জিপিএফ জমা কর্তন হ্রাস বৃদ্ধি সমস্যা নিরসনে জুন মাসের বেতন (যা জুলাই মাসে প্রদেয়) এর ভিত্তিতে ৫% ও ২৫%সিলিং ঠিক রেখে জিপিএফ কর্তন এবং জুলাই মাসের ইনক্রিমেন্ট পাওয়ার পর বর্ণিত ইনক্রিমেন্টের ভিত্তিতে উক্ত বছরের অবশিষ্ট ১১ মাসের জন্য ৫% ও ২৫% এর সিলিং ঠিক রাখা যেতে পারে এ মর্মে সিজিএ কার্যালয় যে মতামত ব্যক্ত করেছে তার সাথে অর্থ বিভাগ একমত।

 

গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-১অধিশাখা।

www.mof.gov.bd

স্মারক নং: ০৭.০০.০০০০.১৭১.২২.০০১.১৪-৫০ তারিখঃ ২২জুলাই ২০২০ খ্রিস্টাব্দ

বিষয়ঃ সাধারন ভবিষ্য তহবিল বিধিমালা,১৯৭১ অনুসারে চাঁদার হার নির্ধারণ প্রসঙ্গে ।

সূত্র হিসাব মহানিয়ন্ত্রকের কারযালায়ের স্মারক নং ,০৭,০৩,০০০০,০১০, ১১,৮৬৭,২০১৯,১৬২,তারিখ ২১-০৭-২০১৯ খ্রি। উপযুক্ত বিষয় ও সুত্রের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগের নিম্নরুপ মতামত নির্দেশক্রমে জানানো হল:

উপরোক্ত সমস্যা নিরসনে জুন মাসের বেতন (যা জুলাই মাসে প্রদেয়) এর ভিত্তিতে ৫% ও ২৫%সিলিং ঠিক রেখে জিপিএফ কর্তন এবং জুলাই মাসের ইনক্রিমেন্ট পাওয়ার পর বর্ণিত ইনক্রিমেন্টের ভিত্তিতে উক্ত বছরের অবশিষ্ট ১১ মাসের জন্য ৫% ও ২৫% এর সিলিং ঠিক রাখা যেতে পারে এ মর্মে সিজিএ কার্যালয় যে মতামত ব্যক্ত করেছে তার সাথে অর্থ বিভাগ একমত।

 ডঃ মো: নজরুল ইসলাম

যুগ্ন সচিব

ফোন: ৯৫৪০১৮১

ইনক্রিমেন্টসহ জুলাই মাসের মূল বেতন অনুসারে জিপিএফ কর্তনের নির্দেশনা: ডাউনলোড 

প্রশ্নোত্তর পর্ব:

প্রশ্ন: জুন মাসের বেতন বিলে জুলাই মাসের বেসিক অনুসারে কি সর্বোচ্চ ২৫% জমা কর্তন করা যাবে না?

উত্তর: না। বেতন বৃদ্ধি হওয়ার পর সর্বোচ্চ কর্তন প্রযোজ্য।

প্রশ্ন: ১১ মাস নতুন বেসিকে, ১ মাস পুরান বেসিকে জিপিএফ কর্তন?

উত্তর: জি।

প্রশ্ন: ১ মাস পুরান ও ১১ মাস নতুন বেসিকে কাটলে হিসাবে ঝামেলা হবে না?

উত্তর: না। সফটওয়ারে হিসাব হবে তাই সমস্যা হবে না।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2985 posts and counting. See all posts by admin

3 thoughts on “ইনক্রিমেন্টের পর অবশিষ্ট ১১ মাসের জন্য ৫% ও ২৫% এর সিলিং ঠিক রাখার নির্দেশনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *