চলমান কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা ও সরকারের কৃচ্ছ্র সাধন নীতির আলোকে চলতি অর্থ বছরের (২০২০-২০২১) অবশিষ্ট সময়ে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় নতুন কোন পূর্তকাজ (নির্মাণ/ স্থাপনা) এর কার্যাদেশ (Notification of Award) প্রদান করা যাবে না।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
ব্যয় ব্যবস্থাপনা-৬ শাখা
www.mof.gov.bd
নং-০৭.১৫৬.০২৬.০০.০১.২০০৪(অংশ-২)-২২৩; তারিখ: ২৬ এপ্রিল ২০২১ খ্রি:
পরিপত্র
বিষয়: চলতি অর্থবছরে (২০২০-২০২১) পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় নতুন কোন পূর্ত কাজ (নির্মান/ স্থাপনা) এর কার্যাদেশ (Notification of Award) প্রদান না করা সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, চলমান কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা ও সরকারের কৃচ্ছ্র সাধন নীতির আলোকে চলতি অর্থ বছরের (২০২০-২০২১) অবশিষ্ট সময়ে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় নতুন কোন পূর্তকাজ (নির্মাণ/ স্থাপনা) এর কার্যাদেশ (Notification of Award) প্রদান করা যাবে না।
০২। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় এ পরিপত্রের আওতা বর্হিভূত থাকবে।
০৩। এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।
(মুহাম্মদ ইসমাঈল)
সিনিয়র সহকারী সচিব
ফোন: ০২-৯৫৫০৭৩০
নতুন কোন পূর্ত কাজ (নির্মান/ স্থাপনা) না করা সংক্রান্ত: ডাউনলোড