পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

পরিবারের সদস্যদের আনুতোষিক ও মাসিক পেনশন প্রাপ্তির ক্ষেত্রসমূহ।

একজন সরকারি কর্মচারী জীবিত থাকা অবস্থায় পরিবারের অন্য সদস্যগণ পেনশন বা আনুতোষিক প্রাপ্য হবেন না। পেনশনার বা কর্মচারী কেবল মাত্র মৃত্যুতেই পরিবারের কোন সদস্য আনুতোষিকের অংশ বা পেনশন পেতে পারেন। মাসিক পেনশন কেউ কেউ ধারনা করেন যে, পেনশনার বিকল বা ভারসাম্য হারালে পরিবারের অন্য কোন সদস্য পেনশন পাবেন, ব্যাপারটি এরকম নয়, তার পক্ষে অন্য কেউ পেনশন তোলার ক্ষমতায়ন হতে পারেন কিন্তু অন্য কেউ পেনশন পাবেন না। যে সকল ক্ষেত্রে স্ত্রী/ স্বামী, সন্তান্ত বা অন্য সদস্য গণ আনুতোষিক অথবা পেনশন পাবেন তা পেনশন সহজীকরণ আদেশ ২০২০ এর সংযোজনী-১৯ মোতাবেক তুলে ধরা হলো। 

১) নিম্নোক্ত ক্ষেত্রসমূহে পরিবারের সদস্যগণ আনুতোষিক প্রাপ্য।

ক) কর্মরত অবস্থায় কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে; এবং

খ) অবসরগ্রহণের পর আনুতোষিক মঞ্জুরির পূর্বে কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে।

২) নিম্নোক্ত ক্ষেত্রসমূহে পরিবারের সদস্যগণ মাসিক পেনশন প্রাপ্য:

ক) কর্মরত অবস্থায় কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে;

খ) অবসরগ্রহণের পর অবসর ভাতা মঞ্জুরির পূর্বে কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে ; এবং

গ) পেনশন ভোগরত অবস্থায় কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে।

তবে কর্মচারীর মৃত্যুতে আনুতোষিকের অংশ পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে বন্টন হবে। সকলের পক্ষে স্ত্রী/ স্বামী পেনশন উত্তোলন করলেও আনুতোষিকের অংশ পরিবারের অন্য সদস্যগণ প্রাপ্য। অন্যদিকে যদি স্ত্রী বা স্বামী না থাকে তবে উত্তরাধিকারী আইন অনুসারে পেনশন বন্টন হবে।

পরিবারের সদস্যদের আনুতোষিক ও মাসিক পেনশন প্রাপ্তির ক্ষেত্রসমূহ।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *