বাংলাদেশের মানুষ একটু আরামপ্রিয়ই বটে। তাই এখন অফিস আদালত ছাড়াও বাসা বাড়ি এসি ব্যবহার করে থাকে। এক্ষেত্রে যে বিষয়টির কারণে ঘটতে পারে এসি বিষ্ফোরণ তা হলো এসি সম্পর্কে অজ্ঞতা। তাই দক্ষ লোক দিয়ে এসি লাগান এবং এসির ব্যবহার সম্পর্কে কিছুটা হলেও জেনে উপযুক্ত স্থানে এসি লাগান। এসি ব্যবহার ও এসি লাগানোর নিয়ম সম্পর্কে জানুন ভাল থাকুন, সুস্থ থাকুন।
১। এসির সাইজ অথবা টনের সাথে রুমের আয়তনের মিল আছে কিনা তা দেখতে হবে।
২। রুমের আয়তনের কত টন এসির প্রয়োজন তা নির্ধারণ করার জন্য, রুমের দৈর্ঘ্য*প্রস্থ*উচ্চতা = যা হবে তাকে ১৪৪০ দিয়ে ভাগ করতে হবে। ভাগফল যা হবে ততো টন এসির প্রয়োজন, এই হিসাবটি রেসিডেনসিয়াল এলাকার জন্য। আ যদি কমার্শিয়াল হয় ভাগফলের দ্বিগুণ ব্যবহার করতে হবে।
৩। এসির লোড আর সাথে পাওয়ার লাইনের তার সার্কিট ব্রেকার হতে ডিবি বক্স পর্যন্ত সম্পূর্ণ তারের মাপ ঠিক আছে কিনা তা পরীক্ষা করতে হবে।
৪। এসি রুমে লাগানোর আগে রুমের যে প্রান্তে সব সময় ছাড়া থাকে সেদিক লাগানোর চেষ্টা করতে হবে।
৫। এসির ইন ডোর সব সময় রুমের মাঝখানে লাগাতে হবে এবং আউট ডোর যে কোন সময় যাওয়া যায় সে ব্যবস্থা করতে হবে।
৬। আউট ডোর এর ফ্যানের বাতাস সোজা সামনে যাতে বেরোতে পারে সে কারণে ৩ ফিট জায়গা খালি থাকতে হবে। এবং আউট ডোর কোন বন্ধ জায়গায় থাকতে পারবে না।
৭। ভাল কপার পাইপ দিয়ে ৬ ইঞ্চি পরিমাণ চুকরার মাথা ফ্লারিং করে নিতে হবে তার পিস। মাঝের কপার পাইপ যদি দুর্বল হয় তাহলে অসুবিধা হবে না। এটার দূরত্ব ২৫ ফিটের উপরে হতে পারবে না।
এসি ইন্সটলেশনের সঠিক নিয়মাবলী : ডাউনলোড