২০২১-২২ বৎসরের বেতন-ভাতার উপর উৎসে আয়কর প্রদানের হিসাব বিবরণী তৈরি করুন আপনি নিজেই। এই এক্সেল সীটে আপনার ব্যক্তিগত তথ্যগুলো ইনপুট করে বের করে ফেলুন আপনার প্রদেয় করের পরিমান। এটি একটি সহজ প্রক্রিয়া সূত্র ও কিছু তথ্য দেয়া আছে শুধুমাত্র ফাঁকা ঘরগুলোতে আপনার তথ্যগুলো ইনপুট দিন।

কর্মকর্তার নাম
পদবী :
কর্মস্থল :
টিআইএন : …….., সার্কেল-০০০, কর অঞ্চল-০০, ঢাকা

আয়ের বিবরন মূল বেতন/হার মাস/সংখ্যা টাকার পরিমান

(ক) প্রদেয় করযোগ্য আয়

  • ১২ মাসের মূল বেতন ৫৬০৩০*১২ =  ৬৭২৩৬০
  • ০২ উৎসব ভাতা ৫৬০৩০* ২ =  ১১২০৬০
  • সর্বমোট = ৭৮৪৪২০

(খ) কর রেয়াতযোগ্য বিনিয়োগ

  • ১২ মাসের ভবিষ্য তহবিল ১৪০০৮* ১২ =  ১৬৮০৯৬
  • ১২ মাসের কল্যাণ তহবিল ১৫০*১২ =  ১৮০০
  • ১২ মাসের যৌথ বীমা তহবিল ১০০*১২ = ১২০০

অন্যান্য অনুমোদনযোগ্য বিনিয়োগ (জীবন বীমা, পেনশন স্কীম, অনুমোদিত তহবিলে দান/জাকাত, স্টক, শেয়ার, ডিপিএস, সেভিংস সার্টিফিকেট ইত্যাদি)- যদি থাকে ডিপিএস ১০০০০ মাসিক হারে বিনিয়োগ অনধিক ৬০০০০ এবং জীবন বীমা (১২২৪৫ + ১২৭১০) এবং সঞ্চয় পত্রে বিনিয়োগ ২০০০০০) ৬৫৪৯৫৫ 
সর্বমোট= ৮২৪১৩১

(গ) কর নির্ধারন প্রকৃত প্রদেয় করযোগ্য আয়

  1. প্রদেয় করযোগ্য আয় ৭৮৪৪২০
  2. করমু্ক্ত আয়সীমা ৩০০০০০.০০

প্রকৃত প্রদেয় করযোগ্য আয় (১)-(২)= ৪৮৪৪২০.০০
নীট প্রদেয় কর (ঘ) (৩) প্রকৃত প্রদেয় করযোগ্য আয়ের উপর আয়কর- গ এর আয়কর স্লাব অনুযায়ী ৪৭৬৬৩.০০
(৪) কর রেয়াত (খ) এর ১৫% অথবা (ক) এর ২৫% এর ১৫% অথবা ১,৫০,০০,০০০.০০ এর ১৫% যা কম ২৯৪১৫.৭৫
প্রদেয় বাৎসরিকরের নীট করের পরিমান (৩)-(৪) = ১৮২৪৭.২৫

(ঙ) প্রদেয় মাসিক নীট করের পরিমান (ঘ)/১২ ১৫২১.০০ কথায়ঃ এক হাজার পঁচশত একুশ টাকা মাত্র
তারিখঃ ২০/০৭/২০২০

কর্মকর্তার স্বাক্ষর ও সীল

** ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন হলে নূন্যতম আয়কর হবে ৫০০০ টাকা, অন্যান্য সিটি কর্পোরেশন হলে নূন্যতম আয়কর হবে ৪০০০ টাকা এবং জেলা, উপজেলা ও অন্যান্য ক্ষেত্রে হলে নূন্যতম আয়কর হবে ৩০০০ টাকা।

 

২০২০-২১ অর্থ বছরের সরকারি কর্মকর্তা/কর্মচারীদের আয়কর বের করার এক্সেল শীটে: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2983 posts and counting. See all posts by admin

4 thoughts on “সরকারি কর্মচারীদের আয়কর বের করার Excel Sheet । Income Tax Calculation in XLS Sheet

  • আমি গত ৪/৫ বছ্র পূর্বে শেয়ার বাজারে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেছি, কিন্তু টেক্স এ দেখাই নি। এ বছ্র দেখালে কোন অসুবিধা হবে কি? আর কত টেক্স দিতে হবে। জানালে উপকৃত হব।

  • দেখাতে পারেন।

  • বেসরকারি অস্থায়ী চাকরিজীবীর আয়কর রিটার্ণ ফরমএ এক্সেল ফরম্যাটএ একটি নমুনা দিলে খুবি উপকৃত হব । উদাহ্পরনসহঃ যেমন পরিসম্পদ ( ঢাকা সিটিতে ২রুমের টিন সেড নিজের থাকার বাড়ী+গ্রামে কিছু ধানি জমি+অন্য টাউনে ১.৫শতক জমি+সঞ্চয়পত্র ইত্যাদি)) যার মূল্য ৪০লাখ টাকার বেশী । বাতসরিক আয় ৪০০০০০/- বেশী নয়।

  • এটি ডাউনলোড করুন। এটি দিয়েই দাখিল করতে পারবেন। তাছাড়া বর্তমানে অনলাইনেও দাখিল করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *