গর্ভবতী ভাতা অনলাইন আবেদন – ইউপির মাধ্যমেই আবেদন করতে হবে এটি অনলাইনে এন্ট্রির মাধ্যমে অর্থ মঞ্জুরী আনা হয়– গর্ভবতী কার্ড ২০২৩

অনলাইনে গর্ভবতী কার্ড করার নিয়ম ২০২৩– জুলাই মাসে গর্ভবতী থাকা অবস্থায় মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করতে হয়। মেডিকেল রিপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রসহ গর্ভবতী প্রমানকসহ ইউপি বা পৌরসভায় আবেদন ফরম পূরণের মাধ্যমে গর্ভবতী ভাতা বা কার্ডের জন্য আবেদন করতে হয়। এ ভাতা প্রাপ্তির শর্তপূরণ করে আবেদন করলেই কেবল এ ভাতা মঞ্জুর করা হবে। গর্ভবতী ভাতা (২০২২-২৩) এর জন্য অনলাইনে আবেদন করা যাচ্ছে। আপনি যদি গর্ববতী হয়ে থাকেন তবে এখনই অনলাইনে ভাতার জন্য আবেদন করুন। আবেদন অবশ্যই ইউপি’র মাধ্যমে করতে হবে। আজই ইউপি বা পৌরসভায় যোগাযোগ করুন। অনলাইনে আবেদন লিংক: 103.48.16.6:8080/LM-MIS/applicant/onlineRegistration

গর্ভবতী ভাতা বা দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি অনুযায়ী আপনি ভাতা পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য দারিদ্র সীমার নিচে জীবন নির্বাহ করতে হবে। গর্ভবর্তী হলেই এই ভাতা পাওয়া যাবে এমনটা নয়। ভাতাভোগী নির্ধারণের ক্ষেত্রে নির্বাচন কমিটি বিভিন্ন ক্রাইটেরিয়া বিবেচনা করে আবেদন অনুমোদন করে থাকে। তাই আবেদন করছেন মানেই আপনি মাতৃত্বকালীন ভাতা পাবেন বিষয়টি এমন নয়। গর্ভবতী মায়ের সরকারি ভাতা ২০২৩

প্রতারণা থেকে সাবধান- যেহেতু গর্ভবতী ভাতা নগদ অর্থ প্রদান করা হয় তাই প্রতারক চক্র এ সময় সক্রিয় থাকে। অবার এ কার্ডটি গর্ভবতীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিধায় প্রতারকগণ টাকা নেয়ার কথা বলে কোন কোন ক্ষেত্রে ঘুষ বা উৎকোচ নিয়ে এটি করে দেবার কথা বলে। বিষয়টি আসলে এমন নয় যে কেউ এটি করে দিতে পারবেন। সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের সদস্যের সমন্বয়ে গঠিত কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়। তাই ভাতা কার্ড পাওয়ার পূর্বে এবং টাকা নেয়ার সময় সতর্ক থাকুন যাতে ধান্ধাবাজের পালায় না পড়েন। অনুসন্ধানে দেখা যায়, হেমনগর ইউনিয়নের ২৫জন গর্ভবতী মহিলার কাছ থেকে মাতৃত্বকালীর ভাতা কার্ড করে দেয়ার কথা বলে ৬ হাজার টাকা করে ঘুষ নেয় প্রতারক জনি। বৈধভাবে কার্ড করে দিতে না পেরে স্বাক্ষর জাল করে ভুয়া ভাতা পরিশোধ কার্ড তাদের হাতে ধরিয়ে দেয় সে। পরে, সরেজমিনে ওই ইউনিয়নে গিয়ে জনিকে আটক করে এ দণ্ডাদেশ দেয়া হয়।

মাতৃত্বকালীন ভাতা নীতিমালা ২০১৫ / গর্ভবতী ভাতার আবেদন ফরম ২০২৩

সরকারের প্রকল্প বাস্তবায়নের ও সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের সাথে জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে ১নং বুলাকিপুর ইউনিয়ন ১০৫ জনের মাঝে মাতৃত্বকালীন ভাতাভোগীর হাতে নগদ অর্থ তুলে দেন ১নং বুলাকিপুর ইউনিয়ন পরিষদ সম্মানিত চেয়ারম্যান মোঃ সদের আলী খন্দকার এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সচিব,ব্যাংক এশিয়ার অফিসার, ১নং বুলাকিপুর ইউনিয়ন এর ইউডিসি, ব্যাংক এশিয়া, এজেন্ট শাখার সিএসও ও ভাতাগৃহীতা।

হত দরিদ্র গর্ভবতী মায়েদের মাঝে মাতৃত্বকালীন ভাতা বিতরণ কার্যক্রম, ১নং বুলাকীপুর ইউনিয়ন ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর।

গর্ভবতী ভাতা জন্য অনলাইন আবেদন, ভাতার মেয়াদ, অর্থের পরিমাণ ও বিতরণ পদ্ধতি ২০২৩

  1. নির্বাচিত গর্ভবতী মা’কে ২(দুই) বছর ব্যাপী প্রতি মাসে সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান করা হবে।(সরকারের সিদ্ধান্ত মােতাবেক ভাতার পরিমাণ হ্রাস/বৃদ্ধি হতে পারে)। বর্তমানে এ ভাতার পরিমাণ বৃদ্ধির জন্য সরকারের নিকট সুপারিশ করা হয়েছে।
  2. উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ স্বাক্ষরে ব্যাংক একাউন্ট পরিচালিত হবে। তারা ভাতার অর্থ রাষ্ট্রায়ত্ব তফসিল ব্যাংক এর মাধ্যমে ভাতাভােগীর নির্দিষ্ট ব্যাংক হিসাবে বিতরণ করবেন (৬৪টি জেলার সদর উপজেলায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রােগ্রাম অফিসার এ দায়িত্ব পালন করবেন)। 
  3. গর্ভধারণ অবস্থায় গর্ভপাত ঘটলে গর্ভপাত পরবর্তী তিনমাস পর্যন্ত ভাতা অব্যাহত থাকবে। সে ক্ষেত্রে অপেক্ষমান তালিকা থেকে নতুন করে ভাতাভােগী নির্বাচন করতে হবে।
  4. সন্তান জন্মগ্রহণের পর দুই বছরের মধ্যে মারা গেলে সংশ্লিষ্ট মা ২৪ মাস পূর্ণ হওয়ার অবশিষ্ট সময়ের ভাতা পাবেন
  5. নির্বাচিত গর্ভবতী মা দুই বছরের মধ্যে মারা গেলে তার ভাতা প্রদান বন্ধ হয়ে যাবে এবং অন্য কোন গর্ভবতী মা নতুন করে নির্বাচন করা যাবে না। তবে নির্বাচিত গর্ভবতী মায়ের বকেয়া টাকা সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রত্যয়ন সাপেক্ষে বৈধ উত্তরাধিকারী (সন্তান) পাবে।
  6. এ কার্যক্রমের মাধ্যমে দরিদ্র মায়েরা মাতৃত্বকালীন আর্থিক সহযােগিতার পাশাপাশি মাতৃদুগ্ধ পানের উপকারিতা, গর্ভাবস্থায় উন্নত পুষ্টিকর খাদ্য গ্রহণ, প্রসব ও প্রসবােত্তর সেবা বৃদ্ধি, মা ও শিশু মৃত্যু হার হ্রাস, পরিবার পরিকল্পনা গ্রহণ সম্পর্কিত তথ্যাদি, মা ও শিশু নির্যাতন, যৌতুক, তালাক, বিবাহ ও জন্ম নিবন্ধন বিষয়ে সচেতন হওয়ারও সুযােগ পাচ্ছেন। এ কর্মসূচি গর্ভবতী মা ও শিশু মৃত্যুর হার হ্রাসে সহায়তা করছে।

ইউপিতে অনলাইনে আবেদন করা যায় না?

যায় আপনি নির্ধারণ ফরম পূরণ পূর্বক গর্ভবতী ভাতার জন্য আবেদন করবেন অথবা ইউনিয়ন সেবা কেন্দ্র হতে এ আবেদন সম্পন্ন করা যাবে। ইউপিতে সমাজসেবা ডেক্স হতেও এ আবেদন অনলাইনে করা যাবে। মূলত জাল জালিয়াতি রোধে সরকার অনলাইন পোর্টালে আবেদনের মাধ্যমে এ ভাতার অর্থ মঞ্জুর, প্রেরণ ও পরিশোধ করে থাকে। দারিদ্রসীমার নিচের জনসাধারণ বা গর্ভবতীদের ও সন্তানের ভরণপোষক ও সেবার জন্যই মূলত এ ভাতা প্রদান করা হয়ে থাকে। অনলাইন সফটওয়্যারে এন্ট্রি করবে লিংক- http://103.48.16.6:8080/LM-MIS/applicant/onlineRegistration

বি:দ্র: গর্ভবতী অবস্থার ০৫ মাস পূর্ণ হলেই কেবল আবেদন করা যাবে।

গর্ভবতী মায়ের সরকারি ভাতা ২০২৩

140 thoughts on “গর্ভবতী ভাতা ২০২৩ । মাতৃত্বকালীন ভাতার (২০২২-২০২৩) আবেদন করতে ইউপিতে খোঁজ নিন

  • ২০১৯/২০ মাতৃত্বের কালিন ভাতা কয় টাকা

  • ২০১৯-২০ এ ৫০০ টাকা ছিল।

  • Mynulislam

  • Akhon ki online abedon kora jabe??? Open hoice??? Plz ans diyen

  • ওপেন হয়নি। এই মুহুর্তে আবেদন করা যাবে না। জুলাই মাসে আবেদন করতে হয়। করোনা পরিস্থিতির কারণে সর্বশেষ ভাতা প্রদান বিলম্ব হয়েছে তাই আবেদন প্রক্রিয়া যে কোন সময় শুরু হতে পারে।

  • এখন কি গর্ভবতী ভাতার কাড করা হচ্ছে, ইউনিয়ন পর্যায়ে?

  • না। জুলাই মাসে হয়। তবে প্রত্যেক ইউপিতে বরাদ্দ অনুসারে কার্ড হয়। অনুগ্রহ করে নিকটস্থ ইউপিতে যোগাযোগ করুন।

  • জুলাই মাসে গর্ভবতী না হলে কি আবেদন করা যাবে না?আমি শুনেছি,কমিশনার এর কাছে নির্দিষ্ট সময়ে কার্ডগুলো আসে। পরে আবেদন করতে হয়।বাচ্চা হওয়ার পর ছয় মাস পর্যন্ত নাকি এই আবেদন করা যায়। এটা কি সত্যি?

  • হ্যাঁ। অন্য মাসে গর্ভবর্তী হলে তাদের জন্য সত্যি। জুলাই মাসেই ভাতা প্রদান করা হয়।

  • আচ্ছা এখন কি ২০২১ ২০২২ এর নতুন আবেদন করা যাবে

  • না। ২০২২-২৩ অর্থ বছরের জন্য আবেদন করতে পারবেন।

  • স্যার জানতে পারি কবে অনলাইন করবো।আর কত দিন লাগতে পারে আসার।

  • প্রতি বছর জুলাই মাসে দেয়া হয়। গর্ভবতী থাকা অবস্থায় আবেদন করতে হয়।

  • আমি অতি দরিদ্র একজন মা আমার কিছু টাকার প্রয়োজন আমার পেটে বাচ্চা কিছু টাকা দিলে আমার উপকার হতো আমার বিকাশ নাম্বার 01310855537

  • অনুগ্রহ করে ইউপিতে যোগযোগ করুন। ইউনিয়ন পরিষদ ব্যবস্থা করে দিবে।

  • নতুন করে আবেদন চালু হয়েছে কিনা।

  • Sar, Amar kache 7000 tk chache kard korar Jonno ta nahole kard dibe na Ami ki tk diye kard Korbo?

  • অবশ্যই কোন টাকা দিবেন না। আপনি সমাজসেবা অধিদফতরের জেলা অফিসে যোগাযোগ করুন।

  • Kalke Amar o aro oneker kache tk niye geche,avabe poti bochor tk hatiye niche ,Islampur UP charman o memberer kache gechilam bolche agulate amader hate nei ,tk debar por apnar sms dekhechi 2 ghonta por tk ferot chaile ble tk jma Hoye geche.
    R bolechi somaj seba odhi doptor theke kard korar Kotha Dalal ra bolche Kono lav nai.

  • খুবই দু:খজনক। আপনাদের অবশ্যই সতর্ক হতে হবে। আপনাদের কাছ থেকে কোন তথ্য বা মোবাইল নেয়া ছাড়া বা কোন ওটিপি এছাড়া কেউ টাকা নিতে পারবে না।

  • আমি অতি দরিদ্র একজন মা আমার কিছু টাকার প্রয়োজন আমার পেটে বাচ্চা কিছু টাকা দিলে আমার
    উপকার হতো আমার বিকাশ নাম্বার

    01617884625

  • অনুগ্রহ করে ইউপি বা পৌর সভায় খোজ নিন। আবেদন করলে অবশ্যই পাবেন।

  • মাতৃকালীন ভাতা আবেদন কি শুরু হয়েছে,দয়াকরে জানাবেন
    ০১৭১৪৮৬০৬৮২

  • ভাতা প্রদান শুরু হয়েছে। আপনি আপনার ইউনিয়ন পরিষদে খোজ নিন। বরাদ্দ মোতাবেক আবেদন গ্রহণ করা হয়। অনুগ্রহ করে যোগাযোগ করুন।

  • গর্ভবতী মহিলাদের কত মাস হতে হবে?

  • গর্ভকালীন আবেদন করতে হয়।

  • এখন কী আ‌বেদন কর‌তে পারব? কীভাবে আ‌বেদন করতে হয়? আ‌মি বর্তমা‌নে ৮ মা‌সের গর্ভবতী।

  • পারবেন। যোগাযোগ করুন

  • এখনো নাকি সার্ভার খুলে নাই আবেদন নাকি করা যাচ্ছেনা। কতটুকু সত্য!? দয়াকরে জানাবেন।

  • হ্যাঁ এটি সত্য।

  • Sir,amr to 6 mass ami ki abedon korte parbo,,r kotodin por gorbobotti vatar card pawa jabe,,sob kicho janaban please…

  • গর্ভবস্থায় আবেদন করতে হয়। পরবর্তী অর্থ বছর বা প্রতিবছর জুলাইতে পাওয়া যায়। যদিও প্রতিমাসে দেওয়ার কথা কিন্তু ৬ মাস অন্তর অন্তর পাওয়া যায়।

  • ai mashe ki taka paoya jabe.pushti vata
    Plz bolben

  • আপনার ইউনিয়ন পরিষদে খোজ নিতে হবে। বরাদ্দ থাকা সাপেক্ষে বন্টন হয়।

  • Ami last June 2022 a tk paise r kunu tk paini…ami jante chai ami ki r tk pabo

  • অবশ্যই জুনে পাবেন। প্রতিমাসে দেয় না। যদিও প্রতিমাসে দেওয়া কথা।

  • এখন কি গর্ভবতী ভাতা করা যাবে

  • ইউপিতে খোজ নিন। তালিকা করে রাখবে। আবেদন উন্মুক্ত হলে আবেদন করবে।

  • জি। চলবে। কিন্তু চলতি অর্থ বছর এখন যুক্ত করা হয়নি।

  • Sir.amar 6mas Cole abedn korar jonno kagoj joma disi . But sarvear jam Jodi derite sarvear kule ta hole ki Amar abedon sompunno vabe compilit Hobe ki

  • হ্যাঁ হবে। কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। আপনি প্রাপ্য হলে অবশ্যই হবে।

  • জনাব, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় কি এখন আবেদন করা যাবে? আবেদন ফরম কি ছাড়ছে? জানলে খুব উপকৃত হবো

  • অনলাইনে আবেদন এখনও খোলেনি। তবে সিরিয়ালে থাকতে ম্যানুয়ালি আবেদন করে রাখুন।

  • আমার wife এর বর্তমান ২ মাস চলছে তিনি কি ২০২২-২০২৩ গর্ভবতি কার্ড করতে পারবেন এবং কখন আবেদন করতে হবে। অনুগ্রহ করে জানালে ভালো হতো

  • হ্যাঁ। পারবে।

  • ২০২২-২০২৩ সালে র আবেদন কি চালু হয়েছে

  • জি চালু হয়েছে।

  • ইপি মেম্বার অথবা চেয়ারম্যান যদি আবেদন না নেয় তাহলে কি করতে পারি? দয়া করে জানাবেন।আবেদন করার অন্য কোন উপায় আছে কি?

  • তাদের মাধ্যমেই মূলত আবেদনকারী নির্বাচন করা হয়। যদিও আবেদন বাছাই কমিটি থাকে। তবে যদি তারা অন্যায় করে তবে সমাজসেবা অধিদফতরে যোগাযোগ করুন। বর্তমানে অনলাইনেও আবেদন দাখিল করা যায়। অনলাইনে ট্রাই করুন।

  • বাচ্চা জন্মের কত দিন পর্যন্ত আবেদন করা যায়। ২০২২ সালে জুলাই মাসে আবেদন বন্ধ ছিল এখন বাচ্চার বয়স তিন মাস এখন আবেদন করা যাবে কি।

  • ২০২২ সালে জুলাই মাসে আবেদন করতে পারি নাই এখন আমার বাচ্চার বয়স তিন মাস। এখন কি আমি আবেদন করতে পারব।

  • আবেদনের সময় কি শেষ?

  • গর্ভাবস্থায় আবেদন করতে হবে।

  • ২০২৩ সালে মাতৃকালীন ভাতা কতো টাকা করে দিবে

  • স্যার আমার বউয়ের গর্ভবতী হওয়ার ৯ মাস হইছে এখন কি আমরা আবেদন করতে পারবো?
    জানাবেন প্লিজ

  • অবশ্যই দ্রুত আবেদন করুন।

  • বৃদ্ধি করা হয়নি। মাসিক ৮০০ টাকা ২৪ মাস।

  • vai akon ki off naki sarver

  • বউয়ের ভোট আছে বীরগঞ্জ থানায়, স্বামীর বিরল থানায়, আবেদন করছি বিরল থানায় আবেদন সঠিক হবে কিনা

  • Amer Bo 6 mas cholse members 7000 take chise ar Kono hopay ase amra gorop take Doha sombul nai ke korbo bolel.

  • এক টাকাও দিবেন না। সমাজসেবা অধিফতরে যোগাযোগ করুন।

  • বউ যেখানকার ভোটার সেখানে আবেদন করবেন।

  • সার্ভারে সমস্যা আপনি ইউপির মাধ্যমে ফর্মে যোগাযোগ করুন।

  • আমার বউয়ের nid কার্ড নেই।ডিজিটাল জন্ম সনদ দিয়ে আবেদন করাযাবে?

  • Amar ek choto boner 2 mash cholce.se ki abedon korte parbe

  • স্যার, আমি বর্তমানে ৬ মাসের গর্ভবতী, মাতৃভাতা কার্ড করতে কখন আবেদন করা যাবে?

  • এখনই আবেদন করা যাবে।

  • প্রমানক দাখিল সাপেক্ষে নিবে।

  • গর্ভবতী ভাতা অনলাইন আবেদন – ইউপির মাধ্যমেই আবেদন করতে হবে এটি অনলাইনে এন্ট্রির মাধ্যমে অর্থ মঞ্জুরী আনা হয় গর্ভবতী মায়ের সরকারি ভাতা ২০২৩

  • Amer bower sontan hoyce tar boys 3 mas ami ki abedon korte parbo naki parbona?

  • আমার বাচ্চার বয়স ১৪ মাস এখন আমি আবেদন করতে পারবো?

  • এখনও কি আবেদন করার সময় আছে?আর লাস্ট ডেট কবে?

  • আছে। জুনের আগে আবেদন করতে হবে।

  • না। গর্ববতী অবস্থায় আবেদন করতে হয়।

  • পারবে না।

  • কত টাকা দেয় ছয় মাস পর পর

  • ১৫তারিখে বাচ্চা হইছে আমি কি এপ্লাই করতে পারবো.?

  • না। বাচ্চা হয়ে গেলে আর আবেদন করতে পারবেন না।

  • ৪৮০০ টাকা করে।

  • স্যার কেউ যদি সন্তান প্রসব করে তা হলে কি আবেদন করা যাবে? এবং আবেদন কবে শুরু হবে তা জানালে উপকৃত হতাম।

  • Ai mashe ki mattri vata paoya jabe

  • আবেদন এর শেষ সময় কবে

  • জুনের মধ্যে আবেদন করতে হবে।

  • না। সংশোধিত বাজেট আসলে পাওয়া যাবে। জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

  • না। গর্ভবতী অবস্থা থাকতে হবে।

  • আবেদনকারী যদি প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকে, এই মাতৃত্ব ভাতা করলে কী তার সেই প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়ে যাবে? জানাবেন প্লিজ।

  • স্যার আমি আবেদন করেছি কিছু দিন হচ্ছে,,,এটা মেম্বার করে দিয়েছে।তবে আমি ডাচ বাংলার আকাউন্ট নাম্বার দিতে ভুল হয়েছে,,,আমার টার সাথে অন্য মহিলার আকাউন্ট ফর্ম বদল হযছে,,,এখন কি করব

  • সমাজসেবা অধিদফতরে যোগাযোগ করুন। তারা তথ্য পরিবর্তন করে দিবে।

  • Abedoner sesh somoy kobe

  • মে- জুন/২৩

  • Ahaa, its fastidious dialogue about this article here at this webpage, I have read all that, so at this time
    me also commenting at this place.

  • আচ্ছা,যাদের বাচ্চার বয়স চার মাস এর বেশি,তারা কি ভাতা পাবে না?

  • এখন আর পাওয়া যাবে না।

  • আমার বাচ্চা হবে মার্চ মাসে,আমি কি এখন আবেদন করতে পারবো

  • আবেদন এর সময় কি শেষ?
    আমি এখন১০ সপ্তাহের গর্ভবতী
    আমি কি এখন আবেদন করতে পারব?

  • না। আবেদন করতে পারবেন। ৫ মাস হোক।

  • ѡonderful issues altogether, you just gained a new reaɗer.
    What maʏ yߋu recommend abοut your post tһat you just made a few
    days ago? Any sure?

  • Amar 2mas chole,ami ki akhon abedhon korte parbo?

  • না। ন্যূনতম ৫ মাস চলতে হবে।

  • আমি ২০২১ সালে কার্ড করি,আমার বাবুর বয়স এখন ১৪ মাস,আমি মাত্র ৩ বার টাকা পেয়েছি,শেষ বার পেয়েছি ২০২২ নভেম্বরে।এখন অনেক মাস হলো টাকা পাই না,এখন কি করনীয়?

  • অপেক্ষা করুন। সংশোধিত বাজেট আসলেই পাবেন। সর্বশেষ কত টাকা পেয়েছেন?

  • আমি 2021 সালে 2 বার টাকা পাইছিলাম তারপর আর পাচ্ছি না।তারা NID card 2কপি ছবি আর বিকাশ নাম্বার চাইলে জমা দিলাম তাও 1 বছর হল কোন খবর নাই।যোগাযোগ করলে বলে জানিনা এখন কি করতে পারি?

  • এখনও সরকারি টাকা ছাড় করা হয়নি। মে মাসে ছাড় করতে পারে।

  • আমার বাচ্চা হয়েছে ০৩/০৭/২০২২ আমি অনলাইনে আবেদন করছি ০৫/০৭/২০২২, আমার আবেদন ইউনিয়ন পরিষদে জমা নিছে না,এখন কি করার আছে আমার

  • সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করুন।

  • এই মাসে কি টাকার ছাড় হবে বলবেন প্লিজ।

  • ছাড় হবার কত দিন পর টাকা পাওয়া যাবে

  • ১৫-৩০ দিন।

  • আগামী মাসে ছাড় হতে পারে।

  • ৩/৭/২০২২ বাচ্চা হয়েছে, নতুন করে আবার আবেদন করছি,হবে না বাতিল কুথায় জানব,মহিলা বিষয়ক অফিসার না সমাজসেবা অফিসার

  • সমাজসেবা অফিসার হতে জানতে পারবেন। আপনার মোবাইলে মেসেজ আসবে।

  • জুলাই মাসে যদি সার্ভার খোলে তাহলে আমি জুন মাসে আবেদন করতে পারবো কি???
    আর আবেদন করলে টাকা পাওয়ার সম্ভাবনা কতটা.??

  • এটি ইউপি ও সমাজ সেবা অধিদপ্তরের উপর নির্ভর করে। আপনি লিখিত আবেদন বা ফর্মে আবেদন গর্ভাবস্থার ৫ মাস পূর্ণ হলেও করে রাখুন।

  • আমি এপ্রিল মাসে আবেদন করেছি অনলাইনে তখন আমার ৫ মাস চলছিল,চূড়ান্ত তালিকা কবে দিবে?আমার মাতৃত্বভাতা হয়েছে কিনা কখন জানতে পারবো?

  • জুলাই মাসেই অবস্থা জানতে পারবেন।

  • আমি এপ্রিল মাসে গর্ভবতী ভাতার আবেদন করছি। এলাকার কমিশনারের কাছে জমা দিছি কিন্তু এখনো পাই নাই। কিন্তু আমার আশেপাশের সবাই পাইছে আমি এখনো পাই নাই।কেনো আসতাছে না বলবেন প্লিজ

  • কমিশনারের কাছে খোজ নিন। আবেদন অনেক কারণে বাতিল হতে পারে। জুলাই মাস অপেক্ষা করুন।

  • vai batch a to 2023 asce na ta hole apply korbo ki vabe

  • সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে করতে হবে।

  • এখন কি পৌরসভা তে আবেদন করা যাবে, গেলে তারা বলতেছে যে এখন আপাতত বন্ধ আছে।

  • হার্ড কপিতে আবেদন করে রাখুন সার্ভার খুললে ইনপুট দিবে।

  • স্যার নতুন করে কি আবেদন করা জাবে ৬ মাস চলে এখন জানবেন আমাকে

  • আবেদন করা যাবে।

  • স্যার আমার বঊ ৬ মাসের গর্ববতী আমি চেয়ারমেন এর কাছে গিয়েছিলাম গর্ববতি কার্ড করতে কিনতু ওনি আমাকে সরাসরি বলছে কার্ড নেই এখন আমি কি করতে পারি দয়া করে বলবেন

  • সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করুন।

  • সিটি কর্পোরেশন কি আবেদন করা যাবে এখন।

  • আবেদন চলমান আছে।

  • Sir ai 2024;Jodi gorbobotti hoi tahole ki application kora jabe aktu bolben plz

  • বর্তমানে বন্ধ আছে। তবে ২৪ সালে খুলে দিবে।

  • যদি অনলাইন জন্মনিবন্ধন থাকে তবে গর্ভকালীন ভাতার জন্য আবেদন যাবে কিনা ?

  • না। জাতীয় পরিচয়পত্র লাগবে।

  • আমি আবেদন করে ছিলাম ২০২২ এর জুন মাসে এখনো টাকা পাইনি

  • 23 এর জুনে পাওয়ার কথা। ইউপিতে খোজ নিয়ে দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *