পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

আবারও বাড়ছে সরকারী চাকিরজীবীদের বেতন ভাতা ২০১৭

২০১৭ সালে মূল্যস্ফিতির সাথে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে কমিটি করে দেওয়া হয়েছিল। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে আবারও বর্তমান বাজার ও মূল্য স্ফিতির কথা বিবেচনায় রেখে কমিটি বেতন বৃদ্ধির সুপারিশ করেছে। এ বছরেই কার্যকর হতে পারে সুপারিশটি।

সুপারিশে যা রয়েছে:

  • পুনরায় পে স্কেল দেওয়া হচ্ছে না।
  • ২৫% পর্যন্ত বেতন বৃদ্ধি করা যেতে পারে।
  • প্রবৃদ্ধির সাথে যুক্তিযুক্ত বেতন ভাতাদি রাখতেই উদ্যোগ নেয়া হয়েছে।
  • যাতায়াত ভাতা ও টিফিন ভাতাও যুগোপযোগী করার বিষয়টি রয়েছে।
মূল্যস্ফিতি সমন্বয়ের জন্য এই বেতন বাড়ানোর প্রস্তাব তৈরি করা হয়েছে। প্রস্তাবটি প্রথমে মন্ত্রসভার অনুমোদনের প্রয়োজন পড়বে। অনুমোদন পেলে আগামী ১লা জুলাইতে হতেই কার্যকর ফলে ১৩ লাখ সরকারি চাকুরিজীবী বর্ধিত হারে বেতন ভাতা পাবেন।
 
 
উল্লেখ্য যে, পে স্কেল ২০১৫ তে ৯১-১০১ শতাংশ  পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছিল।  মূল বেতনের সাথে বাড়ানো হয়েছিল বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতাসহ অন্যান্য ভাতা। 
 
পে-স্কেল ২০১৫ ঘোষনার পরই জানানো হয়েছিল এটি একটি স্থায়ী পে কমিশন। নতুন কোন পে-স্কেল আর প্রদান করা হবে না।
 

সরকারি কর্মচারীদের মধ্যে যারা প্রশাসন শাখা বা হিসাব শাখায় কাজ করেন তারাই কেবল চাকরি সম্পর্কিত বিধি বিধানগুলো সম্পর্কে ভাল ধারণা রাখেন। অবশিষ্ট ৮০% কর্মকর্তা/ কর্মচারীই সরকারি চাকরির বিধানাবলীবাংলাদেশ সার্ভিস রুলস, হালনাগাদ পেনশন রুলসভ্রমণ বিধি ও প্রাপ্যতা , উৎসব ভাতার প্রাপ্যতা, সরকারি কর্মচারীদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা বা চিকিৎসা শেষে ব্যয় উত্তোলন, বিভিন্ন ভাতাদির প্রাপ্যতা, বিভিন্ন ধরনের অগ্রিম সুবিধা গ্রহণ, নিয়োগ ও বদলি নীতিমালা, বিভিন্ন ধরনের ছুটি কিভাবে নিতে হয়, বাসা বরাদ্দ বা বাড়ি ভাড়া প্রাপ্যতা, শিক্ষা সহায়ক ভাতা বা রেশন সুবিধা ইত্যাদি সর্ম্পকে ভাল ধারনা রাখেন না। এই ওয়েবসাইটটিতে উপরোক্ত বিষয়গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে। সরল ও প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। সাধারণ কর্মচারী যাতে সহজেই ব্যাপার গুলো বুঝতে পারে এবং যদি কোন বিধি বুঝতে সমস্যা হয় তা নিয়ে সরাসরি প্রশ্ন করতে পারেন সে ব্যবস্থা রাখা হয়েছে। কেউ যদি কোন বিধি বা নীতিমালা বুঝতে অসমর্থ হয় তবে আমাদের ফেসবুক পেইজগ্রুপ এবং ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে পারেন।

প্রতিটি পোস্টের রেফারন্স পোস্টের শেষে “ডাউনলোড” নামের যে লিংক দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। ডাউনলোড ফাইল Google Drive or Box.com এ স্টোর করা আছে। কারও যদি ফাইলটি ডাউনলোড করতে সমস্যা হয় তবে আপনি আপনার নিজের gmail Account এ Login করে নিন। লগইন করার পর ঠিকই ফাইলটি ডাউনলোড হবে। তবুও যদি আপনি রেফারেন্স ফাইল ডাউনলোডে সমস্যায় পড়ে তবে আপনি এডমিনকে alaminmia.tangail@gmail.com এ ফাইলের নাম দিয়ে নক করুন। এডমিন আপনার ইমেইলের উত্তর দিবে।

কিছু কর্মকর্তা/ কর্মচারীদের কাছে সরকারি চাকরির বিধি বিধানের কিছু বইও হয়তো সংগ্রহে আছে কিন্তু তা মূলত সংগ্রহেই মাত্র বের করে পড়ার সময় বা সুযোগ নেই। কারও সময় বা সুযোগ থাকলেও বের করে পড়া পর্যন্ত হয় না। আবার দেখা যায় যে, অসংখ্য বইয়ের মধ্যে একটি সামারি বই চাকরির বিধানাবলীই শুধুমাত্র সংগ্রহ রয়েছে। সরকারি চাকরি সংক্রান্ত অসংখ্যা বই রয়েছে যেগুলো আবার প্রতি বছরই আপডেট হয়ে থাকে আপনি যদি শুধুমাত্র এই ওয়েবসাইটের সাথে যুক্ত থাকেন তবে আপনি সকল আপডেট তথ্যই পেয়ে যাবেন। ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

7 thoughts on “আবারও বাড়ছে সরকারী চাকিরজীবীদের বেতন ভাতা ২০১৭

  • That will be fully wrong decision , govt also should be thinking about private sector employee and employer issue

  • Outsorcing er jonno kichu koren

  • একজন সরকারী কর্মচারী হাসপাতালে
    ভর্তি হল এবং হসপাতালে ০৭ দিন থাকার পর ডাক্তার তাকে ০৭ দিন ছুটি দিল। ছুটির ০৭ দিন কর্মচারীর চিকিৎসা ছুটি হতে বাদ যাবে কিন্তু ছুটি মন্জুরের আগ পর্যন্ত অর্থাৎ হাসপাতালে অবস্থানরত ০৭ দিন কি কর্মকাল হিসেবে গন্য হবে নাকি এই ০৭ দিনও ছুটি হিসেবে গন্য হবে ?

  • সরকারি চাকুরির নিয়ম নিতির বই কোথায় পাবো?

  • অনলাইনে রকমারি ডট কম থেকে কিনতে পারেন। অথবা নীলক্ষেত ঢাকা থেকে অথবা সেগুন বাগিচা একাউন্টস অফিসের সামনে থেকে কিনতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *