বিভাগীয় পর্যায়ে সফটওয়্যারটি বাস্তবায়নের লক্ষ্যে টেস্ট সার্ভার আপডেট করা হয়েছে। প্রধান কার্যালয় ও প্রত্যেক বিভাগীয় কার্যলয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীগণকে নিম্নবর্ণিত লিংক ব্যবহার করে পরীক্ষামূলকভাবে আবেদন দাখিল ও অনুমােদন প্রক্রিয়া সম্পন্ন করে কোন সুপারিশ থাকলে তা আগামী ০৫ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে প্রধান কার্যালয়ে (সফটকপি নিকশ ফন্টে সহকারী প্রােগ্রামার এর ই-মেইল ঠিকানায় engr.billal09@gmail.com) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বাের্ড
জনপ্রশাসন মন্ত্রণালয় ১ম ১২ তলা সরকারি অফিস ভবন (১১ তলা)
সেগুনবাগিচা, ঢাকা।
www.bkkb.gov.bd
নং ০৫.৮১.০০০০.০০৫.৪১.০০৭.১৯.খন্ড-২ তারিখ:০১/১২/২০২১
অফিস আদেশ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বাের্ডের মাসিক কল্যাণ, যৌথবীমা ও দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদানের ‘Service Simplification Software টি ১ নভেম্বর ২০২০ হতে ঢাকা মহানগরে চালু করা হয়েছে। সফটওয়্যারটি ব্যবহার করে ঢাকা মহানগরের অধিক্ষেত্রের সেবাপ্রার্থীগণ অনলাইনে আবেদন দাখিল করছেন এবং অনলাইনে আবেদন যাচাই বাছাইসহ অনুমােদন প্রক্রিয়া চলমান আছে। বাের্ডের বিভাগীয় পর্যায়ে ১৫ ডিসেম্বর, ২০২১ তারিখ হতে সফটওয়্যারটি চালু করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিভাগীয় পর্যায়ে সফটওয়্যারটি বাস্তবায়নের লক্ষ্যে টেস্ট সার্ভার আপডেট করা হয়েছে। প্রধান কার্যালয় ও প্রত্যেক বিভাগীয় কার্যলয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীগণকে নিম্নবর্ণিত লিংক ব্যবহার করে পরীক্ষামূলকভাবে আবেদন দাখিল ও অনুমােদন প্রক্রিয়া সম্পন্ন করে কোন সুপারিশ থাকলে তা আগামী ০৫ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে প্রধান কার্যালয়ে (সফটকপি নিকশ ফন্টে সহকারী প্রােগ্রামার এর ই-মেইল ঠিকানায় engr.billal09@gmail.com) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
(এ কে এম ফজলুজ্জোহা)
পরিচালক (প্রশাসন)
ফোন: ৮৩৯২১২০
Mail: directoradmin@bkkb.gov.bd
বিভাগীয় পর্যায়ে মাসিক কল্যাণ, যৌথবীমা ও দাফন অনুদানের অনলাইন ব্যবস্থাপনা চালু: ডাউনলোড