একজন প্রজাতন্ত্রের কর্মচারী সরকারি সরকারী সম্পত্তি ব্যবহার যেভাবে ব্যবহার করবেন সে বিষয়ে সরকার সুষ্পষ্ট একটি নির্দেশনা জারি করেছে।

সরকার কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সংস্থাপন মন্ত্রণালয়, শাখা-ডি৩, নং সম/ডি৩-২০/৮৪-১৭০ তারিখ: ২৬/৬/১৯৮৪ সালে একটি সার্কুলার জারির নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হয়েছে। একজন সৎ নিষ্ঠাবান ও প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে নিচের প্রতিটি বিধি আপনার অনুসরণ করা দায়িত্ব ও কর্তব্য।

০১। সরকারী যানবাহন ব্যবহারে যত্নবান হওয়া এবং তা ব্যবহারের সুযোগ-সুবিধা সম্পর্কে সম্যক ধারণা রাখা।

০২। সার্কিট হাউজে সঠিকভাবে ভাড়া পরিশোধ করা।

০৩। সার্কিট হাউজে অবস্হানকালে সরকারী দ্রব্যাদি যত্নসহকারে ব্যবহার করা।

০৪। সরকারী সম্পত্তি যথাযথ হেফাজত করা।

০৫। অফিসের সম্পত্তি বাসায় না নেয়া।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2986 posts and counting. See all posts by admin

2 thoughts on “একজন প্রজাতন্ত্রের কর্মচারী সরকারি সম্পত্তি যেভাবে ব্যবহার করবেন।

  • একজন কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারি হিসেবে দায়িত্ব পালন করে আসছি।
    অফিসের যাবতীয় হিসাব-নিকাশ করা এবং প্রয়োজনীয় বিল-ভাউচার, ক্যাশবুক, স্টক রেজিস্টার লিখা ও সংরক্ষণ করা আমার দায়িত্ব।
    কিন্তু আমার উর্ধ্বতন কর্মকর্তা অফিসের বরাদ্দ অনুযায়ী স্থায়ি সম্পদ ক্রয় না করে অর্থ আর্তসাৎ করে তাহলে আমার কি করনীয়?

  • কিছুই করণীয় নাই। আপনি তো তার সহযোগী মাত্র। তবে হ্যাঁ আপনি চাইলে সদর দপ্তরকে বেনামী পত্র মারফত বিষয়টি জানাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *