অর্থ বিভাগের ১৪-১০-২০১৫ খ্রি: তারিখের ৮১ নং প্রজ্ঞাপনের (চ) নং অনুচ্ছেদটি ১৪-১১-২০১৮ খ্রি: তারিখের ১৩৮ নং প্রজ্ঞাপন দ্বারা প্রতিস্থাপনপূর্বক মৃত মহিলা বেসামরিক কর্মচারীর বিপত্নীক স্বামী আজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেন মর্মে বিধান করা হয়েছে।
স্বামী আজীবন পেনশন পায়? স্বামী আজীবন পেনশন পাবেন কি না, সেটা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে স্ত্রীর মৃত্যু এখানে বিবেচ্য বিষয়। যদি সরকারি চাকরিজীবী স্ত্রী মারা যান, তাহলে স্বামী আজীবন পেনশন পাবে। তবে দ্বিতীয় বিয়ে করলে এই সুবিধা বাতিল হয়ে যাবে। স্বামীর বয়স ও চাকরির অবস্থা কিছু ক্ষেত্রে, স্বামীর নিজের বয়স এবং চাকরির অবস্থাও পেনশন পাওয়ার উপর প্রভাব ফেলতে পারে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
প্রবিধি অনুবিভাগ
প্রবিধি-১, অধিশাখা।
স্মারক নং-০৭.০০.০০০০.১৭১.১৩.০০৩.১৪.৬০; তারিখ: ০৬ আগস্ট, ২০২০
সূত্র: হিসাব মহানিয়ন্ত্রকের স্মারক নং-০৭.০৩.০০০০.০১০.০৮.৩৩৭.১১(খন্ড-১)-৮৯, তারিখ: ১৪-০৭.২০২০ খ্রি:
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে প্রাক্তন সহকারী শিক্ষক মরহুমা শাহিনা হোসেনের বিপত্নীক স্বামী জনাব মোতাহার হোসেন এর আজীবন পারিবারিক পেনশন প্রাপ্যতা বিষয়ে নিম্নরূপ মতামত নির্দেশক্রমে জানানো হলো:
“অর্থ বিভাগের ১৪-১০-২০১৫ খ্রি: তারিখের ৮১ নং প্রজ্ঞাপনের (চ) নং অনুচ্ছেদটি ১৪-১১-২০১৮ খ্রি: তারিখের ১৩৮ নং প্রজ্ঞাপন দ্বারা প্রতিস্থাপনপূর্বক মৃত মহিলা বেসামরিক কর্মচারীর বিপত্নীক স্বামী আজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেন মর্মে বিধান করা হয়েছে। ফলে জনাব মোতাহার হোসেন (মৃত শাহিনা হোসেন এর স্বামী) এর পারিবারিক পেনশন ১০-১১-২০১২ তারিখ হতে বন্ধ হলেও অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত ১৪-১০-২০১৫ তারিখের ৮১ নং প্রজ্ঞাপনটি ০১-০৭-২০১৫ খ্রি: তারিখ হতে কার্যকর হওয়ায় অর্থ বিভাগের ১৪-১১-২০১৮ খ্রি. তারিখের ১৩৮ নং প্রজ্ঞাপন অনুযায়ী জনাব মোতাহার হোসেন (মৃত শাহিনা হোসেন এর স্বামী) পুনরায় বিয়ে না করে থাকলে তাঁর আজীবন পারিবারিক পেনশন ০১-০৭-২০১৫ খ্রি: তারিখ হতে নবায়নযোগ্য (পরিশোধযোগ্য) হবে।”
(ড. নাছিমা আক্তার)
উপসচিব
ফোন: ৯৫৪০১৮১
বিপত্নীক স্বামীর বন্ধ হওয়া পেনশন আজীবনের জন্য নবায়নযোগ্য: ডাউনলোড