Rest and Recreation Leave Application 2025 । শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা মঞ্জুরীর জন্য আবেদনপত্র নমুনা হবে কি?
মন্ত্রণালয়, দপ্তর বা অধিদপ্তরের যে সকল কর্মকর্তা বা কর্মচারী শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তি ও ছুটি মঞ্জুরীর আবেদন করেন, তাদের বেশিরভাগ আবেদনপত্রই ত্রুটিপূর্ণ। বিগত শ্রান্তি বিনোদন ছুটির আদেশের কপি সংযুক্ত করে দিতে হবে। শ্রান্তি বিনোদন-ভাতা প্রাপ্তি ছুটি মঞ্জুরের আবেদনের ক্ষেত্রে যে সকল তথ্য উল্লেখ থাকা জরুরী তা নমুনা উল্লেখ পূর্বক তুলে ধরা হলো-Rest and Recreation Leave Application 2025
এটি কি জনস্বার্থে বন্ধ থাকতে পারে? হ্যাঁ। জনস্বার্থে ছুটি মঞ্জুর করা না হলে, পরবর্তীতে ছুটি ভোগের সময় এই ভাতা পাওয়া যাবে। অর্জিত ছুটি শ্রান্তি বিনোদন ছুটি অর্জিত ছুটির অন্তর্ভুক্ত। আপনি ছুটি ভোগ বা না কাটালেও অর্জিত ছুটির হিসাব হতে বিয়োগ হবে।
বরাবর
মহাপরিচালক
তথ্য ও যোগাযোগ অধিদপ্তর
আগারগাঁও, ঢাকা।
মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।
বিষয়: শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা মঞ্জুরীর আবেদন।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের গত ১৪/০৭/২০১৫ খ্রি: তারিখ হতে কর্মরত আছি। বিশেষ প্রয়োজনে শ্রান্তি বিনোদন ছুটিসহ ভাতার জন্য আবেদন জানাচ্ছি। প্রার্থিত ছুটির তারিখসহ প্রয়োজনীয় তথ্যাদি নিম্নে পেশ করা হলো:
১। নাম ও পদবী: রোকাইয়া তানজিলা ও সহকারী প্রোগ্রামার
২। সরকারি চাকুরিতে যোগদানের তারিখ: ১৪-০৭.২০১৫ খ্রি:
৩। জন্ম তারিখ: ১৯-১০.১৯৮৭ খ্রি:
৪। বর্তমান মূল বেতন ও পরবর্তী বেতন বৃদ্ধির তারিখ: ২৬,৭৬০/- ও তারিখ: ০১-০৭-২০১৯ খ্রি:
৫। পূর্বে শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা মঞ্জুরীর তারিখ: পাইনি। (উল্লেখ করতে হবে)
৬। পূর্বের আবেদনের তারিখ: প্রযোজ্য নয় (জানা থাকলে দিয়ে দেওয়া)।
৭। বর্তমান বছরে যে তারিখ হতে শ্রান্তি ও বিনোদন ছুটি চাওয়া হয়েছে: ১৬-০৮-২০১৮ হতে ৩০-০৮-২০১৮ খ্রি: পর্যন্ত বা ছুটি ভোগের তারিখ হতে ১৫ দিন।
অতএব, মহোদয়ের নিকট আবেদন এই যে, আমাকে ৩ (তিন) বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ১৬/০৮/২০১৮ খ্রি: তারিখ হতে ৩০/০৮/২০১৮ খ্রি: তারিখ পর্যন্ত অথবা ছুটি ভোগের তারিখ হতে ১৫ (পনের) দিনের শ্রান্তি বিনোদন ছুটিসহ ১ (এক) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসাবে মঞ্জুরী প্রদানের জন্য আপনার সদয় মর্জি হয়।
আপনার একান্ত অনুগত
তারিখ:
রোকাইয়া তানজিলা
সহকারী প্রোগ্রামার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর
শৈলকুপা, ঝিনাইদহ।
উপরোক্ত আবেদনপত্রটির PDF Format সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা মঞ্জুরীর জন্য আবেদন পত্র ও অন্যান্য যে সকল কাগজপত্র প্রমানক সহ: ডাউনলোড
শ্রান্তি বিনোদন ছুটির নিয়ম কি?
সরকারি কর্মচারীদের জন্য শ্রান্তি বিনোদন ছুটির নিয়ম হলো, প্রতি ৩ বছর পর ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটি এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ বিনোদন ভাতা পাওয়ার সুযোগ রয়েছে। এই ভাতা মূল বেতনের ভিত্তিতে হিসাব করা হয়। বিস্তারিত ছুটির মেয়াদ: ১৫ দিন। বিনোদনের ভাতা এক মাসের মূল বেতনের সমপরিমান। হিসাব ৩ বছর পূরণের পর, বা যোগদানের তারিখ থেকে ৩ বছর পর। আবেদন ৩ বছর পূরণের ১ মাস আগে আবেদন করতে হয়।
good
আমি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল , আগারগাঁও , ঢাকা-১২০৭ এ সিনিয়র স্টাফ নার্স পদে নিযুক্ত আছি । আমি সরকারি চাকুরিতে যোগদান করি ১৩-০৫-২০২০ ইং তারিখে। আগামি ১৩-০৫-২০২৩ ইং তারিখে আমার সরকারি চাকুরির মেয়াদ ৩ বছর পূর্ণ হবে। সে হিসাবে আমি আগামী ১৩-০৫-২০২৩ ইং তারিখ হতে শ্রান্তি বিনোদনের ছুটি প্রাপ্য হই। কিন্তু আমার মাতৃত্বকালীন ছুটি শেষ হবে আগামী ১৩-০৬-২০২৩ সালে । এমন্তবস্তায় আমার প্রশ্ন
১। শ্রান্তি বিনোদন ছুটির জন্য কবে নাগাত আবেদন করবো।
২। শ্রান্তি বিনোদন ছুটির সময়কাল কত থেকে দিলে ভালো হয় ।
এতে আপনার শ্রান্তি বিনোদন ছুটি পিছিয়ে যাবে। তবে আপনি আপনার জন্ম তারিখের সাথে ৫৯ যোগ করে পেনশনকাল নির্ণয় করে দেখুন শ্রান্তি ও বিনোদন ছুটি পেছানো সর্বশেষ শ্রান্তি ও বিনোদন ছুটি পিছিয়ে ক্ষতিগ্রস্ত হউন কিনা। যদি না হউন তবে ছুটি শেষে শ্রান্তি বিনোদন তারিখ আপনার ইচ্ছামত ইচ্ছুক অনুযায়ী সেট করে আবেদন করুন।