সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

৫৪ জনকে শুদ্ধাচার পুরষ্কার হিসেবে মূল বেতনের সমপরিমাণ অর্থ মঞ্জুরি ২০২২

বাংলাদেশ সরকার চলতি অর্থ বছরে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে আরও বেশি সোচ্ছার হয়েছে। স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যকার নিয়মতান্ত্রিক দুর্বলতাকে দুর্নীতির মূল চালক হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ। “প্রশাসনের একার প্রচেষ্টায় দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধজয় সম্ভব নয়; নৈতিক আচরণ ও শুদ্ধাচারের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ জরুরি” – সরকার বর্ণিত এ বিশ্বাসের প্রতিফলন হচ্ছে জাতিয় শুদ্ধাচার কৌশল। আরও জানুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সমাজসেবা অধিদফতর 

আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

www.dss.gov.bd

নম্বর: ৪১.০১.০০০০.০১০.২০.০৭০.১৯.১১৪ তারিখ: ১৪ জুন ২০২২

প্রাপক : চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার (সিএএফও), সমাজকল্যাণ মন্ত্রণালয়, সচিবালয় ভবন, ৩য় ফেজ, সেগুনবাগিচা, ঢাকা।

বিষয়: সামজসেবা অধিদফতরের ১৫ (পনের) টি প্রতিষ্ঠানিক কোডের অধীন পরিচালিত বিভিন্ন কার্যালয়/প্রতিষ্ঠন/কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার পুরষ্কারের ব্যয়ভার নির্বাহের নিমিত্ত পুরষ্কার উপখাতে অর্থ বরাদ্দ ও মঞ্জুরি প্রদান।

জনাব/মহােদয়,

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের ০৩/০২/২০০৫ তারিখের অম/অবি/ব্য:নি-১/ডিপি-১/২০০০-১৩ সংখ্যক স্মারকের নির্দেশনামতে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ০৫/১১/২০০৭ তারিখের সকম/প্র:-১/বিবিধ-৫৪-২০০৬/১০৭৯ সংখ্যক স্মারক যােগে পুন:অর্পিত আর্থিক ক্ষমতাবলে চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে মঞ্জুরিকৃত কোড নং-২৬, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কোড নং-১২৯, সমাজসেবা অধিদফতরের কোড নং-১২৯০২, এর আওতাধীন পরিচালিত সমাজসেবা অধিদফতরের ১৫ (পনের) টি প্রাতিষ্ঠানিক গ্রুপ/কোডের অধীন বিভিন্ন কার্যালয়/প্রতিষ্ঠন/কেন্দ্রের ৫৪ (চুয়ান্ন) জন কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার পুরষ্কার বাবদ স্যয়ভার নির্বাহের নিমিত্ত ৩২১১১০১-পুরষ্কার উপখাতে অত্রসাথ সংযুক্ত বিভাজন (১-৭) পাতা অনুযায়ী প্রত্যেকের নামের পার্শ্বে উল্লিখিত তাঁদের মূল বেতন সমপরিমান সর্বমােট=১৪,৩৯,৫৬০/- (চৌদ্দ লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশত ষাট টাকা মাত্র) বরাদ্দ ও মঞ্জুরি প্রদান করা হলাে। 

২। উক্ত অর্থ সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা বরাবর ন্যস্ত করা হলাে। এই অর্থ সরকারি অর্থ ব্যয় সংক্রান্ত প্রচলিত আর্থিক বিধিবিধান অনুসরণপূর্বক ব্যয় করতে হবে। বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত কোনক্রমেই ব্যয় করা যাবে না; 

৩। ১৭-২০ গ্রেডের কর্মচারী জনাব মাে: মামুন, অফিস সহায়ক, শহর সমাজসেবা কার্যালয়, নেত্রকোনা হতে বদলীজনিত কারনে উপজেলা সমাজসেবা কার্যালয়, খালিয়াজুরী, নেত্রকোণায় বরাদ্দ ও মঞ্জুরী প্রদান করা হলাে; 

৪। এতদসংক্রান্ত ব্যয় চলতি ২০২১-২০২২ অর্থবছরের সংশােধিত বাজেট মঞ্জুরি নং-২৬, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কোড নং১২৯, এর আওতাধীন সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক কোড ৩২১১-প্রশাসনিক ব্যয় এর ৩২১১১০১-পুরষ্কার অর্থনৈতিক কোডে মঞ্জুরিকৃত অর্থ হতে মেটানাে হবে।। 

৫। ৩০ জুন ২০২২ তারিখের মধ্যে অব্যয়িত অর্থ (যদি থাকে) সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে। 

৬। এতে মহাপরিচালক মহােদয়ের সদয় অনুমােদন রয়েছে।

সংযুক্তি: বর্ণনামতে  ০৮  পাতা।

আপনার বিশ্বস্ত,

পরিচালক (প্রশাসন ও অর্থ)

ফোনঃ ৫৫০০৭০২২

M: director-admin@dss.gov.bd

 

৫৪ জনকে শুদ্ধাচার পুরষ্কার হিসেবে মূল বেতনের সমপরিমাণ অর্থ মঞ্জুরি ২০২২: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *