প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সহকারী শিক্ষক পদের বেতন স্কেল নিম্নোক্ত শর্তসাপেক্ষে উন্নীতকরণ করা হয়েছে। বিদ্যমান বেতন স্কেল ১০-২০০-২৪৬৮০ হতে উন্নীত স্কেল ১১০০০-২৬৫৯০ টাকা মাত্র।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রশাসন-২, অধিশাখা

www.mopme.gov.bd

নং ৩৮.০০০০.০০১.৩৪.০৯১.১৯.৯৫; তারিখ: ০৯ ফেব্রুয়ারি ২০২০

প্রাপক:

প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

সিজিএ ভবন, ৫ম তলা

সেগুনবাগিচা, ঢাকা।

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিরাজমান বেতন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বেতন স্কেল (গ্রেড) উন্নীতকরণ। 

নির্দেশিত হয়ে অর্থ বিভাগের ০৭ নভেম্বর ২০১৯ তারিখের ০৭.০০.০০০০.১৬১.৩৮.০০.০০১.১৭.৩০৮ সংখ্যক পত্রের সম্মতিক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সহকারী শিক্ষক পদের বেতন স্কেল নিম্নোক্ত শর্তসাপেক্ষে উন্নীতকরণ করা হলো।

০১। বিদ্যমান বেতন স্কেল ১০-২০০-২৪৬৮০, উন্নীত স্কেল ১১০০০-২৬৫৯০ টাকা মাত্র।

শর্ত: সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ এর তফসিল [বিধি-২(গ) অনুযায়ী পদ পূরণযোগ্য।

শর্তাবলী:

(ক) উপরের ছকের ৪ নং কলামে নির্ধারণকৃত বেতন গ্রেড ৫ নং কলামে প্রদর্শিত যোগ্যতা / অভিজ্ঞতা অনুযায়ী কার্যকর হবে;

(খ) এ বিষয়ে বিদ্যমান সকল বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

২। এতদসংক্রান্ত ব্যয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ” ১২৪২০৯-৩১১১২০১. বেতন ভাতাদি” খাতে বরাদ্দকৃত অর্থ হতে মিটাতে হবে।

০৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো এবং জারির তারিখ হতে এ আদেশ কার্যকর হবে।

(মনোয়ারা ইশরাত)

উপসচিব

ফোন: ৯৫৭১৮০১

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিরাজমান বেতন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বেতন স্কেল (গ্রেড) উন্নীতকরণ আদেশ টি সংগ্রহ করতে পারেন: ডাউনলোড

প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূর

প্রশ্নোত্তর পর্ব

প্রশ্ন: প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক নিয়োগে প্রারম্ভিক গ্রেড কত?

উত্তর: ১৩ গ্রেডে নিয়োগ হয়।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2984 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *