২০২০-২১ অর্থ বছরে অর্থ আইন ২০২০ এ যে পরিবর্তন গুলো আনা হয়েছে তা দেখে নিতে পারেন। আজই সংসদে পাশ হলো অর্থ আইন ২০২০। আমরা আজ আয়কর বিষয়ক উল্লেখযোগ্য পরিবর্তন গুলো দেখে নিব।

এক নজড়ে পরিবর্তন

১। কর হার হ্রাস করা হয়েছে যে ক্ষেত্রগুলোতে:

  • ব্যক্তি শ্রেণীর আয়সীমা ৩ লক্ষ টাকা করা হয়েছে।
  • সর্বনিম্ন ৫% করা হয়েছে। সর্বোচ্চ হার ২০% করা হয়েছে।

২। কোম্পানি কর হার হ্রাস:

  • পাবলিক লিমিটেড কোম্পানির কর হার ৩২.৫ এ নামিয়ে আনা হয়েছে।
  • অন্যান্য করহার অপরিবর্তিত।

৩। উৎসে করহার হ্রাস:

  • চাউর, গম, আলু, পেয়াজ, রসুনসহ ২৬ ধরনের পন্যের উৎসে কর ২% করা হয়েছে।
  • স্ক্র্যাপ সরবরাহে উৎসে কর হার ০.৫% করা হয়েছে।
  • পোলট্রি ফার্মের কাচামালে ২% করা হয়েছে।

৪। রপ্তানি খাতের করহার হ্রাস ও প্রণোদনা

  • পোষাকখাতে গ্রীণ কারখানার জন্য ১০% এ নামিয়ে আনা হয়েছে।
  • রপ্তানি পর্যয়ে কর কর্তনের হার ০.৫% এ আনা হয়েছে।

৫। প্রাইভেট কারে গাড়ির অগ্রিম আয়কর

  • ১৫০০ পর্যন্ত ২৫০০ টাকা করা হয়েছে।
  • ৩৫০০ সিসি ২,০০,০০০ টাকা করা হয়েছে।

৬। অর্থনীতিতে অর্থ প্রবাহ বৃদ্ধি ও গতি সঞ্চার

  • অস্থাবর সম্পদের ক্ষেত্রে কর হার ১০% এবং
  • স্থাবর সম্পত্তির জন্য হ্রাসকৃত করহার করা হয়েছে।

৭। টেকসই বন্ড মার্কেট বিকাশে নীতি সহায়তা

  • বন্ডে ১০% কর্তন করা হয়েছে।

বর্তমানে ২৬টি শিল্পখাতে এবং ১৯টি ভৌত অবকাঠামোতে নির্মান ভৌগলিক অবস্থান ভেদে বিভিন্ন মেয়াদে এবং হারে কর অবকাশ সুবিধা আছে।

অর্থ আইন, ২০২০ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন: ডাউনলোড

অর্থ আইন গেজেট ২০২০ : ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2984 posts and counting. See all posts by admin

One thought on “নতুন বাজেটে আয়কর বিষয়ক পরিবর্তন এসেছে এক নজড়ে দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *