পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

পেনশন সংক্রান্ত ২৮টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর (সূত্র সহ)।

সরকারি চাকরিজীবীদের জন্য পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট নামে একটি সেল গঠন করা হয়েছে এবং এর জন্য আলাদা ওয়েবসাইটও তৈরি করা হয়েছে যেখানে পেনশন সুবিধাকে সহজীকরণের উদ্যোগ নেয়া হয়েছে। একজন পেনশনধারীকে যেন লাইনে দাড়িয়ে পেনশন তুলতে না হয় সেজন্য EFT সুবিধার আওতায় আনা হয়েছে পেনশন প্রদান পদ্ধতিকে। পেনশনধারীদের অধিকার প্রদাণে বর্তমান সরকার সকল ডিজিটাল পদক্ষেপ গ্রহণ করেছেন। নিচে পেনশন সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর প্রদান করা হলো। 

১। পারিবারিক পেনশন কখন থেকে চালু হয় ?

উত্তর : ০১/০৬/১৯৯৪ খ্রি: হতে। সূত্র: ফাইন্যান্স এন্ড রেভিনিউ ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চের মেমো নং- ২৫৬৬(৪০)-এফ, তারিখ: ১৬/০৪/১৯৫৯ খ্রিস্টাব্দ, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- অম/অবি/বিধি-১/৩পি-২/২০০৫(অংশ-১)/৫, তারিখ: ২৭/০১/২০০৯ খ্রিস্টাব্দ অনুসারে পূর্ণ হারে আজীবন পারিবারিক পেনশন পাবেন।

২। কারা কারা আজীবন পেনশন পাবে ?

উত্তর : মূল পেনশনার, স্ত্রী এবং প্রতিবন্ধী সন্তান।সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- অম/অবি/বিধি-১/৩পি-৩/২০০৫/৩৭৬, তারিখ: ১৩/১১/২০০৭ খ্রিস্টাব্দ, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- অম/অবি/বিধি-১/বিবিধ-৩/২০০৬/৪০৬, তারিখ: ১৩/১১/২০০৭ খ্রিস্টাব্দ

৩। স্ত্রীর পেনশন স্বামী পাবে কি ?

উত্তর : আজীবন পাবে, তবে পেনশনারের অবসর গ্রহণ হতে ১৫ বৎসরের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, স্বামীর পেনশন বন্ধ হয়ে যাবে। সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৩.১৮-১৩৮, তারিখ: ১৪/১১/২০১৮ খ্রিস্টাব্দ

৪। ধরা যাক ১ম স্ত্রী নি: সন্তান, ২য় স্ত্রীর ৪ সন্তান, এমতাবস্থায় কে কত শতাংশ পাবে?

উত্তর : মোট পেনশন ১৬আনা। স্ত্রী সন্তান মিলে ৪ জনের অধিক হলেই ২ জন স্ত্রী ৪+৪ আনা পাবে, বাকী ৮ আনা সমান হারে সন্তানদের মাঝে বন্টন হবে। অর্থাৎ ১ম স্ত্রী ৪ আনা আর ২য় স্ত্রী সন্তানদের অংশ সহ (৪+৮)=১২ আনা পেনশন পাবে। সূত্র: ফাইন্যান্স এন্ড রেভিনিউ ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চের মেমো নং- ২৫৬৬(৪০)- এফ, তারিখ: ১৬/০৪/১৯৫৯ খ্রিস্টাব্দ

৫। শতভাগ পেনশন সমর্পণ করতে পারবে না কখন থেকে ?

উত্তর : ০১/০৭/২০১৭খ্রি: হতে। সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৫.১৬-০৬, তারিখ: ০৯/০১/২০১৭ খ্রিস্টাব্দ

৬। বিধবা বা তালাক প্রাপ্ত কন্যাগণ পেনশন পাবে কি ?

উত্তর : স্বামী-স্ত্রীর অবর্তমানে সর্বোচ্চ ১৫ বৎসরের অবশিষ্ট সময়টুকুর জন্য পেনশন পাবে। সূত্র: বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের স্মারক নং- সিএজি/পদ্ধতি-২/৪৬১/(খন্ড ৪)/২৮৯/(১), তারিখ: ২০/১০/২০০২ খ্রিস্টাব্দ
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- অম/অবি/বিধি-১/৩ পি-২/২০০৫(অংশ-১)/৫, তারিখ: ২৭/০১/২০০৯ খ্রিস্টাব্দ

৭। শতভাগ সমর্পণকারী পেনশনার মারা গেলে পরিবারবর্গ উৎসব ভাতা পাবে কি ?

উত্তর : যোগ্য ওয়ারিশ থাকলে পাবে, তবে তাহা ০১/০২/২০১৬খ্রি: হতে পাবে, তাহার পূর্বের কোন বকেয়া পাবে না। সূত্র:অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- ০৭.০০.০০০০.১৭১.১৩.০১৩.১৩-৭২, তারিখ: ১১/০৭/২০১৬ খ্রিস্টাব্দ

৮। একজন চাকুরীজিবী কত বৎসর চাকুরী করলে পেনশন পাবে ?

উত্তর : সর্বনিম্ন ৫ বৎসর। সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৬.১৫-৮১, তারিখ: ১৪/১০/২০১৫ খ্রিস্টাব্দ

৯। পেনশনারগণ ২৫০০ টাকা চিকিৎসা ভাতা কখন পায় ?

উত্তর : ৬৫ বৎসর পূর্ণ হলে। সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এস.আর.ও নং ৩৬৯-আইন/২০১৫{চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫}

১০। আমার পিতার জন্ম ০১/০১/১৯৪৮ সালে, তাহলে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী কি কি সুবিধা পাবে?

উত্তর : ৫০% পেনশন বৃদ্ধির সুবিধা পাবে। সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এস.আর.ও নং ৩৬৯-আইন/২০১৫

১১। সরকারী কর্মচারীর মত পেনশনার ও কি “বাৎসরিক ইনক্রিমেন্ট” পাবে ?

উত্তর : হ্যাঁ, পাবে। তবে ০১/০৭/২০১৭ হতে কার্যকর হবে। সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৫.১৬-০৬, তারিখ: ০৯/০১/২০১৭ খ্রিস্টাব্দ

১২। পেনশনারদের জন্য ২টি উৎসব ভাতা কখন চালু হয় ?

উত্তর : ০১/০৭/২০০৮ ইং হতে। সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং-অম/অবি/বিধি-১/চা:বি:-৩/২০০৪/৯৯, তারিখ: ২৪/০৬/২০০৮ খ্রিস্টাব্দ

১৩। পেনশনারগণ নববর্ষ ভাতা পাবে কি ?

উত্তর : হ্যাঁ, পাবে। এপ্রিল/২০১৭ হতে পাবে। সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এস.আর.ও নং ৩৬৯-আইন/২০১৫

১৪। আমার চাকুরী ৬ বৎসর পূর্ণ হয়েছে, সেচ্ছায় অবসরে যেতে পারব কি ?

উত্তর : না, তবে কেউ অসুস্থ হলে মেডিকেল বোর্ড কর্তৃক অক্ষমতা সনদের পর তা নির্বাহী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হলে মঞ্জুরী সাপেক্ষে অক্ষমতা পেনশনে যাওয়া যায়। সূত্র: গণকর্মচারী (অবসর) আইন, ১৯৭৫ বিএসআর পার্ট-১ এর বিধি-৩২২

১৫। একটানা কত মাস যাবৎ পেনশন না নিলে পরবর্তীতে পেনশন নিতে হলে পেনশনার কর্তৃক আবেদন দাখিল করতে হবে কি?

উত্তরঃ একটানা ১২ মাস যাবৎ পেনশন না নিলে পরবর্তীতে পেনশন নিতে হলে পেনশনার কর্তৃক আবেদন দাখিল করতে হবে অথবা স্বশরীরে উপস্থিত হয়ে পেনশন নিতে হবে। সূত্র: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং-অম/অবি/বিধি-১/৩ পি-২/২০০৫(অংশ-১)/৫, তারিখ: ২৭/০১/২০০৯ খ্রিস্টাব্দ

১৬। গুরতর অসুস্থ পেনশনারকে ইএফটি’র আওতায় আসতে  হলে পেনশনারকে উপস্থিত থাকতে হবে কিনা?

উত্তরঃ না, এমতাবস্থায় সংস্লিস্ট পে পয়েন্ট অফিস তার নিজস্ব নিয়মে বা ব্যবস্থাপনায় পেনশনারকে ইএফটির আওতায় আনবে।সূত্র: হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের স্মারক নং-০৭.০৩.০০০০.০১০.০৮.৮৩৯.১৮-৩৭৫, তারিখ: ২৮/০৭/২০১৯ খ্রিস্টাব্দ

১৭। পেনশন ইএফটি হলে কতদিন পর পর একাউন্টস অফিসে আসতে হবে?

উত্তরঃ পেনশন ইএফটি হলে ১১ মাসে একবার একাউন্টস অফিসে আসতে হবে। সূত্র: হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের স্মারক নং-০৭.০৩.০০০০.০১০.০৮.৮৩৯.১৮-৩৭৫, তারিখ: ২৮/০৭/২০১৯ খ্রিস্টাব্দ

১৮। কল্যাণ কর্মকর্তা কে এবং তাঁর কাজ কী ?

উত্তর : অবসরগমনকারী সরকারী কর্মচারীগণের পেনশন কেইস প্রক্রিয়াকরণে সহায়তা প্রদানের জন্য প্রত্যেক মন্ত্রনালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর পেনশন কেইস প্রক্রিয়াকরণে সরাসরি সম্পৃক্ত একজন কর্মকর্তাকে কল্যাণ কর্মকর্তা হিসাবে মনোনয়ন প্রদান করেন। পেনশন কেবাস নিস্পত্তিতে তিনি সমন্বয়ক হিসাবে কাজ করেন। সূত্র: সরকারী কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ,২০২০ এর ২.০১

১৯। প্রত্যাশিত শেষ বেতনপত্র (ইএলপিসি) কখন জারী করতে হয় ?

উত্তর : সরকারী কর্মচারী অবসর-উত্তর ছুটিতে গমনের ১১(এগার) মাস পূর্বে প্রত্যাশিত শেষ বেতনপত্র (ইএলপিসি) জারী করবেন। সূত্র: সরকারী কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ,২০২০ এর ২.০৫

২০। সাময়িক পেনশন বলতে কি বোঝায় ?

উত্তর : যে সকল পেনশন কেইস না-দাবি প্রত্যয়নপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রাদির অভাবে নিস্পত্তি করা সম্ভব হয়না সেই সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীর/উপযুক্ত উত্তরাধিকারীর আবেদনক্রমে প্রাপ্য আনুতোষিকের শতকরা ৮০ ভাগ এবং প্রাপ্য নিট পেনশন সাময়িকভাবে প্রদান করতে হবে- এটাই সাময়িক পেনশন। সূত্র: সরকারী কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ,২০২০ এর ২.১১

২১। পেনশন পুন:স্থাপন বলতে কী বোঝায় ?

উত্তর : শতভাগ পেনশন সর্মপনকারী সরকারী কর্মচারীগণ অবসরগ্রহণের তারিখ হতে ১৫ বছর সময় অতিক্রান্তের পর মাসিক পেনশনের সুবিধাপ্রাপ্ত হবেন- এটাই পুন:স্থাপিত পেনশন। সূত্র: সরকারী কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ,২০২০ এর ২.১৩

২২। শতভাগ পেনশন সর্মপনকারী সরকারী কর্মচারীগণ পুন:স্থাপিত পেনশন সুবিধা প্রাপ্ত হবার পূর্বে মারা গেলে ১৫ বছর পূর্তিতে তার বৈধ্য উত্তরাধিকারীগণ কী পুন:স্থাপিত পেনশন সুবিধা পাবেন ?

উত্তর : প্রাপ্য হবেন না। সূত্র: সরকারী কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ,২০২০ এর ৪.০১

২৩। শতভাগ পেনশন সর্মপনকারী সরকারী কর্মচারীগণ পুন:স্থাপিত পেনশন সুবিধা প্রাপ্ত হবার পূর্বে মারা গেলে ১৫ বছর পূর্তিতে তার বৈধ উত্তরাধিকারীগণ কোন ধরণের পেনশন সুবিধা পাবেন ?

উত্তর : সর্মপিত পারিবারিক পেনশন সুবিধা প্রাপ্য হবেন। অর্থ্যাৎ মাসিক পেনশন ব্যতিত অন্যান্য ভাতাদি (উৎসবভাতা, চিকিৎসাভাতা, নববর্ষভাতা) পাবেন। সূত্র: অর্থবিভাগের স্মারক নং: ০৭.০০.০০০.১৭১.১৩.০১৩.১৩-৭৪ তারিখ: ০৩.০৮.২০১৭ খ্রি.

২৪। পেনশনারের “জীবন প্রমান (Life Verification)” কী?

উত্তর : জিএফআর এর বিধি ….অনুযায়ী প্রতি এগারতম মাসে পেনশনারকে স্বশরীরে পে পয়েন্টে হাজির হয়ে জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে-এটাই জীবন প্রমান (Life Verification)। ইএফটি প্রহণরত পেনশনারগণের ক্ষেত্রেও উক্ত বিধি প্রযোজ্য। সে আলোকে EFT গ্রহণরত পেনশনারগণকে EFT পেমেন্ট শুরুর সময় হতে ১১ তম মাসে স্বশরীরে পে পয়েন্টে হাজির হয়ে Life Verification সম্পন্ন করতে হবে। সূত্র: জিএফআর

২৫। পেনশনারকে “জীবন প্রমান (Life Verification) এর বিষয়টি পূর্বেই অবহিত করা হয় কী ?

উত্তর : হ্যাঁ । পেনশনারকে ১০ মাসে মোবাইল ফোনে এসেএমএম এর মাধ্যমে অবহিত করা হয়। সূত্র: স্মারক নং- সিএও/পিএফএম/সিজিএ যোগাযোগ/৪৩/১৩৮ তারিখ: ০৫.১২.২০১৯ খ্রি.

২৬। পেনশনার যথাসময়ে “জীবন প্রমান (Life Verification) সম্পন্ন না করলে কী পেনশন বন্ধ হয়ে যাবে ?

উত্তর : হ্যাঁ, স্বয়ংক্রিয়ভাবে পেনশন পেমেন্ট বন্ধ হয়ে যাবে। সূত্র: স্মারক নং- সিএও/পিএফএম/সিজিএ যোগাযোগ/৪৩/১৩৮ তারিখ: ০৫.১২.২০১৯ খ্রি.

২৭। “জীবন প্রমান (Life Verification) এর জন্য যে পে পয়েন্ট হতে পেমেন্ট করা হচেছ পেনশনারকে কী সেই পে পয়েন্টেই যেতে হবে, না যেকোন পে পয়েন্টে যেতে হবে?

উত্তর : যে কোন পেনশনার যে কোন পে-পয়েন্ট হতে Verified হতে পারবে। পেনশনার তার সুবিধাজনক যে কোন পে পয়েন্ট হতে Verified হতে পারবে। সূত্র: স্মারক নং- সিএও/পিএফএম/সিজিএ যোগাযোগ/৪৩/১৩৮ তারিখ: ০৫.১২.২০১৯ খ্রি.

২৮। সরকারী কর্মচারীর মত পেনশনার ও কি “বাৎসরিক ইনক্রিমেন্ট” পাবে ?

উত্তর : হ্যাঁ, পাবে। তবে ০১/০৭/২০১৭ হতে কার্যকর হবে। সূত্র:অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৫.১৬-০৬, তারিখ: ০৯/০১/২০১৭ খ্রিস্টাব্দ

সূত্র: পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট ওয়েব সাইট

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

24 thoughts on “পেনশন সংক্রান্ত ২৮টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর (সূত্র সহ)।

  • আমার মা সরকারী চাকুরী করতো কারা অধিদপ্তরে কারারক্ষী পদে। কর্তব্যরত অবস্থায় থাকাকালীন তিনি শারিরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু কারা কর্মকর্তাগণ তাকে সরকারী বিধি মোতাবেক মেডিক্যাল লিভ ভোগ করতে দেননি। এমনকি তাকে একাধিক কর্মকর্তা এবং কর্মচারী মিলে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে বলেন। তিনি তাদের কথামতো ১ লা জানুয়ারী’ ২০১৪ সালে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তার জন্ম তারিখ ০৫ ফেব্রুয়ারী ১৯৬৬ সে মোতাবেক তিনি আরো ১২ বছরের অধিক চাকুরী করতে পারতো। বর্তমানে তিনি মেডিক্যাল ভাতা বাবদ মাসিক ১৫০০ টাকা এবং বাৎসরিক অন্যান্য উৎসব ভাতা পান।
    এমতাবস্থায় তিনি কিভাবে এর চেয়ে বাড়তি সুবিধা পেতে পারেন। অনুগ্রহ করে জানালে উপকৃত হবো।

  • হ্যাঁ তখন তিনি মেডিকেল লিভ নিতে পারতেন। কর্তৃপক্ষ দেয়নি তাতে কিছু করণীয় নাই। তবে তার পেনশনে যাওয়ার বয়স ১৫ বছর পূর্ণ হলে তিনি পেনশন পুন:স্থাপন করতে পারবেন। তবে তার আগে সরকার কোন সুসংবাদ যদি দেন তবে পেনশন পুন:স্থাপিত হতেই পারে।

  • আমার পিতা সরকারিপ্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ থেকে২০০২ সালে ১ জুন অবসরে চলে গেলেও তিনি ২০১৭ সালে অক্টোবর মাস পর্যনত মাসিক মেডিকেল ভাতা নিয়ে আসছিলেন,, তিনি হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে আর কোন ভাতা আনতে পারেন নি,,, এমতাবস্থায় পেনশনার আমার পিতা ২০১৮ সালে ২৫ ফেব্রুয়ারী মৃত্যু বরন করেন,, কিনতু অবসর যাওয়ার ১৫/১৬ হলে নমিনী হিসেবে আমার মা নামে পুনঃপেনশনসেকশন হবে নি,,

  • আপনাদের উচিৎ ছিল পেনশন পুন:স্থাপন করা। তবুও হিসাবরক্ষণ অফিসে যোগযোগ করে দেখুন।

  • আমার বাবা মৃত্যুর পর আমার মা পেনশন পেয়ে আসতেছেন,পেনশন বইয়ে আমার মার জন্ম সালের সাথে আইডি কার্ডের জন্ম সাল ১৫ বছরের কম আছে। অর্থাৎ পেনশন বইয়ে জম্মসাল ১৯৪২ আর আইডি কার্ডে ১৯৫৮ সাল। এখন আমার করণীয় কি।

  • মায়ের জন্ম সনদ বা পেনশন বইয়ের কপিসহ নির্বাচন কমিশনের স্থানীয় অফিসে যোগাযোগ করুন।

  • আমার বাবা পি আর এল এ যাবে আগামী ০৭•০৭•২০২২ ইং তারিখে এখন ওনার কি করনীয়? জানালে উপকৃত হতাম।

  • আমার বাবার প্রথম স্ত্রী মৃত সেই ঘরে ছয় মেয়ে সবাই বিবাহিত, এবং দ্বিতীয় স্ত্রী জিবিত সেই ঘরে দুইজন মেয়ে বিবাহিত এবং একটি ছেলে। পেনশন কে পাবে।।

  • প্রাথমিক সিদ্ধান্ত ২য় স্ত্রী পাবেন। আপনার বাবা কবে পেনশনে গিয়েছেন?

  • ত্রিশ বছরেরও পূর্বে তালাক হয়ে যাওয়া প্রথম স্ত্রী বা তার সন্তান কি পেনশন/উত্তরাধিকার দাবী করতে পারে যাদের সাথে কোনপ্রকার সামাজিক সম্পর্ক নেই? বর্তমানে দ্বিতীয় স্ত্রী যিনি নমিনি ও তাদের একজন প্রাপ্তবয়ষ্ক ছেলে সন্তান রয়েছেন।

  • দ্বিতীয় স্ত্রী দাবী করতে পারে না। কিন্তু আপনার ভাই অর্থাৎ পেনশনারের ওরশজাত সন্তান দাবি করতে পারে। দাবী করতে পারে এমন সদস্য
    দেখুন

  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারিরা কি মাসিক পেনশন পাবে?

  • না। সরকারি এ ব্যাপারে উদ্যোগ গ্রহন করবে ঘোষণা দিচ্ছে।

  • আমার বাবার প্রতি মাসে পেনশনের EFT বন্ধ হয়ে যায় এর পরে Dhaka AG অফিসে একজনের সাথে কথা বললে ওই মাসের বিল টা পাই। কিন্তু পরবর্তী মাসে আবার একই সমস্যা দেখা দেয় এর স্থায়ী সমাধান কি?

  • এমনটি হওয়ার কথা নয়। আপনি আগে খোজ নিন যে, আপনার বাবার পেনশনটি পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্টের আওতায় এসেছে কিনা। পেনশন সম্পর্কিত সাহায্যে কল করুন- +880 9609 000 555

  • আমার বাবা,মা দুই জনই মারা গেছেন তাদের চিকিৎসা ভাতা কি আমি পাব

  • পেনশনে যাওয়ার ১৫ বছরের মধ্যে মারা গেলে সন্তান চিকিৎসা ভাতা পাবেন। আবার প্রতিবন্ধী সন্তান থাকলেও আজীবন পাবেন। অন্যথায় নয়।

  • আমার বাবা ২০০৭ সালে অবসর নেন,২০০৮ এ এল.পি.আর. এ যান।ওনি পেনসন বিক্রি করে আসেন, সরকার যে ১৫ বছর উত্তীর্ণ হলে পেনশনের আওতায় আনবেন সিদ্ধান্ত নিয়েছেন, এটা কার্যকর। যদি হয় তবে আমার বাবা ২০২২ নাকি ২০২৩ থেকে পেনশন সুবিধা পাবেন?

  • হ্যাঁ। অবশ্যই তিনি এ সুবিধা পাবেন। ১৫ বছর পূর্ণ হলেই হিসাবরক্ষণ অফিসে আবেদন করে সুবিধাটি নিয়ে নিবেন।

  • একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা মারা গেছেন। ডেলিভারী হতে গিয়ে। তিনি হিন্দু। তার ২ কন্যা জীবিত আছে । স্বামী আছে ।পিতা মাতা ভাই আছে । কে কে পেনশন, কল্যাণ তহবিলের টাকা পাবে?

  • স্বামী পাবে।

  • অক্ষমতাজনিত পেনশনে গেলে কত টাকা কল্যাণ মঞ্জুরি পাওয়া যায়? জানালে উপকৃত হব।

  • কর্তৃপক্ষ অক্ষমতার অনুসারে এটি নির্ধারণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *