বার্ষিক বেতন বৃদ্ধি । উচ্চতর গ্রেড

ভূতাপেক্ষ টাইমস্কেল-সিলেকশন ২০২‌৩ । উপ-সহকারি প্রকৌশলীগণের ৮ম গ্রেডে টাইমস্কেল সিলেকশন মঞ্জুর করা হয়েছে

প্রাপ্য টাইম স্কেল সিলেকশন গ্রেড ২০১৫ সালের পে স্কেল কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত ভূতাপেক্ষ মঞ্জুরকারী হয় – বকেয়া টাইমস্কেল এখনও মঞ্জুর করা হচ্ছে – ভূতাপেক্ষ টাইমস্কেল-সিলেকশন ২০২৩

ভূতাপেক্ষ কি? ভূতাপেক্ষ, অতীত-সম্পর্কীয়, অতীত-সম্বন্ধীয়, অতীতের ঘটনা-সম্পর্কিত। চাকরির ক্ষেত্রে ভূতাপেক্ষ শব্দটি তখনই ব্যবহার করা হয় যখন নির্ধারিত সময় অতিবাহিত হয় এবং পরবর্তী উক্ত তারিখ হতে মঞ্জুরী প্রদান করা হয়। এমন মঞ্জুরীকে ভূতাপেক্ষ মঞ্জুরী বলা হয়।

স্থানীয় সরকার বিভাগের পদোন্নতি/উচ্চতর টাইমস্কেল/সিলেকশন গ্রেড প্রদান বিষয়ক কমিটির সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিম্নলিখিত কর্মকর্তাগণকে অর্থ মন্ত্রণালয়ের, অর্থ বিভাগের (বাস্তবায়ন অনুবিভাগ) ০২/১২/২০০৯ইং তারিখের নং এস, আর, ও ২৫৫ আইন/২০০৯/অম/অবি(বাস্তঃ-১)/জাঃবেঃস্কেল- ১/২০০৯/২৩২ নম্বর স্মারকের ৭নং ধারার বর্ণিত বিধান অনুযায়ী নিম্নলিখিত কর্মকর্তাগণের নামের বিপরীতে প্রাপ্যতার তারিখ অনুসারে উচ্চতর স্কেলে ভূতাপেক্ষ টাইমস্কেল/সিলেকশন প্রদান করা হয়েছে।

টাইম স্কেল ২০২৩ – টাইমস্কেল কি? টাইম স্কেল মানে গ্রেডের উন্নতি। আপনি এখন যে গ্রেডে বেতন পাচ্ছেন সেই গ্রেড থেকে নির্দিষ্ট সময় পরপর প্রমোশন দেওয়া হয়। এটাই টাইমস্কেল। ২০১৫ সালের পে স্কেলের পর টাইমস্কেল রহিত করা হয়েছে। তবে ২০০৯ সালের পে স্কেলের পর প্রাপ্য টাইমস্কেল বকেয়া হিসেবে মঞ্জুর করা হচ্ছে। টাইম স্কেল ২০২২ । দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগদানের তারিখ হতে ৩য় টাইমস্কেল প্রদান সংক্রান্ত

ইন্ট্রাক্টরগণ মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯/১১/১৯৯৪ তারিখের ১৬৪ সংখ্যক প্রজ্ঞাপন মােতাবেক উপসহকারী প্রকৌশলীর সমমান ২য় শ্রেণির মর্যাদা প্রাপ্ত হওয়ায় বিধি মােতাবেক চাকরি ০৪ বছর পূর্তিতে ০১টি সিলেকশন গ্রেড এবং ৮ ও ১২ বছর পূর্তিতে ০২টি টাইমস্কেলের আর্থিক সুবিধা প্রাপ্ত হয়েছেন। ইন্ট্রাক্টরগণ যেহেতু ২য় শ্রেণির কর্মকর্তা হিসেবে গ্রেড এবং ০২টি টাইমস্কেল গ্রহণ করেছেন, সেক্ষেত্রে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল সংক্রান্ত বিধান মতে চাকরি ১৫ বছর পূর্তিতে তাঁদের ৩য় টাইম স্কেল প্রাপ্তির সুযােগ নেই। ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড মঞ্জুর হচ্ছে।

বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ভূতাপেক্ষ সুবিধা প্রদানের মাধ্যমে মঞ্জুর হচ্ছে এখনও তাই আপনারও যদি কোন বকেয়া টাইমস্কেল থাকে আবেদন করুন।

স্বয়ংক্রিয় এর ব্যাখ্যাঃ বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি) ব্যতিরেকে প্রযোজাক্ষেত্রে মন্ত্রণালয়ের সচিব। নিয়োগকারী কর্তৃপক্ষ অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এর অনুমােদন গ্রহণপূর্বক অফিস আদেশ জারির মাধ্যমে উচ্চতর গ্রেড প্রদানের বিষয়টি নিষ্পত্তি করিতে হইবে।

প্রজ্ঞাপনঃ উপ-সহকারি প্রকৌশলীগণের টাইমস্কেল-সিলেকশন প্রদান প্রসঙ্গে – ৯৭৮ (০৪-১২-২০২২) PDF Download

জাতীয় বেতন ভাতাদি আদেশ ২০১৫ । উচ্চতর গ্রেডের প্রাপ্যতা

  • (১) একই পদে কর্মরত কোন কর্মচারী দুই বা ততােধিক উচ্চতর স্কেল (টাইমস্কেল/সিলেকশন গ্রেড (যে নামেই অভিহিত হউক) পাইয়া থাকিলে তিনি এই অনুচ্ছেদের অধীন উচ্চতর গ্রেড প্রাপ্য হইবেন না।
  • (২) একই পদে কর্মরত কোন কর্মচারী একটিমাত্র উচ্চতর স্কেল (টাইমস্কেল)/সিলেকশন গ্রেড (যে নামেই অভিহিত হউক) পাইয়া থাকিলে উচ্চতর স্কেল (টাইমস্কেল)/সিলেকশন গ্রেড পাইবার তারিখ হইতে পরবর্তী ৬(ছয়) বছর পূর্তির পর ৭ম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হইবেন।
  • (৩) একই পদে কর্মরত কর্মচারী কোন প্রকার উচ্চতর স্কেল (টাইমস্কেল)/সিলেকশন গ্রেড (যে নামেই অভিহিত হউক) না পাইয়া থাকিলে সন্তোষজনক চাকরির শর্তে তিনি ১০(দশ) বৎসর চাকরি পূর্তিতে ১১তম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড এবং পরবর্তী ৬ বছরে পদোন্নতি না পাইলে ৭ম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হইবেন।
  • (৪) জাতীয় বেতনস্কেল, ২০১৫. এর ৭(১) ও ৭(২) এ প্রদত্ত সুবিধা কোন ক্রমেই ১৫/১২/২০১৫ তারিখের পূর্বে প্রদান করা যাইবে না।

এখনও টাইমস্কেল মঞ্জুর হচ্ছে?

টাইম স্কেল প্রদান – জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৪ ধারা মোতাবেক বিভাগীয় নিয়োগ ও পদোন্নতি কমিটির সুপারিশে এখানও বকেয়া টাইম স্কেল মঞ্জুর করা হচ্ছে! তবে কিছু শর্ত আরোপ করেই মঞ্জুর করা হচ্ছে। যেতেহু মামলা এখনও চূড়ান্ত রায় প্রকাশ হয়নি।  প্রাপ্যতা অবশ্যই ৩০ জুন ২০১৫ তারিখের পূর্বে হতে হবে। টাইম স্কেল পদোন্নতি পদ দাবি করার বিষয় নয়। অঙ্গীকার নামা গ্রহনের মাধ্য প্রাপ্যতার অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে।

টাইমস্কেল/সিলেকশন গ্রেড পাইবার ৬ বছর পূর্তির পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *