যে সকল চতুর্থ শ্রেনীর কর্মচারীদেরকে দূর্ঘটনা বা অসুস্থাতার বিশেষ ঝুকি নিয়ে দায়িত্ব পালন করতে হয় তাদেরকে অসুস্থ্যতার কারণে যে ছুটি মঞ্জুর করা হয় তাই চিকিৎসালয় ছুটি (Hospital Leave)। 

গভ: প্রেস, গভ: ল্যাবরেটরী, গভ: মেশিনারী, পাগলা গারদ, বন বিভাগ, আবগারী বিভাগ, পুলিশ বিভাগ ও ফায়ার সার্ভিস অফিসের অধ:স্তন কর্মচারীদের এবং স্থায়ীভাবে নিয়োজিত পিয়ন ও গার্ডদের স্থায়ীভাবে নিয়োগের যোগ্য কর্তৃপক্ষ গড় বেতনে বা অর্ধগড় বেতনে এই ছুটি মঞ্জুর করতে পারেন।

১। এই ছুটি ছুটির হিসাবে ডেবিট হয় না।

২। এই ছুটি অন্যান্য ছুটির সাথে সংযুক্ত করা যেতে পারে।

৩। তবে সংযুক্তির পর ছুটির মোট সময়কাল ২৮ মাসের অধিক হবে না।

৪। এই ছুটি গড় বেতনে প্রতি ৩ বৎসর সময়কালের জন্য ৩ মাসের অধিক হবে না এবং অর্ধ-গড় বেতনের ছুটি উহার অর্ধেক হবে। [SR-273/Rule 198-201, BSR-I]

 

চিকিৎসালয় ছুটি মঞ্জুরের বিধি বিধান: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2984 posts and counting. See all posts by admin

4 thoughts on “চিকিৎসালয় ছুটি মঞ্জুরের বিধি বিধান।

  • I’m upazila women affairs officer.I have applied for 2 months medical leave with medical certificate to
    my deputy director. He didn’t approved my leave and application forwarded to head office.there is no
    Officer in additional charges for more than one month.what can I do if I want to join with fitness certificate?

  • হেড অফিস মঞ্জুর করবে আশা করা যায়। অসুস্থ্য বেশি হলে অবশ্যই ছুটি ১ মাস কাটাতে চাইলে কাটিয়ে ফিটনেস সহ যোগদান করবেন।

  • আমি প্রাইমারি স্কুলে আছি আমার চিকিৎসা জনিত ছুটির আগে ২০ দিনের ছুটির
    প্রয়োজন কোন ধরনের ছুটি জন্য আবেদন করব

  • গড় বেতনে অর্জিত ছুটি নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *