০৭ দফা দাবি আদায়ের শপথ নিন সমাবেশে যোগ দিন।
বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই স্লোগানে “বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ” এর উদ্যোগে জাতীয় বেতন স্কেলের ১১-২০ গ্রেডের চাকুরীজীবিদের জন্য পে-স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তর্বতীকালীন সময়ে ৫০% মহার্ঘ ভাতা ঘোষনা প্রদান, বৈষম্য মুক্ত ৯ম পে-স্কেল প্রদানের লক্ষ্যে পে-কমিশন গঠন, ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণ, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পূনর্বহাল, শতভাগ পেনশন, আউটসোর্সিং পদ্ধতি বাতিল, রাজস্বখাতে স্থানান্তর সহ ০৭ দফা গুলো বিজয় দিবসের পূর্বে কোনো প্রকার পদক্ষেপ দেখা না গেলে- ০৭ দফা দাবিতে আগামী ২৪ ডিসেম্বর রাজশাহী, ৩১ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সহ ৮বিভাগীয় সমাবেশ শেষে আগামী ২৮ জানুয়ারি ২০২২ তারিখে ঢাকায় মহাসমাবেশ করা হবে মর্মে নিজেদের অধিকার আদায় করতে সকল দপ্তরের ১১-২০ গ্রেডের কর্মচারী ভাই ও বোনদের ঐক্যবদ্ধ থাকার আহবান করা হয়েছে দলটির ফেসবুক পাতায়।
রােজ: শুক্রবার, সকাল ১০ ঘটিকা রাজশাহীর সমাবেশে যােগ দিন সফল করুন। বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ প্রচারে: বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন (কেন্দ্রীয় পরিষদ) আয়োজনেঃ (জাতীয় ভিত্তিক সংগঠন সমূহের সমন্বয়ে গঠিত)।