সম্প্রতি হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনেকেই পদগুলো হতে পদোন্নতি সময়সীমা, পদ্ধতি জানতে আগ্রহী। কেউ কেউ কোন পদ হতে কতদূর যাওয়া যায় বা সর্বোচ্চ কোন পদ পর্যন্ত পদোন্নতির বিধান রয়েছে তা জানতে চাচ্ছেন। তাদের জন্যই আজকের এ পোস্ট তুলে ধরা হলো।
পদোন্নতির ধাপগুলো এ রকম হয়: জুনিয়র অডিটর- অডিটর-এসএএস অধীক্ষক-নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা -উপ-পরিচালক-পরিচালক
অডিটর থেকে এসএএস অধীক্ষক (সুপার) পদে পদোন্নতি
- অডিটর ১১ গ্রেডের কর্মচারী অন্যদিকে এসএএস অধীক্ষক (সুপার) ১০ গ্রেডের কর্মচারী
- এসএএস অধীক্ষক পদে পদোন্নতি পেতে অডিটর পদে ৫ বছর ফিডার পদে চাকরীর বয়স পূর্ণ হতে হয়।
- প্রতিটি পদোন্নতির ক্ষেত্রে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
জুনিয়র অডিটর থেকে অডিটর পদে পদোন্নতি
- জুনিয়র অডিটর ১৬ গ্রেডের কর্মচারী অন্যদিকে অডিটর ১১ গ্রেডের কর্মচারী
- অডিটর পদে পদোন্নতি পেতে জুনিয়র অডিটর পদে ৩ বছর ফিডার পদে চাকরীর বয়স পূর্ণ হতে হয়।
- প্রতিটি পদোন্নতির ক্ষেত্রে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
অফিস সহকারী (LDA) থেকে অডিটর পদে পদোন্নতি
- অফিস সহকারী (LDA) ১৬ গ্রেডের কর্মচারী অন্যদিকে অডিটর ১১ গ্রেডের কর্মচারী
- অডিটর পদে পদোন্নতি পেতে অফিস সহকারী পদে ৩ বছর ফিডার পদে চাকরীর বয়স পূর্ণ হতে হয়।
- প্রতিটি পদোন্নতির ক্ষেত্রে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
সূত্র সমূহ:
জুনিয়র অডিটরের exgam kobe hobe
ভাই এইচএসসি পাশেই কি জুনিয়র অডিটর অটোমেটিক পদোন্নতি পাবে।
না অনার্স/ডিগ্রি পাশ করা লাগবে?
যে পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগে তা থাকতে হবে।
computer typist post teke auditor hoa jabe ki na?
সকল দপ্তরেই কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে হতে পদোন্নতির সুযোগ রয়েছে। আপনি সিজিএ হিসাব বিভাগের নিয়োগ বিধিমালা দেখে নিশ্চিত হউন প্লিজ।
সিজিএ কম্পিউটার টাইপিস্ট পদ কোন পদে কত বছর পর প্রমোশন হয় জানাবেন। এবং সিজিএ নিয়োগ বিধি যদি দিতেন