অনুপস্থিতিতে দাপ্তরিক স্মারকলিপি লিখন।
সরকারি দপ্তরে কোন কর্মচারী বা কর্মকর্তা বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে তাঁর বিরুদ্ধে দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারী নোট দাখিল করেন। তাঁরপর দাপ্তরিক ভাবে অনুপস্থিত ব্যক্তিতে স্মারকলিপি বা মেমো প্রদান করতে হয়।
- স্মারকলিপি বা মেমো চাকুরীজীবনের একটি লাল দাগ।
- একাধিক মেমো বা স্মারকলিপি আপনার চাকুরি হারানোর কারণ হতে পারে।
- স্মারকলিপি বা মেমো বলতে বোঝায় কারণ দর্শানোর নোটিশ।
- এটির উত্তর সঠিক ভাবে লিখতে না পারলে লঘু বা গুরু দণ্ডে দন্ডিত হতে পারেন।
অনুপস্থিতিতে কারও বিরুদ্ধে দাপ্তরিক স্মারকলিপি লিখবেন যেভাবে স্মারকলিপি বা মেমোর নমুনা : ডাউনলোড