সরকারি কর্মচারীগণের বেতন বিল হতে কর্মচারী কল্যাণ বোর্ডের তহবিলে প্রতি মাসে ৫০ টাকা কর্তন করা হয়। কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মচারীদের জন্য কিছু চিকিৎসা সুবিধা প্রদান করে থাকে।
সারসংক্ষেপ:
- চাকুরীজিবীর নিজের চিকিৎসার জন্য অনুদানের আবেদন করতে পারে।
- পরিবারের সদস্যদের চিকিৎসায় ব্যয়ের জন্য অনুদানের আবেদন করতে পারে।
- সাধারন চিকিৎসার মুল ভাউচারগুলো যুক্ত করে আবেদন করতে হয়।
- আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে করতে হয়।
- এটি একটি দারুণ সুবিধা।
- এ সুবিধা সকল কর্মচারীগণই গ্রহণ করতে পারেন।
- এপিঠ ওপিঠ প্রিন্ট দিতে হবে।
কল্যাণ তহবিল হতে সাধারন চিকিৎসার অনুদানের আবেদন ফরমের PDF কপি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড