বাসা । অফিস কক্ষ । ডরমেটরী বরাদ্দ

বাসা বরাদ্দের আবেদন লিখবেন যেভাবে।

সরকারি কর্মচারীর নতুন চাকরি হওয়ার পরই পরিবার পরিজন নিয়ে কর্মস্থলে বসবাসের জন্য বাসা বরাদ্দ নেয়ার প্রয়োজন পড়ে। বাসা বরাদ্দ নিতে প্রথমে যে বিষয়টি দরকার হয় তা হলো বাসা বরাদ্দের জন্য আবেদন করতে হয়। এক্ষেত্রে বাসা খালি না থাকলে একভাবে আবেদন করতে হয়, বাসা খালি থাকলে আরেক ভাবে বাসা বরাদ্দ প্রাপ্তির জন্য আবেদন করতে হয়।

নমুনা: ০১

বরাবর
আবাসিক প্রকৌশলী
উচ্চ শক্তি প্রেরণ কেন্দ্র-২
বাংলাদেশ বেতার, সাভার, ঢাকা।

(যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে)

বিষয়ঃ এইচপিটি-২ আওতাধীন ই-২/৫বাসাটি বরাদ্দ প্রদান সংক্রান্ত।

মহোদয়,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ কবির পাটওয়ারী, উচ্চ শক্তি প্রেরণ কেন্দ্র-১, বাংলাদেশ বেতার, সাভার, ঢাকা কেন্দ্রে বর্তমানে প্রশাসনিক কর্মকর্তা পদে কর্মরত আছি। জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক গ্রেড ১০ এ মূল বেতন ১৮,৫৩০/- টাকা। আমার নামে উক্ত বাসাটি বরাদ্দ প্রদান করলে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে সুবিধা হবে।

অতএব,মহোদয়ের নিকট বিনীত নিবেদন, আমাকে আপনার দপ্তরের ই-২/৫বাসাটি বরাদ্দ প্রদানে সদয় মর্জি হয়।

বিনীত নিবেদক,

তারিখঃ

 

নমুনা: ০২

বরাবর
আবাসিক প্রকৌশলী
উচ্চ শক্তি প্রেরণ কেন্দ্র-২
বাংলাদেশ বেতার, সাভার, ঢাকা।

(যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে)

বিষয়ঃ খালি সাপেক্ষে সাভারস্থ এইচপিটি-২,বাংলাদেশ বেতার, সাভার, ঢাকার আওতাধীন বি-১ বাসাটি বরাদ্দ প্রদান সংক্রান্ত।

মহোদয়,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আমিনা খাতুন, উচ্চ শক্তি প্রেরণ কেন্দ্র-১, বাংলাদেশ বেতার, সাভার, ঢাকা কেন্দ্রে বর্তমানে অফিস সহায়ক পদে কর্মরত আছি। বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম এইচপিটি-২,বাংলাদেশ বেতার, সাভার, ঢাকার আওতাধীন বি-১ বাসাটি খালি হবে। প্রেক্ষিতে, আমার নামে উক্ত বাসাটি বরাদ্দ প্রদান করলে বসবাস করতে সুবিধা হবে। উল্লেখ্য যে, বর্তমানে আমি গ্রেড নং-২০: ৮,২৫০-২০,০১০/- স্কেলের একজন স্থায়ী কর্মচারী, আমার মূল বেতনঃ ৯,১১০/- টাকা।

অতএব, মহোদয়ের নিকট বিনীত নিবেদন, আমাকে আপনার দপ্তরের আওতাধীন বি-১ বাসাটি বরাদ্দ প্রদানে সদয় মর্জি হয়।

বিনীত নিবেদক,
তারিখ:

(আমিনা খাতুন)
অফিস সহায়ক
উচ্চ শক্তি প্রেরণ কেন্দ্র-১
বাংলাদেশ বেতার, সাভার, ঢাকা।

 

বাসা বরাদ্দের আবেদন পত্র নমুনা সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড Word File, PDF File

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *