বাংলাদেশ সার্ভিস রুল (২৭) বহি: বাংলাদেশে ছুটি ভোগরত অবস্থায় উক্ত পদটি বিলুপ্ত করা হলে, তাহা দূতাবাসের মাধ্যমে জানাইতে হবে। ২৮, ২৯, ৩০, ৩১ নম্বর বিধিগুলোর প্র্রয়োগ নাই। (৩২) গেজেটেড কর্মকর্তা ছুটি হইতে প্রত্যাবর্তনের পর প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের নিকট রিপোর্ট করিবেন। A gazetted Government servant, on return from leave, must report his return to Government.
ছুটি শেষে কত দিনের মধ্যে যোগদান করতে হবে?
বিশ্লেষণ: ছুটি হইতে প্রত্যাবর্তনের পর যোগদানপত্র দাখিলের মাধ্যমে প্রত্যাবর্তনের বিষয়টি রিপোর্ট করিতে হইবে। এই বিধি অনুরূপ বিধান এফ আর (এস আর) ২৪০ তে সন্নিবেশিত আছে।
(৩৩) দুই মাসের অধিককাল ছুটি ভোগের পর গেজেটেড কর্মকর্তা তাহার পদায়নের আদেশ গ্রহণ করিবেন। অনধিক দুই মাসের ছুটি ভোগের পর অন্যকোন আদেশ না দেওয়া হইলে পূর্ব পদেই যোগদান করিবেন।
বিধি-(৩৪) অন্য কোন বিশেষ আদেশ না থাকিলে ছুটি মঞ্জুরের তারিখের ৩৫ দিনের মধ্যে ছুটি আরম্ভ হইবে।
চিকিৎসা ছাড়াও বিভিন্ন উদ্দেশ্যে বহি: বাংলাদেশ ছুটি নেয়া যায়
Caption: Source of information
বিশ্লেষণ: বহি: বাংলাদেশ ছুটি মঞ্জুরের তারিখ হইতে ৩৫ দিন পর্যন্ত আদেশটি কার্যকর থাকবে অর্থাৎ ৩৪ দিনের মধ্যে আপনাকে ছুটি আরম্ভ করতে হইবে।
বহিঃ বাংলাদেশ ছুটি মঞ্জুরী সংক্রান্ত নির্দেশাবলী দেখুন: ডাউনলোড
ব্যক্তিগত কারণে কত দিনের ছুটি একসাথে নেয়া যায়?
ব্যক্তিগত বা পারিবারিক কারণ: নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর বিধি-৩(১) (ii) অনুয়ায়ী একজন কর্মচারী ব্যক্তিগত বা পারিবারিক কারণে এককালীন সর্বোচ্চ ৪ (চার) মাস পর্যন্ত গড় বেতনে ছুটি ভোগ করিতে পারেন।
https://www.youtube.com/watch?v=z41Qljk66ps
বহিঃবাংলাদেশ ছুটি সর্বনিম্ন কত দিন মঞ্জুর করা যাবে।
পারিবারিক বা ব্যক্তিগত কারণে সর্বোচ্চ ৩ মাস মঞ্জুর করা যায়। সমস্ত ছুটিই বহি:বাংলাদেশে মঞ্জুর করা যাবে। অসুস্থ্যতা জনিত চিকিৎসা কারণে ৬ মাস বা অধিক মঞ্জুর করা যেতে পারেন।
অনুমতি নিয়ে বিদেশ ভ্রমণের পর নির্ধারিত তারিখে দেশে ফিরে না এসে পদত্যাগপত্র পাঠালে গ্রহণযোগ্য হবে কিনা ? এ বিষয়ে বিধি কি । জানালে খুশি হতাম।
পদত্যাগ পত্র যোগদানপূর্বক প্রদান করা যায়। আপনি যেহেতু ছুটিতে আছে তাই পদত্যাগপত্র গ্রহণ যোগ্য হবে। ৫ বছর অতিক্রম হলে কোন অনুমতি বৃদ্ধি না করলে এমনটিতেই চাকরি হতে অব্যাহতি পাবেন। তবে সরকারের আর্থিক ক্ষতি, অডিট আপত্তি বা কোন পাওনা থাকিলে অব্যাহতি পাবেন না বা পদত্যাগপত্র গৃহীত হবে না।
বহি বাংলাদেশ ছুটি কী কী কারণে নেওয়া যাবে?
দেশের বাহিরে গেলেই নেয়া যাবে। তীর্থস্থান দর্শন, নিজ বা পরিবারের কারও চিকিৎসার জন্য।
বিদেশ ভ্রমনের ক্ষেত্রে সরকারি আদেশ (জিও) হওয়ার কতদিন পর্যন্ত এর মেয়াদ থাকে?
৩৫ দিন পর্যন্ত।
প্রথমে ভারত তারপর আরব যেতে চাই একি ছুটিতে ভারত থেকে আরব এভাবে জিও নেয়া যাবে কি? আর কতো দিন তীর্থ ভ্রমণের ছুটি নেয়া যাবে।
যাবে। কারণ জিও কোন নির্ধারিত দেশ উল্লেখ করে জিও জারি করতে পারবে না।
অনুমোদিত ছুটি ৭ দিন ভারতে গিয়েকিছুটি বাড়ানো সম্ভব
প্রযোজ্য বা এড়ানো সম্ভব না হলে ছুটি বাড়ানো যায়।
হজ্জ পালনের উদ্দেশ্যে যে তারিখ থেকে বহি বাংলাদেশ ছুটি মঞ্জুর হয়েছে তার অল্প কিছুদিন আগে বহি বাংলাদেশ যাওয়া যাবে কিনা
যদি প্রকৃত যাত্রার তারিখ উল্লেখ থাকে তবে মঞ্জুরীর পরই যাওয়া যাইবে।
আমি যদি চিকিৎসার জন্য ইউরোপের কোন দেশে যেতে চাই সেক্ষেত্রে আমি কি জিও পাবো? পেলে কতো দিনের বা
পাবেন। প্রয়োজন অনুসারে সর্বোচ্চ ৪ মাসের।
সরকারি চাকুরিজিবির বিনা অনুমতিতে বিদেশ ভ্রমনে শাস্তি কি
সাময়িক বরখাস্ত হতে পারে এবং বিভাগীয় মামলা হতে যে কোন শাস্তি আসতে পারে।
মঞ্জুরি কৃত বহি বাংলাদেশ ছুটি ভোগ করতে না চাইলে বা 35 দিন পার হয়ে গেলে, কি করা উচিত?
ছুটি বাতিলের আবেদন করতে হবে। অন্যথায় সার্ভিস বুকে এন্ট্রি হয়ে যেতে পারে।
আমার মেডিকেল ছুটি ১৭/৫/২৩ অনুমোদন হয়েছে। তারপর ভারতের ভিসা করতে দিয়েছি ভিসা চলে এসেছে ম্যাসেজ পেয়েছি।এবার অফিস আদেশ নিয়ে যেতে হবে। প্রশ্নহলো (১) ছুটি অনুমোদন হওয়ার কতদিনের মধ্যে অফিস আদেশ নিতে হবে? (২) অফিস আদেশ যেদিন নেব সেদিন হতেই কি ছুটির দিন গননা শুরু হবে?
প্রকৃত ভোগের তারিখ হতে কার্যকর উল্লেখ থাকলে সমস্যা না। তবে অর্জিত ছুটি মঞ্জুরের ৩৫ দিনের মধ্যে ভাগ করতে হয়।
বহি:বাংলাদেশ ছুটি মঞ্জুর হয়েছে ৩০ দিন। বিদেশ ঘুরে দেশে ফিরেছি ১৫ দিনের মধ্যে। এখন অবশিষ্ট ১৫ দিন ছুটি দেশে ভোগ করে নির্ধারিত ৩০ দিন পর যোগদান করা যাবে কি না?
না। ফিরেই যোগদান করবেন। অবশিষ্ট ছুটি বাতিল করে জমা রাখবেন।
ছুটি পাওনা সাপেক্ষে বহি: বাংলাদেশ ছুটি বছরে কতবার নেওয়া যায় ।
নির্ধারিত নেই। প্রয়োজন অনুসারে ইচ্ছামত নেয়া যাবে। কর্তৃপক্ষ সদয় থাকলে।
আমার বহি বাংলাদেশ ছুটির জিও হওয়ার পর ৩৫ দিন পার হয়ে গেছে। ভিসা দেরীতে হওয়ায় যেতে পারিনি এখন কি করব।
সমস্যা নাই। কর্তৃপক্ষের সাথে আলোচনা করুন। যদি প্রকৃত যাত্রার তারিখ উল্লেখ করা হয় তবে কোন ঝামেলাই নাই।
আমার বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জারী হয়েছে ০১/০৮/২৩৷ ভিসার আবেদন করে ভিসা প্রাপ্তির তারিখ দিয়েছে ০৩/০৯/২৩৷
এখন আমি যদি ছুটির আদেশ জারীর ৩৫ দিনের মধ্যে না যেতে পারি তখন কি করবো?
০১/০৮/২৩ এই তারিখে জারিকৃত আদেশ দিয়ে কি আমি সেপ্টেম্বরে ১৫ তারিখ যেতে পারবো?
আমার বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জারী হয়েছে ০১/০৮/২৩৷
আদেশ জারীর পর ভিসার জন্য আবেদন করি৷ ভিসার আবেদন করার পরে ভিসা দেয়ার ডেইট দিয়েছে ০৩/০৯/২৩৷
এখন এই ০১/০৮/২৩ এ জারীকৃত আদেশ দিয়ে কি আমি ১৫/০৯/২৩ ভ্রমন করতেে পারবো? নাা পারলে করনীয় কী?
অথবা প্রকৃত যাত্রার তারিখ হতে উল্লেখ থাকলে পারবেন অন্যথায় পারবেন না।
একই নম্বর ও তারিখে সংশোধিত আদেশ জারি করাবেন।
জরুরী
:- আমি বহিঃবাংলাদেশ আবেদন করি ১/০৭/২০২৩ হতে ১৫/০৭/২০২৩ ই তারিখ পর্যন্ত
বিভিন্ন দাপ্তরিক কারনে বিগত ২৭/০৮/২৩ তারিখে ছুটি ভোগের তারিখ হতে ১৫ দিন মর্মে ছুটি অনুমোদন হয়।
এখন এই এ জারীকৃত আদেশ দিয়ে কি আমি ৩০/১০/২৩ তারিখে ভ্রমন করতেে পারবো? নাা পারলে করনীয় কী? দয়া করে জানাবেন
প্রকৃত যাত্রার তারিখ থেকে কার্যকর কথাটি লেখা থাকলে পারবেন অন্যথায় পারবেন না।
জরুরী সাহায্য :-
:- আমি বহিঃবাংলাদেশ আবেদন করি ১/০৭/২০২৩ হতে ১৫/০৭/২০২৩ ই তারিখ পর্যন্ত
বিভিন্ন দাপ্তরিক কারনে বিগত ২৭/০৭/২৩ তারিখে ছুটি ভোগের তারিখ হতে ১৫ দিন মর্মে ছুটি অনুমোদন হয়।
এখন এই এ জারীকৃত আদেশ দিয়ে কি আমি ৩০/১০/২৩ তারিখে ভ্রমন করতেে পারবো? নাা পারলে করনীয় কী? দয়া করে জানাবেন
পারবেন।
ওমরাহ করার জন্য ২৮,৮,২৩ থেকে ১১,৯,২৩ পর্যন্ত্ অথবা যাত্রার তারিখ হতে ১৫দিন ছুটি মঞ্জুর হয়েছে। এমতাবস্থায় সর্বোচ্চ কত দিনের মধ্যে যেতে হবে। ওমরাহ জন্য ৬মাস পর্যন্ত মেয়াদ থাকে সঠিক কিনা ?
প্রকৃত যাত্রার তারিখ উল্লেখ করা থাকলে কোন সমস্যা নাই।
বহিঃ বাংলাদেশ ছুটি মঞ্জুর ১৫ দিন্। দেশ ত্যাগ ১৪.০৫.২৩ , ফেরত ২৫.০৫.২৩ মোট ভোগ ১২ দিন। তবে ১২ ও ১৩ মে এবং ২৬ এবং ২৭ মে সাপ্তাহিক ছুটি ছিল। এখানে মোট ভোগকৃত ছুটি কতদিন হবে?
ছুটি একাধারে হিসাব করা হয়। ১৪.০৫.২৩ হতে ১২ দিন হবে। আপনি ২৮ মে তারিখ যোগদান করবেন। ১৪ দিনই ছুটি ভোগ দেখানো হবে। ০১ দিন ছুটি বাতিল করে জমা দেখাবে।
আমি চিকিৎসার জন্য ইন্ডিয়ায় 45 দিনের ছুটিতে আছি। আগামী মাসের ৮/১০/২৩ তারিখে আমার ছুটি শেষ হবে। ছুটি বাড়ানোর জন্য একটা আবেদনপত্র লিখতে হবে কিভাবে লিখব এটা একটা নমুনা দিলে ভালো হতো।
ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট নেওয়া যাবে। ছুটি বাড়ানোর নিয়ম কি?
সার্জেন্ট/ অপূর্ব কুমার বাড়ৈ
২৩তম ব্যাচ/২০১৫
ডিএমপি ঢাকা
নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯ মোতাবেক ছুটি বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন। প্রথমত ছুটির হিসাব এবং অর্জিত ছুটির ফর্ম পূরণপূর্বক বহিঃ বাংলাদেশ ছুটি বৃদ্ধির জন্য আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি পূর্বের বা যথা নিয়মেই হবে।
চিকিৎসা জনিত বহিঃবাংলাদেশ ছুটি ৩০ দিন, ডাক্তার দেখানোর পর ওষুধ দিয়ে বলেছে ৬০ দিন পর অপারেশন করানোর জন্য। এখন দেশে চলে আসলে আবার যেতে কি পুনরায় ছুটি নিতে হবে? অথবা অন্য কোন উপায় যদি থাকে জানালে উপকৃত হব।
পুনরায় জিও নিতে হবে।
আমার চিকিৎসার জন্য বহিঃবাংলাদেশ ০১/১০/২০২৩ হতে ১৯/১০/২০২৩পর্যন্ত ছুটি। তবে ২০ ও ২১ তারিখ সরকারি ছুটি আছে। তবে২২তাং প্রতিষ্ঠানে যোগদান করলে কোন সমস্যা/বর্ধিত ছুটির প্রয়োজন আছে কি? জানালে উপকৃত হব।
বহিঃ বাংলাদশে ছুটি মঞ্জুর সংক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিপত্রটা প্রয়োজন
আমি নিজ স্ত্রীর চিকিৎসা জনিত কারনে ৪৫ দিনের বহি; বাংলা ছুটিতে ভারত গমন করি। চিকিৎসা শেষ না হওয়ায় ডাক্তারের পরামর্শ ও সনদ সহ, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার, চেন্নাই এর মাধ্যমে আমার ছুটি বৃদ্ধি ও ভারতে অবস্থানের অনুমতি সহ কতৃপক্ষের নিকট আবেদন প্রেরন করি।
চিকিৎসা শেষ করে মনজুরকৃত ৪৫ দিনের অতিরিক্ত ৬৯ দিন অতিবাসকাল গড় বেতনে ছুটি মন্জুরের আবেদন করি। উল্লেখ্য আমার ২২৮ দিন গড় বেতনে ছুটি পাওনা রয়েছে। আমি এজি কর্তৃক ছুটি প্রাপ্যতা সনদ সংযুক্ত করি।
কর্তৃপক্ষ ৬৯ দিনের মধ্যে ১৪ দিন গড় বেতনে এবং ৫৫ দিন বিনা বেতনে অসাধারণ ছুটি মন্জুরের আদেশ দিয়েছেন।
প্রশ্ন হলো আমার গড় বেতনে ছুটি পাওনা সত্ত্বেও
আমাকে বিনা বেতনে অসাধারণ ছুটি মন্জুরের আদেশ দেয়া কি বিধি সম্মত হয়েছে?
না হলে আমি কিভাবে এর প্রতিকার পেতে পারি?
আইনের বিধান কি?
সমস্যা হবে না।
এখানে দেখুন https://plandiv.portal.gov.bd/sites/default/files/files/plandiv.portal.gov.bd/notices/6444454a_1ab6_45a2_8fda_65564451823b/19%20(1).pdf
যায়। কর্তৃপক্ষ রূষ্ট অথবা সন্তুষ্ট না হলে বিনা বেতনে ছুটি মঞ্জুর করতে পারেন। এটির বিরূদ্ধে কোন কিছু করা যাবে না আইনগতভাবে।
ইংল্যান্ড এ একটি অনুষ্ঠানে আমার আম্মাকে নিয়ে অংশগ্রহণ করতে চাই। বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ কতদিনের বহিঃবাংলাদেশ ছুটি পাওয়ার সম্ভাবনা আছে বা সার্ভিস রুল অনুযায়ী নিয়ম কি?
৩-৬ মাস নিতে পারবেন।
আমার স্ত্রীর বহিঃ বাংলাদেশ ছুটি জিও আদেশ ২৮/০১/২৪ থেকে ১ মাস। ২৭/০১/২৪ তারিখ অফিসে জয়েন করে বিকালে ভারতে ঢুকতে পারবে কি না?
অপরাহ্নে পারবে।
ভুতাপেক্ষভাবে বহিঃবাংলাদেশ ছুটি মঞ্জুরীর সুযোগ আছে কি না?
না।
৭ দিনের বহিবাংলাদেশ ছুটি শেষ হবে ১৫/০৩/২০২৪ তারিখে। যদি ১৮/০৩/২০২৪ তারিখে ভারত থেকে আসা যাবে কিনা?
ছুটি শেষ হলে অবস্থান করতে পারেন না।
আমি উমরাহের জন্য আবেদন করছি গতবছর।ছুটি মন্জ্ঞুর হয়েছে ২৫/৪/২০২৩ইং থেকে।এখন এই জিও দিয়ে কি এই মাসে উমরাহ করতে যেতে পারব?জিওতে উল্লেখ আছে ২৫/৪/২০২৩অথবা ভ্রমণের দিন থেকে ছুটি শুরু হবে।
যদি ৩৫ দিন মেয়াদ কিন্তু এমন অর্ডার দিয়ে অনেকেই ভ্রমণ করছে কোন সমস্যা হচ্ছে না।
ওমরাহ পালনের জন্য আমার ২৫/০৪/২৪ তারিখ থেকে অথবা ছুটি ভোগের তারিখ হতে ১৫দিনের ছুটি মঞ্জুর হয়েছে, আমি কি ২০/০৪/২৪ তারিখ থেকে ছুটি ভোগ করতে পারব?
ইনশাল্লাহ পারবেন। ছুটি ভোগের তারিখ হতে কার্যকর রয়েছে।
আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আমার তীর্থস্থান ভ্রমণের জন্য গত 27.07.2023 তারিখ বহিঃ বাংলাদেশ ছুটি অনুমোদিত হয়েছিল। জিওতে লেখা ছিল 18.11.23 তারিখ অথবা যাত্রা শুরুর তারিখ থেকে 10 দিন। কিন্তু আমার ভিসা করতে দেরি হয়। আমি ভিসা পেয়েছি 2024 সালের 20মে পর্যন্ত। এখন আমি কী এই জিও দিয়ে এপ্রিল মাসে বিদেশ যেতে পারব? উল্লেখ্য ওয়েব সাইটে আমার জিও অর্ডার মুছে ফেলা হয়েছে। কী করনীয়?
জিও রিনিউ করতে হবে অথবা নতুন করে জারি করতে হবে। যদি প্রকৃত যাত্রার তারিখ হতে কার্যকর কথাটি উল্লেখ থাকতো তবে আপনি সেটি দিয়েই ভ্রমণ করতে পারতেন।
GO date 18/10/23
Travelling time mentioned in GO 1/10/23 to 15/10/23 or from the commencement date to 15 days.
Now i want to visit India on 4th April 2024 to 13th April’24.
Bangladesh immigration a ki kono problem korte pare?
না। আমার জানা মতে কোন সমস্যা করে না। চলতি মাসে আমার কলিগও গেল গত বছরের জিও দিয়ে।
আমার ছুটি পাশ হয়েছে গত 07.02.2024 তারিখে। ছুটির order এ লেখা আছে নির্দিষ্ট করে তারিখ হতে অথবা ছুটি ভোগের তারিখ হতে 35 দিন পযর্ন্ত।এখন ভিসা করতে দেরী হওয়া এবং ডাক্তারের suggestion অনুযায়ী আমাকে August মাসে যেতে হবে।তখন এই ছুটির order নিয়ে আমি কি 35 ইন্ডিয়ায় ছুটি কাটাতে পারবো? উল্লেখ্য আমার ছুটি মেডিকেল ছুটি।
পারবেন।
আমার বহি: বাংলাদেশ ছুটি ভোগের জন্য আদেশ ছিল ২৫/০৪/২০২৪ খ্রি: থেকে ২৪/০৫/২০২৪ খ্রি: পর্যন্ত ৩০ দিন অথবা ছুটি ভোগের তারিখ থেকে ৩০ দিন। আমার ভিসা পেতে অনেক বিলম্ব হওয়ায় পরবর্তীতে এ্যাপোয়েনমেন্ট তারিখ জুনের ২১ তারিখ নিয়েছি।
এখন প্রশ্ন হলো যাত্রার তারিখ ছুটি শুরুর তারিখ থেকে ৩৫ দিন অতিক্রম হওয়ায় এখন কি সংশোধিত জিও এর জন্য আবেদন করতে হবে নাকি এই জিও দিয়ে বহি: বাংলাদেশ ভ্রমণ করা যাবে।
যাবে। ৩৫ দিন মেয়াদ হলেও আমার জানা মতে কারও কোন সমস্যা হয়নি। ভ্রমণ করে এসেছেন।
আমি সরকারি চাকরিজিবী। আমেরিকা এম্বাসিতে ভিসার জন্য দাড়াতে চাই,সেক্ষেত্রে হয়ত ডেট পাব, জানুয়ারি,২০২৫ এর দিকে। G.O যদি তার আগেই হয়ে যায়,এম্বাসিতে G.O দেখানোর আগেই ৩৫ দিন শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আসলে করনীয় কি
৩৫ দিন শেষ হওয়ার পরও ঐ জিও দিয়েই অনেকে ঘুরে আসছে। সমস্যা হয় না।
আমি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হই। আমার মেয়ের চিকিৎসার জন্য আমি 30দিনের ছুটি নিয়ে ভারতে যাই। 30দিনের মধ্যে কাজ শেষ না হওয়ায় আরো 15 দিনের ছুটি নিয়। পরের 15 দিন কি বিনাবেতনের ছুটি হবে।
ছুটি জমা থাকলে পূর্ণ গড় বেতনে ছুটি হিসেবে মঞ্জুর হবে। ছুটি জমা না থাকলেই কেবল বিনা বেতনে হয় অথবা শাস্তি হিসেবে বিনা বেতনে ছুটি মঞ্জুর হয়।
১/আমার ভারত আজমীর শরীফ ভ্রমনের জন্যে জি ও আদেশ পেয়েছি ২৭/৮/২০২৪।যেখানে দেশের নাম উল্লেখ আছে।এবং ৩৫ দিনের ভেতরে যেতে হবে আবার লিখা আছে প্রকৃত ছুটি ভোগের তারিখ হইতে।আমি এখনো ভিসা পাই নি।সেক্ষেত্রে পরবর্তীতে যেতে পারবো?
২/আমার পাসপোর্ট করা এন ও সি দিয়ে।গতবছর আমার বিয়ে হয় তারপর আমার স্বামী দেশের বাইরে চলে যান।এক্ষেত্রে আমি যদি কখনো তার কাছে যেতে চাই তাহলে আমি কি জিও ছাড়া যেতে পারব?অথবা আমি যদি স্টুডেন্ট ভিসায় কোনো দেশে যেতে চাই সেক্ষেত্রে হয়ত জি ও পাবো না।তাহলে ইমিগ্রেশনে আমার কোনো প্রব্লেম হবে কি?
৩/শারীরীক অবস্থা ভাল নয় তাই ডাক্তার দেখানোর জন্যে ভারতে যাওয়ার জন্যে ছুটি চেয়েছিলাম,অধিদপ্তর থেকে গ্রান্ট করে নি আবার প্রত্যাখ্যান ও করেনি।আমাকে কিছু জানানোও হয় নাই।সেক্ষেত্রে লুকিয়ে কোনোভাবে ভারতে গিয়ে ডাক্তার দেখানো সম্ভব হবে?যদি আমার ভিসা থাকে?
১। যেতে পারবেন। ২। নিয়মত জিও নিয়ে যেতে হবে। ঝামেলা হয় না। ৩। অনেকেই লুকিয়ে যাচ্ছে। তবে জিও নিয়ে যাওয়াই ভাল তবে এক্ষেত্রে অরডিনারি পাসপোর্ট থাকতে হবে।
১/এন ও সি দিয়ে করা অর্ডিনারি পাসপোর্ট থাকলে, জি ও না নিয়ে যাওয়া যাবে?এয়ারপোর্টে কোনো ঝামেলা করবে কি?
২/আমি যদি আমার পাসপোর্ট রি ইস্যু করি সেক্ষেত্রে এন ও সি না দিয়ে পেশা পরিবর্তন করলে প্রব্লেম হবে?সার্ভারে কি নতুন পেশা দেখাবে নাকি আগের পেশা যেটা দিয়েছিলাম সেটা দেখাবে?
১। না।
২। নতুন পেশা দেখাবে।
ওমরা করার জন্য জিও জারি হয়েছে ১৫/০৮/২০২৪!যাত্রার তারিখ ছিল ১৫/০৮/২০২৪ থেকে ২৯/০৮/২০২৪ তাং পর্যন্ত ১৫ দিন অথবা ছুটি ভোগের তারিখ থেকে ১৫ দিন।এমতাবস্থায় ৩৫ দিন অতিবাহিত হওয়ার পরও উক্ত জিও দিয়ে ওমরা করা যাবে নাকি নতুন করে জিও জারি হতে হবে?
যাবে।
আসসালামুয়ালাইকুম। আমি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বহি বিশ্ব গমন ছুটি নিতে চাই ১ মাস। শুনেছি ওমরার জন্য নাকি মাত্র ১৫ দিন ছুটি মঞ্জুর করে ।এখন আমি একমাস থাকতে চাই ।তাহলে এক মাসের ছুটি কিভাবে নিতে পারি?
১ মাস চাইলে এক মাস দিবে। ছুটি আপনার জমাকৃত ছুটি হতে দেওয়া হবে। সুতরাং প্রার্থীত ছুটি কম দেওয়ার কথা নয়।
Total 7 days from 27-11-24 or whenever likes to leave
আমি কি একদিন আগে ২৬ তারিখে জেতে পারব?
না। ২৭ হতে ৭ দিন অথবা এর পর যে কোন দিন হতে ৭ দিন।