প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি প্রজ্ঞাপন ২০২২
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট, সিএ কাম উচ্চমান সহকারী, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর এর পদনাম উপ-প্রশাসনিক কর্মকর্তা ও প্রধান সহকারী, ট্রেজারি হিসাব রক্ষক, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান সহকারী এর পদনাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং উচ্চমান সহকারী এর পদনাম উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদনামে পরিবর্তন করা হয়েছে। এসব পদ হতে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
প্রশাসন-৩ শাখা
নং-০৫.০০.০০০০.১১২.১২.০০৩.২২-২২২ তারিখ : ২৯ মে ২০২২
প্রজ্ঞাপন
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ২৪ মে ২০২২ তারিখের ৮০.০০.০০০০.১১০.১২.০০৩.২২-১৭৫ সংখ্যক স্মারকে প্রাপ্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সুপারিশ মােতাবেক নিম্নবর্ণিত উপ-প্রশাসনিক কর্মকর্তা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তাগণ’কে (পূর্বতন অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম উচ্চমান সহকারী, প্রধান সহকারী, ট্রেজারী হিসাবরক্ষক, পরিসংখ্যান সহকারী, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর) জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর ১৬,০০০-৩৮,৬৪০/-টাকা (১০ম গ্রেড) বেতন স্কেলে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি প্রদান করা হলাে।
০২। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৬.০৫.২০২২ তারিখের ০৫.০০.০০০০.১১২.১৫.০০৯.২১-২০৬ সংখ্যক স্মারকমূলে অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম উচ্চমান সহকারী, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর এর পদনাম উপ-প্রশাসনিক কর্মকর্তা ও প্রধান সহকারী, ট্রেজারি হিসাব রক্ষক, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান সহকারী এর পদনাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং উচ্চমান সহকারী এর পদনাম উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদনামে পরিবর্তন করা হয়েছে। অর্থ বিভাগের ২২.৫,২০২২ তারিখের ০৭.১৫২.০১৫.০৫.০০.০০২.২০১৩-৪২৩ সংখ্যক স্মারকে উক্ত পদনাম পরিবর্তনের জি.ও পৃষ্ঠাংকন করা হয়েছে।
০৩। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে
(রিপন চাকমা)
উপসচিব
ফোন +৮৮ ০২-৫৫১০০৬৮২
ই-মেইল: adminfa@mopa.gov.bd
প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি প্রজ্ঞাপন ২০২২ : ডাউনলোড