নৈমিত্তিক । অর্জিত । মাতৃত্বকালীন

প্রথম নিয়োগের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন ২০২১

A female enters into Government Service at her first appointment with a child less than 6 (Six) months of age and applies for maternity leave, such leave shall be grant for a period which may be extended up to the date untill the child attains its age of 6 (six) moths.”

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-১ শাখা

প্রজ্ঞাপন

তারিখ: ১১ এপ্রিল ২০২১

এস.আর.ও নং ৯৩-আইন/২০২১। -গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের শর্তাংশে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সহিত পরামর্শক্রমে, Bangladesh Service Rules (Part-1) এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিলেন, যথা:-

উপরি-উক্ত Rules এর rule 197 এর Sub-rule (1) এর পরিবর্তে নিম্নরূপ Sub-rule (1) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(i) Where is a female Government servant applies for maternity leave, the authority mentioned in rule 149 or, rule 150, as the case may be, shall grant such leave for a period of 6 (Six) months from the date of commencement of the leave or her confinement for the purpose of delivery, whichever is earlier;

Provided that if a female enters into Government Service at her first appointment with a child less than 6 (Six) months of age and applies for maternity leave, such leave shall be grant for a period which may be extended up to the date untill the child attains its age of 6 (six) moths.”

২। ইহা অবিলম্বে কার্যকর হইবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

মো: গোলাম মোস্তফা

অতিরিক্ত সচিব

প্রথম নিয়োগের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন ২০২১: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *