সাধারণত জিপিএফ ব্যালেন্স জানতে হলে জুন মাসের পর জুলাই মাসে জিপিএফ স্লীপ হিসাবরক্ষণ অফিস হতেই সংগ্রহ করে আমদের ব্যালেন্স জানতে হতো-জিপিএফ তথ্য ২০২৫
সরকারি কর্মচারীদের জিপিএফ হিসাব এনালগ ছিল ইএফটি চালু হওয়ার পর এটি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট শাখার অধীনে চলে গেছে। পেনশন ও ফান্ড অর্থাৎ জিপিএফ হিসাব এবং সংরক্ষণ করবেন পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট শাখা। জিপিএফ ব্যালেন্স আপনি এখন আপনার ঘরে বসেই অথবা আপনার স্মার্ট ফোন থেকেই চেক করে নিতে পারেন।
ঘরে বসে জিপিএফ ব্যালেন্স জানতে কি করতে হবে?
প্রথমত, আপনার কম্পিউটার বা মোবাইলে ইন্টারনেট থাকতে হবে। আপনার ক্রোম ব্রাউজার টিতে https://www.cafopfm.gov.bd/ এড্রেসটি লিখুন অথবা সরাসরি https://www.cafopfm.gov.bd/gpf-info-html.php এই এড্রেস এ যান।
দ্বিতীয়ত, তিনটি অপশন পাবেন সেখান থেকে GPF Information এর মেন্যূতে Click here এ ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে সেখানে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করুন। যেমন আপনার এনআইডি নম্বর দিন (অবশ্যই আইবাস++ বা ফিক্সেশন বা ইএফটি করার সময় যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়েছেন) সেটি সরবরাহ করবেন। তারপর আপনার মোবাইল নম্বর (যেটি আপনি ইএফটি’র সময় দিয়েছেন) টি সরবরাহ করুন। অর্থ বছর সিলেক্ট করুন (যে অর্থ বছরের হিসাব আপনি দেখতে চাচ্ছেন)। সর্বশেষ অর্থ বছর সিলেক্ট করাই থাকে। Then Just Submit বাটনে ক্লিক করুন।
তৃতীয়ত, সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে একটি ওটিপি বা Passcode যাবে আপনি সেটি সরবরাহ করুন। ওটিপিটি চার ডিজিটের হবে। যেমন, ৭২৫৩ এ রকম।
চতুর্থত, ওটিপিটি সবরবরাহ করে Submit button এ ক্লিক করুন। সাবমিট করার সাথে সাথেই আপনার নাম, এনআইডি নম্বর এবং জিপিএফ একাউন্ট নম্বর দেখাবে এবং সাথে ইএফটি হওয়ার পর থেকে কত কর্তন করেছেন এবং কত উত্তোলন করেছেন মুনাফা কত পেয়েছে ইত্যাদি তথ্য শো করবে।
আপনি চাইলে প্রিন্ট অপশন সিলেক্ট করে স্টেটমেন্ট বা জিপিএফটি ব্যালেন্স শীট প্রিন্ট করে নিতে পারবেন এবং অর্থ উত্তোলনের ক্ষেত্রে হিসাবরক্ষণ অফিসের সিল / স্বাক্ষর ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন।
বি:দ্র: আপডেটের কাজ চলছে, কিছুদিন পর ওপেনিং ব্যালেন্স আপডেট হয়ে গেলে আপনি সম্পূর্ণ তথ্যটি দেখতে পারবেন। ধন্যবাদ।
সার্ভার সমস্যার কারণে এই মুহুর্তে পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট হতে বের করার সুযোগ নেই। তবে ডিডিও আইডি হতে অফিসের মাধ্যমে বের করতে পারবেন।
GPF Slip from ibas++ DDO Account 2023 । আইবাস++ থেকে GPF একাউন্ট স্লিপ বের করার নিয়ম
হিসাবের বিস্তারিত আসে, কিন্তু ব্যালেন্সের কিছুই দেখায় না। এরকম হলে উপকারিতা কিভাবে পাবো
অনুগ্রহ করে এই জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করুন। ওপেনিং ব্যালেন্স আপডেট করলে সবই ঠিক হয়ে যাবে।
খুবই ভালো। আংশিক হিসাব আসছে। আশা করি জুলাই মাসের শেষের দিকে পরিপূর্ণ হিসাবটা পাব।
জি হয়ে যাবে।
MdBazlur rahman 859@Gmail.com
জিপিএফের ওপনিং ব্যালান্স অনেক কম দেখাচ্ছে, এটা আপডেট করবে কোন অফিস, আমি হিসাব রক্ষণ অফিসে যোগাযোগ করেও এর কোন প্রতিকার পায়নি।
অবশ্যই হিসাবরক্ষণ অফিস।
আমি আজকে চেক করলাম।শুধু এক মাসের টাকা দেখানো হচ্ছে।বিস্তারিত জানালে খুশি হব।তবে অনেক ভাল কাজ হয়েছে এটি।অনেক কষ্ট লাগব হলো।
অনুগ্রহ করে হিসাবরক্ষণ অফিসে ওপেনিং ব্যালেন্স এবং কর্তন সমূহ একবার এন্ট্রি করে নিন। পরবর্তীতে আর কোন সমস্যার হবে না। কোন বছরই আর ঝামেলা পোহাতে হবে না।
ইএফটি করার পূর্বের ব্যালেন্স গুলো নির্ভূল ভাবে শো করবে তো ?
হিসাবরক্ষণ অফিসে যোগযোগ করে ঠিক করে নিতে হবে যদি না ঠিকভাবে এন্ট্রি দেওয়া হয়ে থাকে। সুবিধা হচ্ছে একবার ঠিক করে নিয়ে প্রতি বছরের জন্য নিশ্চিন্ত।
very good system
ইএফটি হবার পুর্বে আমাকে যে স্লিপ দেয়া হয়েছিল তারসাথে অন লাইনের ওপেনিং ব্যালান্সের কোন মিল নেই। কি করব স্যার.
হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করে একবার ঠিক করে নিন। আর কোনদিনও পুনরায় ঠিক করতে হবে না।
umonir884@gmail. com
Amr gpf to show kore na doesn’t match dekhai
হিসাবরক্ষণ অফিসে যোগযোগ করে লিংক করিয়ে নিন। আর চেক করুন যে, ঐ এনআইডি দিয়া ইএফটি সম্পন্ন করেছেন কিনা।
আমার আগে ও পরে যারা এবং আমার সাথে যারা gpf account open করেছে সবার gpf balance ঠিক দেখাচ্ছে কিন্তু আমার gpf balance অনেক কম দেখাচ্ছে।EFTএর পরের blance দেখাচ্ছে, আগের balance দেখাচ্ছে না।আমার করনীয় কি?
হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করুন ম্যানুয়ালি ঠিক করে দিবে।
ansaraliacctt@gmail.com
স্যার আমার হিসাব নাম্বার ছিল ১৪৮০৮৫ এখন দেখাছে ১০৮০৮৫ কি করনীয়।
হিসাবরক্ষণ অফিসে কথা বলুন। ঠিক করে দিবেন। ১৪৮০৮৫ নম্বর সম্বলিত কোন প্রমানক সহ হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করুন।
আমি জিপিএফ হিসাব খুলেছি অনলাইনে ২৪/০৫/২০২২ এ। নাম্বারও পেয়েছি। কিন্তু জিপিএফ হিসাব চেক করতে গেলে লেখা আসে NID নম্বর ম্যাচ করছে না। এখন সমাধান কি?
আপনি কোন এনআইডি ব্যবহার করেছেন আপনার ফিক্সশন কপিতে চেক করুন এবং ইএফটিতে কোন নম্বর দিয়েছেন এবং তা চেক করে ট্রাই করুন। তাতেও না হলে হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করে ঠিক করে নিন।
দেখা যাচ্ছে না কেন
অপেক্ষা করুন। ঠিক হয়ে যাবে।
Amar gpf korton hocche thik kintu gpf sub ledger e subscription dekhacche na.
Er solution ki???
Nid:19893614476122036
২০২১-২২ অর্থ বছর সিলেক্ট করতে হবে। যদি তাও না আসে তবে হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করুন।
In my mobile does not come OTP for GPF Balance. But message regularly come for salary information.
Please help me.
Mobile: 01706682119
অনুগ্রহ করে অপেক্ষা করুন। সার্ভার আপগ্রেডেশন চলছে।
কেমন করে জিপি এফ দেখবো, একটু বলে দিলে খুব ভালো হতো
সার্ভারে কাজ চলছে তাই আপনি পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট হতে বের করতে পারবেন না। ডিডিও’র মাধ্যমে আইবাস++ হতে এবং একাউন্টস অফিস হতে বের করা যাবে।
ব্যক্তিগত হিসাব ঘরে বসে নিজে বের করা যাবে?
আপতত বন্ধ আছে। আশা করছি কিছু দিনের মধ্যেই নিজেই চেক করতে পারবেন। বর্তমানে আপনি আইবাস++ হতে ডিডিও আইডি’র মাধ্যমে জিপিএফ স্লিপ বা লেজার বের করতে পারবেন। https://technicalalamin.com/ibas-gpf-management-%e0%a5%a4-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ab-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa/