ব্যাংক নমিনি পরিবর্তন / সংযোজন আবেদন নমুনা।
বর্তমানে ব্যাংক নমিনি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। সঞ্চয়পত্র মুনাফা বা শেয়ার বাজারের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন হয়ে থাকে। তাছাড়া ডিপিএস বা যে কোন সঞ্চয় করতে ব্যাংক হিসাব জরুরি তাই নমিনি এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার হিসাবে বর্তমান নমিনি পরিবর্তন বা একাধিক নমিনি সংযোজন করতে আপনি নিচের আবেদন ফরমটি ব্যবহার করতে পারেন।
তারিখ:
ম্যানেজার
সোনালী ব্যাংক লিমিটেড
টাঙ্গাইল বাজার শাখা
টাংগাইল।
বিষয়: নমিনি পরিবর্তন/সংযোজন প্রসংগে।
মহোদয়,
আমি নিম্ন স্বাক্ষরকারী আপনার শাখার একজন হিসাবধারী যার নম্বর……………………………বর্তমানে আমি উক্ত হিসাবের নমিনি পরিবর্তন করতে ইচ্ছুক।
এমতাবস্থায় আমার উক্ত হিসাবের পুরাতন নমিনি পরিবর্তন/সংযোজন করে নতুন নমিনি সংযোজন করে বাধিত করবেন।
আপনার বিশ্বস্ত
স্বাক্ষর:
নাম:
ঠিকানা:
বর্তমান নমিনি:…………………………………………………………………পুরাতন নমিনি
ব্যাংক নমিনি পরিবর্তন / সংযোজন আবেদন নমুনা: ডাউনলোড
প্রশ্ন: একধিক নমিনি কি যুক্ত করা যাবে?
উত্তর: অবশ্যই একাধিক নমিনি যুক্ত করা যাবে। বর্তমান নমিনি ব্যবস্থায় ক্রমিক নং ১ বা ২ দিয়ে নমিনি সংযোজন করা যাবে।
ব্যাংক নমিনি পরিবর্তন