৪ বৎসর পূর্ণ হয়েছে বিধায় তারা জাতীয় বেতনস্কেল, ২০০৯ এর ৭(৯) অনুচ্ছেদ অনুযায়ী ৯ নং স্কেলে সিলেকশন গ্রেড প্রাপ্য হবেন।

 

(হায়াত মো: ফিরোজ ০
উপসচিব

ফোন: ৯৫৬৫৭৩৩

 

সচিব

স্বাস্থ্য সেবা বিভাগ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

 

২য় শ্রেণীর নার্সিং কর্মকর্তা হিসেবে সিলেকশন গ্রেড-৯ প্রদান সংক্রান্ত: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

4 thoughts on “২য় শ্রেণীর নার্সিং কর্মকর্তা হিসেবে সিলেকশন গ্রেড -৯ প্রদান সংক্রান্ত।

  • স্বাস্থ্য সেবা বিভাগের 22/7/2020 তারিখ স্মারক নং-45.00.0000.172.12.017.19-194 টা দিবেন দয়া করে।

  • বিষয় উল্লেখ করুন।

  • নার্সদের দশম গ্রেড প্রাপ্তির আদেশ : স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক নং-45.00.0000.172.12.017.19.195 তারিখ 22 জুলাই 2020
    পেতে চাই।

  • এই মুহুর্তে নাই। অনুগ্রহ করে অপেক্ষা করুন। আমি চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *