গেজেটেড কর্মকর্তাগণের কর্মচারীদের বেতন কোড ব্যবহারের নিয়ম । কখন বেতন বন্ধ হতে পারে?
সরকারি বরাদ্দ না থাকলে কর্মকর্তাগণ কর্মচারীদের বেতন কোড হতে বেতন গ্রহণ করতে পারবেন কিনা সে বিষয়ে আলোচনা করবো- গেজেটেড কর্মকর্তাগণের কর্মচারীদের বেতন কোড ব্যবহারের নিয়ম
যৌথ বীমায় কর্তন কি বাধ্যতামূলক? ইতোমধ্যে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত এবং সেল্ফ ড্রয়িং অফিসার হিসাবে অর্থ মন্ত্রণালয় হতে আদেশ জারী করা হয়েছে ফলে গেজেটেড কর্মকর্তা হওয়ায় তার তাদের বেতন কোন ক্রমেই কর্মচারী কোড হতে প্রদান করা যাবে না। টিফিন ভাতা কোন ক্রমেই তারা প্রাপ্য নয় এবং যৌথ বীমায় কর্তন বাধ্যতামূলক।
যে কোন বেতন কোড ব্যবহার করা যাবে? না। বাজেট অপ্রতুল/ ঘাটতির কারণে এক কোডের বেতন বিল অন্য কোডের বিপরীতে বেতন গ্রহনের সুযোগ নেই। একজন কর্মকর্তা গেজেটেড কোন ক্রমেই কর্মচারী কোড হতে বেতন গ্রহণ করতে পারবেন না। তাই বরাদ্দ না থাকলে বরাদ্দ আনার ব্যবস্থা করতে হবে। বরাদ্দ ছাড়া বেতন বিল দাখিল করা যাবে না
বাজেট অপ্রতুল থাকলে? এক কোডের বেতন অন্য কোডের বিপরীতে দাখিলের সুযোগ নেই।
এ সংক্রান্ত একটি পত্র গত ০৫-০২-২০২০ খ্রি: তারিখে ২২ জন উপ সহকারী কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্যে জারি করেছে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, কামারপাড়া, যশোর, কপিটি সংগ্রহ করতে পারেন: ডাউনলোড