২৮/০৯/২০২১ তারিখে বাংলাদেশ সঞ্চয়পত্র বিক্রয়ে কমিশনের হার পুন:নির্ধারণ প্রজ্ঞাপন পৃষ্ঠাংকন করিল। সরকার অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত ৫(পাঁচ) টি সঞ্চয় স্কীম বিক্রয়ের উপর কমিশনের বিদ্যমান হার নিম্নরূপভাবে পুন: নির্ধারণ করিল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
অর্থ মন্ত্রণালয়
সঞ্চয় শাখা
www.ird.gov.bd
নং-০৮.০০.০০০০.০৪১.২২.০০৪.২০.৪৬/১(১৮); তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২১
প্রজ্ঞাপন
সরকার অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত ৫(পাঁচ) টি সঞ্চয় স্কীম বিক্রয়ের উপর কমিশনের বিদ্যমান হার নিম্নরূপভাবে পুন: নির্ধারণ করিল:
সঞ্চয় পত্রের বিবরণ | কমিশনের হার |
১। ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ২। ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ৩। পেনশনার সঞ্চয়পত্র ৪। পরিবার সঞ্চয়পত্র এবং ৫। ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদী হিসাব (মোট জমার উপর)। | ০.০৫% অথবা প্রতিটি নিবন্ধনের বিপরীতে অনধিক ৫০০/- (পাচশত) টাকা; এ দুটির মধ্যে যেটি কম।
|
২। জনস্বার্থে এই আদেশ জারি করা হইল। ইহা জারির তারিখ হইতে কার্যকর হইবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে
(নুসরাত জাহান নিসু)
সিনিয়র সহকারী সচিব
৫টি সঞ্চয়স্কিম বিক্রয়ের উপর কমিশন হার হ্রাসকরণ সংক্রান্ত: ডাউনলোড