সরকারি ডরমেটরী বরাদ্দ প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর মাসিক বেতন হতে নির্দিষ্ট হারে ভাড়া কর্তন করা হয়। সিট ও গ্রেডের ভিত্তিতে ভাড়া নির্ধারণ করা হয়। একটি কক্ষ বা একক রুম ভাড়ার ক্ষেত্রেও নির্ধারিত হার প্রযোজ্য হয়-Dormitory Allotment by Grade
সর্বনিম্ন কত টাকা কাটা হয়? ১১-২০ তম গ্রেডের জন্য মূল বেতনের ৫% অথবা ১০০০ টাকা যা কম হয়। এক কক্ষ-২ বেড সম্বলিত। নির্বাহী প্রকৌশলী অথবা সমপদ মর্যাদা হতে তদুর্ধ্ব ৫ম গ্রেড থেতে তদুর্ধ্ব মূল বেতনের ১০% বা ১০,০০০ টাকা যেটি কম হয়। ২টি কক্ষ ২ বেড ডাইনিং রুম ও কিচেন সম্বলিত মিনি ফ্ল্যাট।
উপজেলা কমপ্লেক্স এর ক্ষেত্রে কি নিয়ম? উপজেলা কমপ্লেক্স-এ অবস্থিত সকল আবাসিক ভবন উপজেলা পরিষদের নিকট ন্যস্ত হইবে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অবস্থিত বাসভবনসহ উপজেলা পরিষদের ন্যস্ত সমস্ত সরকারী বাসভবনে যে সকল কর্মকর্তা/কর্মচারী বাস করিবেন তাহারা ১লা যে, ১৯৮৬ হইতে বাড়ী ভাড়া ভাতা উত্তেলন করিয়া উহার সমুদয় অর্থ উপজেলা পরিষদ তহবিলে রক্ষণাবেক্ষণ খাতে জমা দিবেন। তাহাদের শ্রেণীমত বেতনের শতকরা ৭২/৫ ভাগ বাড়ী ভাড়া হিসাবে বেতন হইতে কর্তন করিয়া পরিষদ তহবিলে জমা দিতে হইবে না। যে সকল কর্মকতা / কর্মচারী উপজেলা বা বসবাস করিয়৷ ইতিমে বাড়ী ভাড়া ভাতা উত্তোলন করিয়াছেন কিন্তু পরিষদ তহবিলে জমা দেন নাই তাহাদেরকে এক্ষণে উত্তোলিত বাড়ী ভাড়া ভাতার সমুদয় অর্থ উপজেলা পরিষদ ক্ষণাবেক্ষণ ততবিলে জমা দিবেন। উপজেলার যে সকল কর্মকর্তার জন্য নির্ধারিত বাড়ী রহিয়াছে তাহাদের অবশ্যই সেই নাড়ীতে পাকিতে হইবে এবং প্রচলিত নিয়মে বাড়ী ভাড়া উত্তোলন করিয়া উপজেলা পরিষদের রক্ষণাবেক্ষণ তহবিলে জমা দিতে হইবে। ডরমিটরীতে যদি কোন কর্মকর্তা/কর্মচারী একটি সম্পূর্ণ কম নিয়া বসবাস করেন তবে তিনি সরকার হইতে প্রাপ্ত বাড়ী ভাড়া ভাতা উত্তোলন করিয়া উহার শতকরা ২৫ ভাগ পরিষদ রক্ষণাবেক্ষণ তহবিলে জমা দিবেন ।
এক রুমে অনেক লোক থাকলে? ডরমিটরীতে যদি একটি রুমে একের অধিক কর্মকর্তা/কর্মচারী বসবাস করেন। তাহাদের প্রাপ্ত বাড়ী ভাড়া ভাতার শতকরা ১০ ভাগ উপজেলা পরিষদ রক্ষণাবেক্ষণ তহবিলে জ দিবেন। প্রচলিত বিধি অনুসারে চতুর্থ শ্রেণী কর্মচারী যাহারা পরিষদে নাও সরকারী বাসভবনে থাকিবেন তাহাদের কোন বাড়ী ভাড়া দিতে হইবে না। তাহারা কোন বাড়ী ভাড়া ভাতাও উত্তোলন করিবেনন না । উইটনেস শেডসং কোর্ট ভবনের মেরামত ও রক্ষণাবেক্ষণ গণপূর্ত বিভাগ করিবে। উপজেলাস্থ পুলিশ বিভাগের এবং সাব-রেজিষ্টারের বাসভবন ও অফিসসহ সংরক্ষিত বিষয়ের অপরাপর সকল অফি ভবনের মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রচলিত নিয়নে চলিবে। (৯) উপরে (৮) নম্বর অনুচেছদে বর্ণিত সিদ্ধান্ত অনুসারে উইটনেস শেড সহ কোর্ট ভবন, উপজেলা পুলিশ বিভাগের অফিস ও আবাসিক ভবন, সাব-রেজিষ্টারের অফিস ও আবাসিক ভবন এবং সংরি বিষয়ের অপরাপর অফিসসমূহের মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব উপজেলা পরিষদ গ্রহণ করিবে না। উপজেলা পরিষদ কেবলমাত্র সংরক্ষিত বিষয়ে ইউটিডিসি-তে অবস্থিত আবাসিক ভবনসহ হস্তান্তরিত বিষয়ের সকল অফিস এবং আবাসিক ভবনের মেরামত ও রক্ষণাবেক্ষণ করিবে।
বাসা/ ডরমেটরী ভাড়া পুনঃ:নির্ধারণ ২০১৮ । একক আসন গ্রীন রোড বা খিলগাঁও, ঢাকায় ১৮ গ্রেডের জন্য ১০০০ টাকা।
একক রুম হলে বাসা ভাড়ার ১০%। একক সিট হলে বাসা ভাড়ার ৫%।
বিস্তারিত জানতে ডরমেটরী বরাদ্দে ভাড়া যেভাবে হিসার করা হয় বা কর্তন করার আদেশ দেখুন: ডাউনলোড
বাসা/কক্ষ বরাদ্দের মাসিক হার কত?
সরকারি আবাসন পরিদপ্তরের বরাদ্দ আওতাধীন ঢাকাস্থ সেন্ট্রাল সার্কিট হাউস, গ্রিন রোড ও সরকারি কর্মচারী, ব্যাচেলর হোস্টেল এবং অস্থায়ী কক্ষ বরাদ্দ প্রাপ্তির যোগ্যতা ও ভাড়া পুন: নির্ধারণ করা হয়েছে। যাদের নিম্নহারে বাসা/ কক্ষ ভাড়া কর্তন করা হবে তারা নির্ধারিত হারে বাড়ি ভাড়া পাবেন। একক রুম বললে ভুল হতে পারে। এক রুমে একাধিক সিট থাকতে পারে। আপনি সিট বরাদ্দ নিলেই হাউজ রেন্টের ১০% ভাড়া পরিশোধ করতে হবে।
বাসা/ ডরমেটরী ভাড়া পুনঃ:নির্ধারণ ২০১৮
উপজেলা পরিষদের ক্ষেত্রে নিয়ম কি? হস্তান্তরিত বিষয়সমূহের যে সকল অফিস উপজেলা পরিষদ ভবনে সংকুলান করা হইয়াছে সেই সকল অফিসের জন্য উপজেলা পরিষদকে কোন ভাড়া দিতে হইবে না। তবে সংরক্ষিত বিষয়ের যে সকল অফিস উপজেলা পরিষদ ভবনে সংকুলান করা হইয়াছে যে সকল অফিসকে উপজেলা পরিষদ তহবিলে প্রতি রুমের জন্য নাসিক ৫০ টাকা হারে ভাড়া পরিশোধ করিতে হইবে। উল্লেখিত সিদ্ধান্তসমূহ কেবলমাত্র উপজেলা পরিষদে হস্তান্তরিত এবং উপজেলা পর্যায়ে সংরক্ষিত বিষয়ে যে সকল কর্মকর্তা / কর্মচারী পরিষদে ন্যস্ত সরকারী বাসভবনে বসবাস করেন তাহাদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে। উপজেলার অন্যান্য বিধিবদ্ধ সংস্থা (যেমন বি এ ডি সি) কর্তৃক নির্মিত নিজস্ব বাসার ভাড়া উক্ত বিধিবদ্ধ সংস্থার প্রচলিত নিয়মে আদায় হইবে । নিম্ন স্বাক্ষরকারী আদিষ্ট হইরা উল্লেখিত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করিবার জন্য তাহাকে সবিনয় অনুরোধ করিতেছে।
উপজেলা পরিষদের আওতাধীন ডরমেটরী ও সরকারি কোয়ার্টার বরাদ্দ নীতিমালা/ বিধিমালা শেয়ার করার জন্য অনুরোধ করছি
ভোলা ২২৫মেঃ ওঃ সিসিপিপি, বোরহানউদ্দিন, ভোলা প্লান্টের ডর্মেটরীর ভাড়া তালিকা নিম্নরূপ –
১১-১৯গ্রেড ১ কক্ষ(১ সিটি)- ৳ ৩০০ (নির্ধারিত)
৫-১০গ্রেড ১ কক্ষ(১/২ সিটি)- ৳ ৪০০ (নির্ধারিত)
কোন আইনানুযায়ী?
কর্তৃপক্ষ যে কোন হার ধার্য করতে পারে।