সরকারি কর্মচারীদের শ্রেণী বিন্যাস করা হয়েছে ভ্রমণ ভাতা নির্ধারণের ক্ষেত্রে।এ ক্ষেত্রে মূল বেতন ও গ্রেড খেয়াল রাখতে হবে।
- মূল বেতন ৯ম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেড এবং ১০ গ্রেডের সে সকল সরকারি কর্মচারী যাদের মূল বেতন ২৯,০০০/- টাকা বা তদূর্ধ্ব।
- মূল বেতন ২৯,০০০/- টাকার কম গ্রহণকারী সকল ১০ম গ্রেডের সরকারি কর্মচারী এবং ঐ সকল ১১নং থেকে ১৬নং গ্রেডের কর্মচারী যাদের মূল বেতন মাসিক ১৬,০০০/- টাকা বা তদুর্ধ্ব ধারীরা খ শ্রেণীভূক্ত।
খ শ্রেণী ভূক্ত ব্যতীত ১১নং গ্রেড থেকে ১৬ নং গ্রেডের অন্য সকল সরকারি কর্মচারী।
- ফরেস্ট গার্ড, পুলিশ কনস্টেবল (প্রধান কনস্টেবল ব্যতীত), জেল ওয়ার্ডার, পেটি অফিসার, কিশোর অপরাধী সংশোধনী প্রতিষ্ঠান (Borstal School) এর দ্বাররক্ষী এবং ১৭ নং গ্রেড থেকে ২০ নং গ্রেডের সকল সরকারি কর্মচারী।
শ্রেনী নির্ণয় করে তারপর দূরত্বকে নিম্নে উল্লেখিত হার দিয়ে গুন করে দুরত্ব ভাতা নির্ণয় করতে হবে।
০৩। পথ ভাড়া ভাতা (Mileage Allowance):
ভ্রমণের দূরত্ব নির্বিশেষে সড়ক পথে ভ্রমণের জন্য নিমোক্ত হার প্রযোজ্য হার প্রযোজ্য হবে:
০১। শ্রেণী ক-টাকা/কিলোমিটার ৩.৭৫
০২। শ্রেণী খ- টাকা/কিলোমিটার ৩.০০
০৩। শ্রেণী গ-টাকা/কিলোমিটার ২.২৫
০৪। শ্রেণী ঘ-টাকা/কিলোমিটার ১.৫০
ভ্রমণ ভাতা বিল করতে পথ ভাড়া নির্ধারণে শ্রেণীগুলো দেখে নিতে পারেন: ডাউনলোড