আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

পূরণকৃত আয়কর রিটার্ন ফরম ২০২৪ । সরকারি চাকুরিজীবীর পূরণকৃত আয়কর দাখিলের নমুনা ফরম সংগ্রহ করুন

আমরা নতুন যারা আয়কর রিটার্ণ দাখিল করি। আমরা সহসা বুঝতে পারি না যে, আমার ফরমটি সঠিক ভাবে পূরন করা হয়েছে কিনা। কারও একটা দাখিলকৃত বা পূরণকৃত ফরম যদি পেতাম তাহলে মিলিয়ে নিতে সহজ হত। আপনার এ সমস্যা সমাধানের জন্যই যথাযথভাবে পূরণকৃত একজন দক্ষ আয়কর দাখিলকৃত ব্যক্তি কর্তৃক পূরণকৃত ফরমের নমুনা আপনার জন্য নিচে উপস্থাপন করা হলো।

আয়কর রিটার্ণ ফরম ২০২৪ । পূরণকৃত আয়কর রিটার্ন ফরম ২০২৪

রিটার্ণ ফর্ম ডাউনলোড

যা পাবেন প্রদত্ত PDF ফরম হতে

  • ১। করদাতার ব্যক্তিগত তথ্য যেভাবে পূরণ করবেন। (স্বামী স্ত্রী দু’জনেই করদাতা হলেও)-প্রথম
  • ২। করদাতার আয় বিবরণী যেভাবে পূরণ করবেন।
  • ৩। আয়ের বিস্তারিত বিবরণী সম্বলিত তফসিল।
  • ৪। তফসিল-৩ (বিনিয়োগ জনিত কর রেয়াত)।
  • ৫। আয়কর রিটার্ণের সাথে দাখিলকৃত দলিলপত্রাদির তালিকা।
  • ৬। পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী।
  • ৭। পারিবারিক ব্যয় যেভাবে সমন্বয় করে ১৬ ও ১৭ ক্রমিনের বিয়োগফল শুণ্য করবেন।
  • ৮। জীবন যাত্রার মান সম্পর্কিত তথ্যাদি।
  • ৯। ফরম পূরণের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশাবলী।

চাকুরিজীবীর পূরণকৃত আয়কর দাখিলের নমুনা ফরমটি সংগ্রহ করে মিলিয়ে নিতে পারেন আপনার পূরণকৃত ফরমের সাথে: ডাউনলোড

সংগ্রহে রাখুন আয়কর ফরমের নতুন ও পুরতন ভার্সন: নতুন ভার্সন, পুরাতন ভার্সন

 

আরও দেখুন:

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *